Ajker Patrika

ফাঁকা গ্যালারিতে দর্শক ফেরাতে বিনা টিকিটে খেলা দেখাতে পারে পাকিস্তান

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১১: ৩৭
ফাঁকা গ্যালারিতে দর্শক ফেরাতে বিনা টিকিটে খেলা দেখাতে পারে পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে পাকিস্তান। তবু স্বস্তিতে নেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে এই সিরিজে শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল পিসিবি। এর পরও করাচি জাতীয় স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি নেই বললেই চলে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান বোর্ড।  

মাঠে দর্শক অনুপস্থিতির বিষয়টি নিয়ে পিসিবি বোর্ড কর্মকর্তাদের একটি জরুরি সভা ডাকে। সভায় আলোচনা হয়েছে কীভাবে দর্শকদের উপস্থিতি বাড়ানো যায়। টি-টোয়েন্টি সিরিজের পর গড়াবে ওয়ানডে সিরিজ। মাঠে দর্শক ফেরাতে ওয়ানডে সিরিজে বিনা মূল্যে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া যায় কি না—এ বিষয়েও আলোচনা হয়েছে। তবে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।

গত সেপ্টেম্বরে নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। কিউইদের এমন সিদ্ধান্তের পর অনিশ্চয়তায় পড়ে পাকিস্তানের ক্রিকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফর দিয়ে সেই অনিশ্চয়তার মেঘ কেটে গেছে অনেকটা। কিন্তু ম্যাচের সময় দর্শক অনুপস্থিতিতে ফাঁকা গ্যালারি ভাবাচ্ছে পিসিবিকে। 

ঘরের মাঠে ক্রিকেটারদের দাপুটে পারফরম্যান্সের পরও এমন ফাঁকা গ্যালারি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক  দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম ও শহীদ আফ্রিদি। এক ভিডিও বার্তায় ওয়াসিম বলেছেন, ‘এটা যথেষ্ট উদ্বেগের বিষয়। এটা বাড়ির পেছনের কোনো পাড়ার খেলা নয়, আন্তর্জাতিক সিরিজ।’ 

আফ্রিদি জানিয়েছেন, কেন এমন হচ্ছে সেটি আমলে নিয়ে কীভাবে এটির সমাধান করা যায় সেই পথ বের করতে হবে, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন আর দলের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও করাচিতে এত কম দর্শক হতাশাজনক। সবাইকে জানতে হবে কেন এমন হচ্ছে। আর কীভাবে এর উন্নতি করা যায় সেটিও ভাবতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত