
ক্রিকেটারদের চোখে সর্বকালের সেরা একাদশ গড়া নতুন কিছু নয়। সংস্করণভেদে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিরও সেরা একাদশ ঘোষণা করে থাকেন ক্রিকেটার, বিভিন্ন সংবাদমাধ্যম কিংবা ভক্তরা। তবে সর্বকালের সেরা ‘মাথা গরম’ একাদশের কথা বিরলই বলা চলে!
এবার সর্বকালের সেরা ‘মাথা গরম’ একাদশ বানালেন ভারতের সাবেক পেসার শ্রীশান্ত, যাঁর নিজেরই খেলোয়াড়ি জীবন ছিল বিতর্কিত। তাঁর একাদশে রেখেছেন তাঁর সমসাময়িক ক্রিকেটারদেরই। সর্বোচ্চ পাঁচ ক্রিকেটার রেখেছেন ভারতের। এর মধ্যে নিজেকেও রেখেছেন শ্রীশান্ত। অধিনায়ক হিসেবে রাখলেন সৌরভ গাঙ্গুলীকে। ভারতের খেলাধুলাভিত্তিক অনলাইন পোর্টাল ‘স্পোর্টসক্রীড়া’ রসিকতা করে এই একাদশের নাম দিয়েছে সর্বকালের সেরা ‘শান্ত’ একাদশ! মূলত ক্রিকেট মাঠে কিংবা মাঠের বাইরে কথা-কাজে, উদ্যাপনে, বোলিং-ব্যাটিংয়ে, তাঁদের শরিরীভাষায় আক্রমণাত্মক একটা ভাব স্পষ্ট। কখনো প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে তর্ক, কেউ আবার সতীর্থদেরও ছেড়ে কথা বলেননি।
শ্রীশান্তের এই একাদশে বাংলাদেশ থেকে রাখা হয়েছে একমাত্র সাকিব আল হাসানকে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের মেজাজ হারানোর ঘটনা নেহাত কম নয়। ২০১৪ সালে ম্যাচ চলার সময়ে ড্রেসিংরুম থেকে বেরিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একজনের দিকে তেড়ে গিয়ে পরে বিসিবির শাস্তি পেয়েছিলেন সাকিব। ২০১৮ নিদহাস ট্রফিতে সতীর্থদের মাঠ থেকে উঠে আসার ডাক অতঃপর ড্রেসিংরুমের কাচের দরজা ভেঙে ফেলা থেকে শুরু করে ২০২১ সালে ঢাকা প্রিমিয়ার লিগে বিতর্কিত আম্পায়ারিংয়ের প্রতিবাদে স্টাম্পে লাথি মারা, তুলে আছড়ে ফেলা—মেজাজ হারিয়ে মাঝেমধ্যে এমন কত ঘটনাই তো আছে সাকিবের! ভক্তদের ভালোবাসার ‘অত্যাচারে’ অনেক সময় মেজাজ হারিয়েছেন সাকিব। এ বছর ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে এক ভক্ত সেলফি তুলতে গেলে চড় মারতে যান তারকা অলরাউন্ডার। গত বছর চট্টগ্রামে একটি শো রুম উদ্বোধন করতে গিয়ে এক দর্শককে টুপি দিয়ে আঘাত করার ঘটনাও ভাইরাল হয়েছিল।
সাকিব মন্তব্যেও ভীষণ অকপট, কাউকে পরোয়া করেন কমই। গত বছর বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে একটি টিভি সাক্ষাৎকারে তামিম ইকবালকে নিয়ে যে সব বিস্ফোরক মন্তব্য করেছিলেন, সেটি নিয়ে আলোচনা হয় এখনো। সাকিবকে তাই নিজের এই ব্যতিক্রম একাদশে রাখাটা ‘বাধ্যতামূলক’ মনে করেছেন শ্রীশান্ত।
আগেই বলা হয়েছে, শ্রীশান্ত তাঁর একাদশে সর্বোচ্চ পাঁচ ভারতীয় রেখেছেন। সৌরভ, শ্রীশান্তের সঙ্গে ভারতের আরও আছেন গৌতম গম্ভীর, বিরাট কোহলি ও হরভজন সিং। রাখা হয়েছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতারকে। আফ্রিদি-কামরান আকমলদের সঙ্গে গম্ভীরের তর্কযুদ্ধ এখন চলে মাঠের বাইরে।
অ্যান্ড্রু সাইমন্ডসকে ‘বানর’ বলা কিংবা শ্রীশান্তের গালে চড় বসিয়ে দেওয়ার মতো ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন হরভজন। আফ্রিদির বল টেম্পারিং। মেজাজ হারিয়ে শোয়েব আখতারের রকেট গতির বল ছোড়া, সতীর্থ মোহাম্মদ আসিফকে পেটানোর বিতর্ক। কোহলির অতি আগ্রাসী উদ্যাপন, মিচেল স্টার্ককে পোলার্ডের ব্যাট ছুড়ে দেওয়া—এই একাদশের প্রত্যেক ক্রিকেটারের সঙ্গেই বিতর্কিত, আক্রমণাত্মক সব ঘটনা জড়িয়ে আছে।
একাদশে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার রয়েছেন একজন করে ক্রিকেটার। অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়ক রিকি পন্টিং, সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কিরন পোলার্ড ও প্রোটিয়া পেসার আন্দ্রে নেল। তবে অদ্ভুত ব্যাপার শ্রীশান্তের এই একাদশে নেই কোনো উইকেটরক্ষক! কেন নেই, কে জানে!
