
লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে খেলতে নেমেই রেকর্ড গড়েছেন নাথান লায়ন। টেস্ট ক্যারিয়ারের টানা ১০০ ম্যাচ ছিল লায়নের। রেকর্ড গড়ার এই ম্যাচেই চোটে পড়েন অস্ট্রেলিয়ার এই স্পিনার। লায়নের সমালোচনা করতে গিয়ে তোপের মুখে পড়েন কেভিন পিটারসেন।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন চোটে পড়েন লায়ন। ফিল্ডিংয়ের সময় মাংসপেশিতে টান পেয়েছেন তিনি। চোট এতটাই বেশি যে তৎক্ষণাৎ মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন অস্ট্রেলিয়ার এই স্পিনার। তৃতীয় দিনেও খেলতে নামা হয়নি তাঁর। গতকাল চতুর্থ দিন অস্ট্রেলিয়ার ৯ উইকেট পড়ার পর লায়ন ব্যাটিংয়ে নেমেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। পায়ের চোট যে সারেনি, তা তাঁর (লায়ন) হাঁটার ধরনেই বোঝা গেছে।
লায়ন মাঠে নামলে লর্ডসের গ্যালারি থেকে দর্শকেরা অবিরাম করতালি দিতে থাকেন। এখানেই যেন ব্যতিক্রম পিটারসেন। অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া বোলারের প্রশংসা না করে উল্টো খোঁচা মেরেছেন তিনি (পিটারসেন)। স্কাই স্পোর্টসে ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যদি ধরে নেই লায়নের মাথায় বল লাগল এবং তাকে কনকাশন করা হলো। তার পরিবর্তে বিশ্বমানের স্পিনার মার্ফিকে খেলানো যায়। সে ভারতে দারুণ খেলেছিল।’ পিটারসেনের এমন কথা ভালো লাগেনি লায়নের। তিনি (লায়ন) যেন ২০১৪ সালে বাউন্সারে ফিল হিউজের মৃত্যুর কথা মনে করিয়ে দিয়েছেন। সিডনি মর্নিং হেরাল্ডকে লায়ন বলেন, ‘মাথায় বল লাগাতেই নাকি আমার মাঠে যাওয়া, এমন আলোচনা শোনা যাচ্ছে। সত্যিই আমি এর বিরুদ্ধে। মাথায় বল লেগে আমার এক সতীর্থকে হারিয়েছি। এমন আলোচনা আমার কাছে খুব বাজে মনে হচ্ছে।’
এ ছাড়া সামাজিকমাধ্যমে সমালোচনার শিকার হয়েছেন পিটারসেন। টুইটারে একজন লিখেছেন, ‘কেপি (পিটারসেন) বোঝাতে চাইছেন, নাথান লায়নকে অস্ট্রেলিয়া নামিয়েছে একজন কনকাশন সাব পাওয়ার জন্য। জঘন্য ষড়যন্ত্র তত্ত্ব এটা।’ টুইটের সঙ্গে ‘দ্য অ্যাশেজ’ ট্যাগ দিয়েছেন তিনি।

লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে খেলতে নেমেই রেকর্ড গড়েছেন নাথান লায়ন। টেস্ট ক্যারিয়ারের টানা ১০০ ম্যাচ ছিল লায়নের। রেকর্ড গড়ার এই ম্যাচেই চোটে পড়েন অস্ট্রেলিয়ার এই স্পিনার। লায়নের সমালোচনা করতে গিয়ে তোপের মুখে পড়েন কেভিন পিটারসেন।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন চোটে পড়েন লায়ন। ফিল্ডিংয়ের সময় মাংসপেশিতে টান পেয়েছেন তিনি। চোট এতটাই বেশি যে তৎক্ষণাৎ মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন অস্ট্রেলিয়ার এই স্পিনার। তৃতীয় দিনেও খেলতে নামা হয়নি তাঁর। গতকাল চতুর্থ দিন অস্ট্রেলিয়ার ৯ উইকেট পড়ার পর লায়ন ব্যাটিংয়ে নেমেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। পায়ের চোট যে সারেনি, তা তাঁর (লায়ন) হাঁটার ধরনেই বোঝা গেছে।
লায়ন মাঠে নামলে লর্ডসের গ্যালারি থেকে দর্শকেরা অবিরাম করতালি দিতে থাকেন। এখানেই যেন ব্যতিক্রম পিটারসেন। অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া বোলারের প্রশংসা না করে উল্টো খোঁচা মেরেছেন তিনি (পিটারসেন)। স্কাই স্পোর্টসে ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যদি ধরে নেই লায়নের মাথায় বল লাগল এবং তাকে কনকাশন করা হলো। তার পরিবর্তে বিশ্বমানের স্পিনার মার্ফিকে খেলানো যায়। সে ভারতে দারুণ খেলেছিল।’ পিটারসেনের এমন কথা ভালো লাগেনি লায়নের। তিনি (লায়ন) যেন ২০১৪ সালে বাউন্সারে ফিল হিউজের মৃত্যুর কথা মনে করিয়ে দিয়েছেন। সিডনি মর্নিং হেরাল্ডকে লায়ন বলেন, ‘মাথায় বল লাগাতেই নাকি আমার মাঠে যাওয়া, এমন আলোচনা শোনা যাচ্ছে। সত্যিই আমি এর বিরুদ্ধে। মাথায় বল লেগে আমার এক সতীর্থকে হারিয়েছি। এমন আলোচনা আমার কাছে খুব বাজে মনে হচ্ছে।’
এ ছাড়া সামাজিকমাধ্যমে সমালোচনার শিকার হয়েছেন পিটারসেন। টুইটারে একজন লিখেছেন, ‘কেপি (পিটারসেন) বোঝাতে চাইছেন, নাথান লায়নকে অস্ট্রেলিয়া নামিয়েছে একজন কনকাশন সাব পাওয়ার জন্য। জঘন্য ষড়যন্ত্র তত্ত্ব এটা।’ টুইটের সঙ্গে ‘দ্য অ্যাশেজ’ ট্যাগ দিয়েছেন তিনি।

মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ পড়ার ঘটনায় সমালোচনার ঝড় যেন থামছেই না। বিষয়টি নিয়ে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে দেশের ক্রিকেটেই। যেখানে জড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন তামিম ইকবালের নাম।
৮ মিনিট আগে
ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে পড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তেজনা চলছে ক্রিকেটবিশ্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক মনে করেন, মোস্তাফিজের জায়গায় লিটন দাস কিংবা সৌম্
১ ঘণ্টা আগে
পার্থ স্করচার্সের পর সিডনি থান্ডারের বিপক্ষে উইকেটের দেখা পাননি রিশাদ হোসেন। টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে বল হাতে নিজের সেরাটাই দিলেন এই লেগস্পিনার। দুর্দান্ত বোলিংয়ে আজ ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। এমন বোলিংয়ের পর হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিসের প্রশংসা ক
২ ঘণ্টা আগে
১২৯ রানের লক্ষ্য বর্তমান টি-টোয়েন্টির বিচারে আহামরি কিছু নয়। তবে কখনো কখনো বোলাররা এতটাই দাপট দেখান যে ব্যাটারদের রান করতে রীতিমতো নাভিশ্বাস উঠে যায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচটা হয়েছে এমনই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে চট্টগ্রাম।
২ ঘণ্টা আগে