
ঢাকা: রিয়াদ মাহারেজের জোড়া গোলে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সিটির জয় ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-১ গোলের। চ্যাম্পিয়নস লিগের বর্তমান ফরম্যাটে এটিই সিটির প্রথম ফাইনাল। শিরোপা লড়াইয়ে সিটির প্রতিপক্ষ আজ রাতে চেলসি-রিয়াল মাদ্রিদ ম্যাচের জয়ী দল।
ম্যানচেস্টারে তুষারের কারণে শুরু থেকে বিপাকে ছিল দুই দল। এর মাঝেও উভয়েই চেষ্টা করছিল আক্রমণে যাওয়ার। তবে পিছিয়ে থাকা পিএসজিকে আরও পিছিয়ে দিয়ে প্রথমে লিড নেয় সিটি। মাহারেজের শট কেইলর নাভাসকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
পিছিয়ে পড়ে দারুণভাবে চেষ্টা চালায় পিএসজি। একবার তারা গোল বঞ্চিত হয় পোস্টে লাগায়। আরেকবার সিটি ডিফেন্সের ভুলের সুযোগে ডি মারিয়ার নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর প্রথমার্ধে আরও একাধিকবার কাছাকাছি গিয়ে হতাশ হতে হয় অতিথিদের।
পিএসজির চাপে এসময় প্রতিআক্রমণ থেকে সুযোগ তৈরির চেষ্টা করে সিটি। তবে বেশ কবার কাছাকাছি গিয়েও প্রথমার্ধের আর দ্বিতীয় গোলের দেখা পায়নি স্বাগতিকেরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দল গোলের জন্য মরিয়া চেষ্টা চালায়। প্রথম লেগের মতো আরও একবার ওয়ান–টু–ওয়ানে সুযোগ হাতছাড়া করেন সিটি স্ট্রাইকার ফিল ফোডেন। পাল্টা আক্রমণে হতাশ হতে হয় নেইমারকেও।
৬৩ মিনিটে আর ভুল হয়নি সিটির। ফোডেনের পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল এনে দেন মাহারেজ। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাদ দিয়ে আবারও প্রথম লেগের মতো মেজাজ হারিয়ে বসে পিএসজি খেলোয়াড়রা। ফার্নান্দিনহোকে অহেতুক পা মাড়িয়ে লাল কার্ড দেখেন ডি মারিয়া। এ সময় খেলার চেয়ে ফাউল করাতেই বেশি ব্যস্ত ছিল দুই দলের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত আর কোনো দল গোল না পাওয়ায় ফাইনালে ওঠার আনন্দে মাতে সিটি।

ঢাকা: রিয়াদ মাহারেজের জোড়া গোলে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সিটির জয় ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-১ গোলের। চ্যাম্পিয়নস লিগের বর্তমান ফরম্যাটে এটিই সিটির প্রথম ফাইনাল। শিরোপা লড়াইয়ে সিটির প্রতিপক্ষ আজ রাতে চেলসি-রিয়াল মাদ্রিদ ম্যাচের জয়ী দল।
ম্যানচেস্টারে তুষারের কারণে শুরু থেকে বিপাকে ছিল দুই দল। এর মাঝেও উভয়েই চেষ্টা করছিল আক্রমণে যাওয়ার। তবে পিছিয়ে থাকা পিএসজিকে আরও পিছিয়ে দিয়ে প্রথমে লিড নেয় সিটি। মাহারেজের শট কেইলর নাভাসকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
পিছিয়ে পড়ে দারুণভাবে চেষ্টা চালায় পিএসজি। একবার তারা গোল বঞ্চিত হয় পোস্টে লাগায়। আরেকবার সিটি ডিফেন্সের ভুলের সুযোগে ডি মারিয়ার নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর প্রথমার্ধে আরও একাধিকবার কাছাকাছি গিয়ে হতাশ হতে হয় অতিথিদের।
পিএসজির চাপে এসময় প্রতিআক্রমণ থেকে সুযোগ তৈরির চেষ্টা করে সিটি। তবে বেশ কবার কাছাকাছি গিয়েও প্রথমার্ধের আর দ্বিতীয় গোলের দেখা পায়নি স্বাগতিকেরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দল গোলের জন্য মরিয়া চেষ্টা চালায়। প্রথম লেগের মতো আরও একবার ওয়ান–টু–ওয়ানে সুযোগ হাতছাড়া করেন সিটি স্ট্রাইকার ফিল ফোডেন। পাল্টা আক্রমণে হতাশ হতে হয় নেইমারকেও।
৬৩ মিনিটে আর ভুল হয়নি সিটির। ফোডেনের পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল এনে দেন মাহারেজ। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাদ দিয়ে আবারও প্রথম লেগের মতো মেজাজ হারিয়ে বসে পিএসজি খেলোয়াড়রা। ফার্নান্দিনহোকে অহেতুক পা মাড়িয়ে লাল কার্ড দেখেন ডি মারিয়া। এ সময় খেলার চেয়ে ফাউল করাতেই বেশি ব্যস্ত ছিল দুই দলের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত আর কোনো দল গোল না পাওয়ায় ফাইনালে ওঠার আনন্দে মাতে সিটি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৩ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৩ ঘণ্টা আগে