শ্রীশান্তের মাথা গরম একাদশ: গৌতম গম্ভীর, বিরাট কোহলি, রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), শহীদ আফ্রিদি, সাকিব আল হাসান, কিরন পোলার্ড, হরভজন সিং, শোয়েব আখতার, আন্দ্রে নেল ও শ্রীশান্ত।

ক্রিকেটারদের চোখে সর্বকালের সেরা একাদশ গড়া নতুন কিছু নয়। সংস্করণভেদে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিরও সেরা একাদশ ঘোষণা করে থাকেন ক্রিকেটার, বিভিন্ন সংবাদমাধ্যম কিংবা ভক্তরা। তবে সর্বকালের সেরা ‘মাথা গরম’ একাদশের কথা বিরলই বলা চলে!
এবার সর্বকালের সেরা ‘মাথা গরম’ একাদশ বানালেন ভারতের সাবেক পেসার শ্রীশান্ত, যাঁর নিজেরই খেলোয়াড়ি জীবন ছিল বিতর্কিত। তাঁর একাদশে রেখেছেন তাঁর সমসাময়িক ক্রিকেটারদেরই। সর্বোচ্চ পাঁচ ক্রিকেটার রেখেছেন ভারতের। এর মধ্যে নিজেকেও রেখেছেন শ্রীশান্ত। অধিনায়ক হিসেবে রাখলেন সৌরভ গাঙ্গুলীকে। ভারতের খেলাধুলাভিত্তিক অনলাইন পোর্টাল ‘স্পোর্টসক্রীড়া’ রসিকতা করে এই একাদশের নাম দিয়েছে সর্বকালের সেরা ‘শান্ত’ একাদশ! মূলত ক্রিকেট মাঠে কিংবা মাঠের বাইরে কথা-কাজে, উদ্যাপনে, বোলিং-ব্যাটিংয়ে, তাঁদের শরিরীভাষায় আক্রমণাত্মক একটা ভাব স্পষ্ট। কখনো প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে তর্ক, কেউ আবার সতীর্থদেরও ছেড়ে কথা বলেননি।
শ্রীশান্তের এই একাদশে বাংলাদেশ থেকে রাখা হয়েছে একমাত্র সাকিব আল হাসানকে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের মেজাজ হারানোর ঘটনা নেহাত কম নয়। ২০১৪ সালে ম্যাচ চলার সময়ে ড্রেসিংরুম থেকে বেরিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একজনের দিকে তেড়ে গিয়ে পরে বিসিবির শাস্তি পেয়েছিলেন সাকিব। ২০১৮ নিদহাস ট্রফিতে সতীর্থদের মাঠ থেকে উঠে আসার ডাক অতঃপর ড্রেসিংরুমের কাচের দরজা ভেঙে ফেলা থেকে শুরু করে ২০২১ সালে ঢাকা প্রিমিয়ার লিগে বিতর্কিত আম্পায়ারিংয়ের প্রতিবাদে স্টাম্পে লাথি মারা, তুলে আছড়ে ফেলা—মেজাজ হারিয়ে মাঝেমধ্যে এমন কত ঘটনাই তো আছে সাকিবের! ভক্তদের ভালোবাসার ‘অত্যাচারে’ অনেক সময় মেজাজ হারিয়েছেন সাকিব। এ বছর ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে এক ভক্ত সেলফি তুলতে গেলে চড় মারতে যান তারকা অলরাউন্ডার। গত বছর চট্টগ্রামে একটি শো রুম উদ্বোধন করতে গিয়ে এক দর্শককে টুপি দিয়ে আঘাত করার ঘটনাও ভাইরাল হয়েছিল।
সাকিব মন্তব্যেও ভীষণ অকপট, কাউকে পরোয়া করেন কমই। গত বছর বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে একটি টিভি সাক্ষাৎকারে তামিম ইকবালকে নিয়ে যে সব বিস্ফোরক মন্তব্য করেছিলেন, সেটি নিয়ে আলোচনা হয় এখনো। সাকিবকে তাই নিজের এই ব্যতিক্রম একাদশে রাখাটা ‘বাধ্যতামূলক’ মনে করেছেন শ্রীশান্ত।
আগেই বলা হয়েছে, শ্রীশান্ত তাঁর একাদশে সর্বোচ্চ পাঁচ ভারতীয় রেখেছেন। সৌরভ, শ্রীশান্তের সঙ্গে ভারতের আরও আছেন গৌতম গম্ভীর, বিরাট কোহলি ও হরভজন সিং। রাখা হয়েছে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতারকে। আফ্রিদি-কামরান আকমলদের সঙ্গে গম্ভীরের তর্কযুদ্ধ এখন চলে মাঠের বাইরে।
অ্যান্ড্রু সাইমন্ডসকে ‘বানর’ বলা কিংবা শ্রীশান্তের গালে চড় বসিয়ে দেওয়ার মতো ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন হরভজন। আফ্রিদির বল টেম্পারিং। মেজাজ হারিয়ে শোয়েব আখতারের রকেট গতির বল ছোড়া, সতীর্থ মোহাম্মদ আসিফকে পেটানোর বিতর্ক। কোহলির অতি আগ্রাসী উদ্যাপন, মিচেল স্টার্ককে পোলার্ডের ব্যাট ছুড়ে দেওয়া—এই একাদশের প্রত্যেক ক্রিকেটারের সঙ্গেই বিতর্কিত, আক্রমণাত্মক সব ঘটনা জড়িয়ে আছে।
একাদশে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার রয়েছেন একজন করে ক্রিকেটার। অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অধিনায়ক রিকি পন্টিং, সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কিরন পোলার্ড ও প্রোটিয়া পেসার আন্দ্রে নেল। তবে অদ্ভুত ব্যাপার শ্রীশান্তের এই একাদশে নেই কোনো উইকেটরক্ষক! কেন নেই, কে জানে!
শ্রীশান্তের মাথা গরম একাদশ: গৌতম গম্ভীর, বিরাট কোহলি, রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), শহীদ আফ্রিদি, সাকিব আল হাসান, কিরন পোলার্ড, হরভজন সিং, শোয়েব আখতার, আন্দ্রে নেল ও শ্রীশান্ত।

২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম খুশির বার্তা নিয়ে হাজির হয়েছিল মোস্তাফিজুর রহমানের জন্য। নিলাম থেকে তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দল পেলেও কোটি টাকার টুর্নামেন্টে কাটার মাস্টারের খেলা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে।
২৮ মিনিট আগে
রংপুর রাইডার্সের প্রতিনিধি ও বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেককে একটা ধন্যবাদ দিতেই পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে শুরুতে তাঁর প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। পরে সম্মান দেখিয়ে এই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নেয় রংপুর।
৩৮ মিনিট আগে
২৪ ঘণ্টার ব্যবধানে দেখা গেল দুই রকম মাহমুদউল্লাহ রিয়াদকে। বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) গত পরশু রাতে ব্যাট হাতে হতাশ করেছিলেন রংপুর রাইডার্সের ভক্তদের। পরের ম্যাচেই নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী জান্নাতুল কাওসা
১ ঘণ্টা আগে
বিপিএলের শুরুটা হয়েছিল ধুন্ধুমার। সিলেট স্ট্রাইকার্সের করা ১৯১ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে পাড়ি দেয় রাজশাহী ওয়ারিয়র্স। কিন্তু সকালের সূর্য সব সময় দিনের পূর্বাভাস দেয় না। বিপিএলের ক্ষেত্রে যেন সেটাই হচ্ছে। অথচ কিছুদিনের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। এ সময়ে রানখরায় কতটা ভালো প্রস্তুতি হচ্ছে, সেই
২ ঘণ্টা আগে