
গোলের বন্যা বলতে যা বোঝায়,সেটাই হলো গত রাতে বার্সেলোনা-ভায়াদোলিদ ম্যাচে। মুড়ি-মুড়কির মতো গোল করে ভায়াদোলিদকে ‘সেভেন আপ’ উপহার দিল বার্সা। অসাধারণ এক জয়ের পর হুংকার ছাড়লেন ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহা।
এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে গত রাতে রাফিনহাকে সামলাতেই হিমশিম খায় ভায়াদোলিদ। হ্যাটট্রিকের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন তিনি। গোল তিনটি রাফিনহা করেছেন ২০, ৬৪ ও ৭২ মিনিটে। ব্রাজিলের ফরোয়ার্ড ৮৫ মিনিটে গোল করিয়েছেন ফেরান তোরেসকে দিয়ে। ম্যাচে বাকি তিন গোল করেছেন রবার্ট লেভানডফস্কি, জুলস কুন্দে ও দানি অলমো। ম্যাচ শেষে সম্প্রচারক কোম্পানি মুভিস্টার প্লাসকে রাফিনহা বলেন, ‘আজকের ম্যাচ দেখিয়ে দিল যে নতুন কারও আসার দরকার নেই এখানে (বার্সেলোনা)। এ কারণে আমরা খুব খুশি।’ হয়তো নিকো উইলিয়ামসের কথা উল্লেখ করেন রাফিনহা। কারণ গত কয়েক দিনে উইলিয়ামসের বার্সায় আসা নিয়ে অনেক আলোচনা চলছি। শেষ পর্যন্ত কাতালানদের সঙ্গে আর চুক্তি হয়নি উইলিয়ামসের।
হ্যানসি ফ্লিকের অধীনে ২০২৪-২৫ মৌসুম বার্সেলোনা শুরু করেছে দারুণভাবে। ৪ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে এখন বার্সা। ৪ ও ৩ গোল করে স্প্যানিশ লিগের সর্বোচ্চ দুই গোলদাতা লেভানডফস্কি ও রাফিনহা। অলমো টুর্নামেন্টে ২ গোল করেছেন। দল হিসেবে খেললে বার্সার আরও সফলতা আসবে বলে মনে করেন রাফিনহা। ব্রাজিলের ফরোয়ার্ড বলেন, ‘আমরা দারুণ ছন্দে আছি। দল কঠোর পরিশ্রম করছে। আজকের ফলে বোঝা যাচ্ছে, আমরা কতটা পরিশ্রম করছি। আমরা দেখছি যে কোচ (হ্যান্সি ফ্লিক) সাইডলাইনে বসে একের পর এক গোলের পরামর্শ দিচ্ছেন। এটাই আমাদের মানসিকতা।’

গোলের বন্যা বলতে যা বোঝায়,সেটাই হলো গত রাতে বার্সেলোনা-ভায়াদোলিদ ম্যাচে। মুড়ি-মুড়কির মতো গোল করে ভায়াদোলিদকে ‘সেভেন আপ’ উপহার দিল বার্সা। অসাধারণ এক জয়ের পর হুংকার ছাড়লেন ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহা।
এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে গত রাতে রাফিনহাকে সামলাতেই হিমশিম খায় ভায়াদোলিদ। হ্যাটট্রিকের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন তিনি। গোল তিনটি রাফিনহা করেছেন ২০, ৬৪ ও ৭২ মিনিটে। ব্রাজিলের ফরোয়ার্ড ৮৫ মিনিটে গোল করিয়েছেন ফেরান তোরেসকে দিয়ে। ম্যাচে বাকি তিন গোল করেছেন রবার্ট লেভানডফস্কি, জুলস কুন্দে ও দানি অলমো। ম্যাচ শেষে সম্প্রচারক কোম্পানি মুভিস্টার প্লাসকে রাফিনহা বলেন, ‘আজকের ম্যাচ দেখিয়ে দিল যে নতুন কারও আসার দরকার নেই এখানে (বার্সেলোনা)। এ কারণে আমরা খুব খুশি।’ হয়তো নিকো উইলিয়ামসের কথা উল্লেখ করেন রাফিনহা। কারণ গত কয়েক দিনে উইলিয়ামসের বার্সায় আসা নিয়ে অনেক আলোচনা চলছি। শেষ পর্যন্ত কাতালানদের সঙ্গে আর চুক্তি হয়নি উইলিয়ামসের।
হ্যানসি ফ্লিকের অধীনে ২০২৪-২৫ মৌসুম বার্সেলোনা শুরু করেছে দারুণভাবে। ৪ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে এখন বার্সা। ৪ ও ৩ গোল করে স্প্যানিশ লিগের সর্বোচ্চ দুই গোলদাতা লেভানডফস্কি ও রাফিনহা। অলমো টুর্নামেন্টে ২ গোল করেছেন। দল হিসেবে খেললে বার্সার আরও সফলতা আসবে বলে মনে করেন রাফিনহা। ব্রাজিলের ফরোয়ার্ড বলেন, ‘আমরা দারুণ ছন্দে আছি। দল কঠোর পরিশ্রম করছে। আজকের ফলে বোঝা যাচ্ছে, আমরা কতটা পরিশ্রম করছি। আমরা দেখছি যে কোচ (হ্যান্সি ফ্লিক) সাইডলাইনে বসে একের পর এক গোলের পরামর্শ দিচ্ছেন। এটাই আমাদের মানসিকতা।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৭ ঘণ্টা আগে