
ইন্টার মিয়ামি, লিওনেল মেসি-এই শব্দ দুটি গত কয়েক মাসে শোনা যাচ্ছে বারবার। আনুষ্ঠানিক চুক্তি না হলেও যুক্তরাষ্ট্রে মেসির খেলা দেখতে সমর্থকেরা যেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মিয়ামিতে আর্জেন্টাইন তারকা ফুটবলারের ম্যুরালের কাজ চলছে।
মিয়ামিতে মেসির ম্যুরালের কাজ করছে ডেভিড বেকহামের পরিবার। মিয়ামির এক দালানে ম্যুরাল আঁকার ভিডিও গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ডেভিড বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম। ভিডিওতে দেখা গেছে, ডেভিড ও ভিক্টোরিয়া দুজনেই মেসির ম্যুরাল আঁকছেন। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের দাঁতে রং করছেন ভিক্টোরিয়া। বেকহামের স্ত্রী বলেছেন, ‘আমি মনে করি, মিয়ামিতে (লিওনেল) মেসির ছবি এঁকে ডেভিড দারুণ কাজ করেছে। আমরা এখানে এসেছি অল্প কয়েক দিন আর সে আঁকার কাজ শুরু করেছে। দেখুন, এটা অনেক বড়। এর বাইরে ডেভিড বেকহাম আর কিইবা করতে পারত? সে এখানে এঁকেছে। আমি মুগ্ধ।’
আর্সেনালের বিপক্ষে ম্যাচে এমএলএস অল স্টার্সের খেলার কথা ছিল মেসির। এরপর জানা যায়, আর্সেনালের বিপক্ষে অভিষেক হচ্ছে না আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের। ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচে ইন্টার মিয়ামির জার্সিতে অভিষেক হতে পারে তার। আর মেসিকে বরণ করার দিনক্ষণও জানিয়ে দিয়েছে মিয়ামি। ১৬ জুলাই ক্লাবটি ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করেছে। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টোডিয়ামে সেদিনই সাতবারের ব্যালন ডি অরজয়ীকে সমর্থকদের সামনে উপস্থিত করাবে মিয়ামি। আর এরই মধ্যে মেসি মিয়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন। ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। অ্যাপার্টমেন্ট কিনতে তাঁর খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আর ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ, রেসিং সিমুলেটরস এবং ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থা।
এছাড়া এক বিশেষ জার্সি পরে অনুশীলন করবেন মেসি ও তাঁর সতীর্থরা। অ্যাডিডাস ও কৌতুক বইয়ের ব্র্যান্ড মার্ভেলের সঙ্গে মেজর লিগ সকার (এমএলএস) চুক্তি করেছে। মার্ভেলের ইচ্ছাতেই কাল্পনিক চরিত্র ক্যাপ্টেন আমেরিকার আদলে ডিজাইন করা হয়েছে ক্লাবগুলোর অনুশীলন জার্সি। অনুশীলন জার্সিগুলো সাধারণত লাল, সাদা ও নীল রঙের হবে। শুধু দলের লোগো অনুযায়ী একে অপরের থেকে আলাদা হবে। অনুশীলনের এই জার্সির দাম পড়বে ৭০ ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৭৫৭৩ টাকা।

ইন্টার মিয়ামি, লিওনেল মেসি-এই শব্দ দুটি গত কয়েক মাসে শোনা যাচ্ছে বারবার। আনুষ্ঠানিক চুক্তি না হলেও যুক্তরাষ্ট্রে মেসির খেলা দেখতে সমর্থকেরা যেন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মিয়ামিতে আর্জেন্টাইন তারকা ফুটবলারের ম্যুরালের কাজ চলছে।
