
ইন্টার মিয়ামি, লিওনেল মেসি-এই শব্দ দুটি গত কয়েক মাসে শোনা যাচ্ছে বারবার। আনুষ্ঠানিক চুক্তি না হলেও যুক্তরাষ্ট্রে মেসির খেলা দেখতে সমর্থকেরা যেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মিয়ামিতে আর্জেন্টাইন তারকা ফুটবলারের ম্যুরালের কাজ চলছে।
মিয়ামিতে মেসির ম্যুরালের কাজ করছে ডেভিড বেকহামের পরিবার। মিয়ামির এক দালানে ম্যুরাল আঁকার ভিডিও গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ডেভিড বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম। ভিডিওতে দেখা গেছে, ডেভিড ও ভিক্টোরিয়া দুজনেই মেসির ম্যুরাল আঁকছেন। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের দাঁতে রং করছেন ভিক্টোরিয়া। বেকহামের স্ত্রী বলেছেন, ‘আমি মনে করি, মিয়ামিতে (লিওনেল) মেসির ছবি এঁকে ডেভিড দারুণ কাজ করেছে। আমরা এখানে এসেছি অল্প কয়েক দিন আর সে আঁকার কাজ শুরু করেছে। দেখুন, এটা অনেক বড়। এর বাইরে ডেভিড বেকহাম আর কিইবা করতে পারত? সে এখানে এঁকেছে। আমি মুগ্ধ।’
আর্সেনালের বিপক্ষে ম্যাচে এমএলএস অল স্টার্সের খেলার কথা ছিল মেসির। এরপর জানা যায়, আর্সেনালের বিপক্ষে অভিষেক হচ্ছে না আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের। ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচে ইন্টার মিয়ামির জার্সিতে অভিষেক হতে পারে তার। আর মেসিকে বরণ করার দিনক্ষণও জানিয়ে দিয়েছে মিয়ামি। ১৬ জুলাই ক্লাবটি ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করেছে। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টোডিয়ামে সেদিনই সাতবারের ব্যালন ডি অরজয়ীকে সমর্থকদের সামনে উপস্থিত করাবে মিয়ামি। আর এরই মধ্যে মেসি মিয়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন। ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। অ্যাপার্টমেন্ট কিনতে তাঁর খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আর ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ, রেসিং সিমুলেটরস এবং ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থা।
এছাড়া এক বিশেষ জার্সি পরে অনুশীলন করবেন মেসি ও তাঁর সতীর্থরা। অ্যাডিডাস ও কৌতুক বইয়ের ব্র্যান্ড মার্ভেলের সঙ্গে মেজর লিগ সকার (এমএলএস) চুক্তি করেছে। মার্ভেলের ইচ্ছাতেই কাল্পনিক চরিত্র ক্যাপ্টেন আমেরিকার আদলে ডিজাইন করা হয়েছে ক্লাবগুলোর অনুশীলন জার্সি। অনুশীলন জার্সিগুলো সাধারণত লাল, সাদা ও নীল রঙের হবে। শুধু দলের লোগো অনুযায়ী একে অপরের থেকে আলাদা হবে। অনুশীলনের এই জার্সির দাম পড়বে ৭০ ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৭৫৭৩ টাকা।

ইন্টার মিয়ামি, লিওনেল মেসি-এই শব্দ দুটি গত কয়েক মাসে শোনা যাচ্ছে বারবার। আনুষ্ঠানিক চুক্তি না হলেও যুক্তরাষ্ট্রে মেসির খেলা দেখতে সমর্থকেরা যেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মিয়ামিতে আর্জেন্টাইন তারকা ফুটবলারের ম্যুরালের কাজ চলছে।
মিয়ামিতে মেসির ম্যুরালের কাজ করছে ডেভিড বেকহামের পরিবার। মিয়ামির এক দালানে ম্যুরাল আঁকার ভিডিও গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ডেভিড বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম। ভিডিওতে দেখা গেছে, ডেভিড ও ভিক্টোরিয়া দুজনেই মেসির ম্যুরাল আঁকছেন। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের দাঁতে রং করছেন ভিক্টোরিয়া। বেকহামের স্ত্রী বলেছেন, ‘আমি মনে করি, মিয়ামিতে (লিওনেল) মেসির ছবি এঁকে ডেভিড দারুণ কাজ করেছে। আমরা এখানে এসেছি অল্প কয়েক দিন আর সে আঁকার কাজ শুরু করেছে। দেখুন, এটা অনেক বড়। এর বাইরে ডেভিড বেকহাম আর কিইবা করতে পারত? সে এখানে এঁকেছে। আমি মুগ্ধ।’
আর্সেনালের বিপক্ষে ম্যাচে এমএলএস অল স্টার্সের খেলার কথা ছিল মেসির। এরপর জানা যায়, আর্সেনালের বিপক্ষে অভিষেক হচ্ছে না আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের। ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচে ইন্টার মিয়ামির জার্সিতে অভিষেক হতে পারে তার। আর মেসিকে বরণ করার দিনক্ষণও জানিয়ে দিয়েছে মিয়ামি। ১৬ জুলাই ক্লাবটি ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করেছে। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টোডিয়ামে সেদিনই সাতবারের ব্যালন ডি অরজয়ীকে সমর্থকদের সামনে উপস্থিত করাবে মিয়ামি। আর এরই মধ্যে মেসি মিয়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন। ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। অ্যাপার্টমেন্ট কিনতে তাঁর খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আর ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ, রেসিং সিমুলেটরস এবং ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থা।
এছাড়া এক বিশেষ জার্সি পরে অনুশীলন করবেন মেসি ও তাঁর সতীর্থরা। অ্যাডিডাস ও কৌতুক বইয়ের ব্র্যান্ড মার্ভেলের সঙ্গে মেজর লিগ সকার (এমএলএস) চুক্তি করেছে। মার্ভেলের ইচ্ছাতেই কাল্পনিক চরিত্র ক্যাপ্টেন আমেরিকার আদলে ডিজাইন করা হয়েছে ক্লাবগুলোর অনুশীলন জার্সি। অনুশীলন জার্সিগুলো সাধারণত লাল, সাদা ও নীল রঙের হবে। শুধু দলের লোগো অনুযায়ী একে অপরের থেকে আলাদা হবে। অনুশীলনের এই জার্সির দাম পড়বে ৭০ ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৭৫৭৩ টাকা।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৬ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১০ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১০ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১১ ঘণ্টা আগে