মিয়ামিতে মেসির ম্যুরালের কাজ করছে ডেভিড বেকহামের পরিবার। মিয়ামির এক দালানে ম্যুরাল আঁকার ভিডিও গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ডেভিড বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহাম। ভিডিওতে দেখা গেছে, ডেভিড ও ভিক্টোরিয়া দুজনেই মেসির ম্যুরাল আঁকছেন। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের দাঁতে রং করছেন ভিক্টোরিয়া। বেকহামের স্ত্রী বলেছেন, ‘আমি মনে করি, মিয়ামিতে (লিওনেল) মেসির ছবি এঁকে ডেভিড দারুণ কাজ করেছে। আমরা এখানে এসেছি অল্প কয়েক দিন আর সে আঁকার কাজ শুরু করেছে। দেখুন, এটা অনেক বড়। এর বাইরে ডেভিড বেকহাম আর কিইবা করতে পারত? সে এখানে এঁকেছে। আমি মুগ্ধ।’
আর্সেনালের বিপক্ষে ম্যাচে এমএলএস অল স্টার্সের খেলার কথা ছিল মেসির। এরপর জানা যায়, আর্সেনালের বিপক্ষে অভিষেক হচ্ছে না আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের। ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচে ইন্টার মিয়ামির জার্সিতে অভিষেক হতে পারে তার। আর মেসিকে বরণ করার দিনক্ষণও জানিয়ে দিয়েছে মিয়ামি। ১৬ জুলাই ক্লাবটি ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক অনুষ্ঠানের আয়োজন করেছে। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টোডিয়ামে সেদিনই সাতবারের ব্যালন ডি অরজয়ীকে সমর্থকদের সামনে উপস্থিত করাবে মিয়ামি। আর এরই মধ্যে মেসি মিয়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন। ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। অ্যাপার্টমেন্ট কিনতে তাঁর খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আর ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ, রেসিং সিমুলেটরস এবং ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থা।
এছাড়া এক বিশেষ জার্সি পরে অনুশীলন করবেন মেসি ও তাঁর সতীর্থরা। অ্যাডিডাস ও কৌতুক বইয়ের ব্র্যান্ড মার্ভেলের সঙ্গে মেজর লিগ সকার (এমএলএস) চুক্তি করেছে। মার্ভেলের ইচ্ছাতেই কাল্পনিক চরিত্র ক্যাপ্টেন আমেরিকার আদলে ডিজাইন করা হয়েছে ক্লাবগুলোর অনুশীলন জার্সি। অনুশীলন জার্সিগুলো সাধারণত লাল, সাদা ও নীল রঙের হবে। শুধু দলের লোগো অনুযায়ী একে অপরের থেকে আলাদা হবে। অনুশীলনের এই জার্সির দাম পড়বে ৭০ ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৭৫৭৩ টাকা।

২০২৬ আইপিএল যেন বাংলাদেশে সম্প্রচার না করা হয়, সেই নির্দেশনা এসেছে তথ্য মন্ত্রণালয় থেকে। আইপিএল নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণেই মূলত এমন সিদ্ধান্ত।
৫ মিনিট আগে
একহারা গড়নের এক তরুণ পেসার উইকেট নিয়ে শূন্যে লাফ দিচ্ছেন। শফিউল ইসলামের উদযাপনটা বাংলাদেশের অনেক ক্রিকেটপ্রেমীর স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ব্রিস্টলে ইংল্যান্ডকে হারানোর সেই মুহূর্তটা।
১ ঘণ্টা আগে
নিজেদের সবশেষ দুই ম্যাচের দুটিতেই বাজেভাবে হেরেছে সিলেট টাইটান্স। ঘরের মাঠে স্বাগতিক সিলেট শেষ দুই ম্যাচে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসের কাছে ৯ ও ৬ উইকেটে হেরেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন সিলেট। আজ মিরাজের দল নামবে হ্যাটট্রিক হার এড়াতে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা
১ ঘণ্টা আগে
আইপিএল নিলাম থেকে কেনার ২০ দিনের মধ্যেই মোস্তাফিজুর রহমানের নাম ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও রেশটা এখনো রয়েই গেছে। টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাওয়া মোস্তাফিজ বিপিএলে দেখিয়েছেন তাঁর ভেলকি।
২ ঘণ্টা আগে