আজকের পত্রিকা ডেস্ক

সত্যিকারের ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে গত রাতে পড়ে গিয়েছিলেন আলিস আল ইসলাম। পায়ে ব্যথা নিয়ে পারবেন তো তিনি—মিরপুরে পুরো চিটাগং কিংস করছিল এই চিন্তা। সেই আলিস শেষ বলের রোমাঞ্চে রুদ্ধশ্বাস জয়ে চিটাগংকে তুললেন ফাইনালে।
মিরপুরে গত রাতে খুলনা টাইগার্সের দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে নামা চিটাগং কিংসের সামনে সমীকরণ দাঁড়ায় শেষ বলে ৪। হাতে তখন ২ উইকেট। স্বীকৃত ব্যাটাররা আগেই ড্রেসিংরুমের পথ ধরেছেন। শেষ বলে চার-ছক্কা মারতে ব্যাটারদেরই যেখানে বেগ পেতে হয়, সেখানে আলিস আল ইসলামের জন্য কাজটা কঠিনই ছিল। তখন অত ভেবে চিন্তে খেলার সময় কই? ম্যাচটা আবার ছিল দ্বিতীয় কোয়ালিফায়ার, যা বিপিএলের অলিখিত সেমিফাইনাল। খুলনার পেসার মুশফিক হাসানকে কাভারের ওপর দিয়ে চার মেরে এনে দিলেন ২ উইকেটের রুদ্ধশ্বাস।
দ্বিতীয় কোয়ালিফায়ারে রুদ্ধশ্বাস জয়ের পর সংবাদ সম্মেলনে চিটাগং কিংসের প্রতিনিধি হয়ে আসেন খাজা নাফায়। শেষ বলের নায়ক আলিসের প্রসঙ্গ এসেছে সংবাদ সম্মেলনে। নাফায় বলেন, ‘দলের ভরসা ছিল আলিসের ওপর। আগের ম্যাচগুলোতেও কিছু তো রান করেছে সে। সবার বিশ্বাস ছিল সে ছক্কা মারতে পারবে।তার ওপর আমরা ভরসা করেছিলাম।’
মুশফিকের করা ওভারের তৃতীয় বলে পায়ে ব্যথা পেয়ে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন আলিস। চিটাগং কিংসের জিততে তখন দরকার ৩ বলে ৮ রান। হাতে ৩ উইকেট। ম্যাচের এমন পরিস্থিতিতে খুলনা টাইগার্স, চিটাগং কিংস দুই দলই চিন্তায় পড়ে গিয়েছিল। সেই রুদ্ধশ্বাস পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে নাফায় বলেন, ‘ টেইট তার (আলিস) কাছে জানতে চেয়েছে যে সে (আলিস) কেন চলে এসেছে। সে (আলিস) তার পায়ে ব্যথার কথা বলল। তখন সে দৌড়ে রান নিতে পারত না বলে ফিরে আসে। শরীফুল চার মেরে আউট হয়ে যায়। এরপর আমাদের হাতে বিকল্প হিসেবে আলিসই ছিল।’
মিরপুরে গতকাল পুরো ৪০ ওভারের খেলায় রান উঠেছে ৩২৭। পড়েছে ১৪ উইকেট। চিটাগংয়ের সর্বোচ্চ স্কোরার নাফায় করেন ৫৭ রান। ৪৬ বলের ইনিংসে মারেন ৪ চার ও ৩ ছক্কা। ম্যাচসেরার পুরস্কার উঠেছে আলিসের হাতে। ৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। বোলিংয়ে ৪ ওভারে ১৪ রানে নেন ১ উইকেট।

সত্যিকারের ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে গত রাতে পড়ে গিয়েছিলেন আলিস আল ইসলাম। পায়ে ব্যথা নিয়ে পারবেন তো তিনি—মিরপুরে পুরো চিটাগং কিংস করছিল এই চিন্তা। সেই আলিস শেষ বলের রোমাঞ্চে রুদ্ধশ্বাস জয়ে চিটাগংকে তুললেন ফাইনালে।
মিরপুরে গত রাতে খুলনা টাইগার্সের দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে নামা চিটাগং কিংসের সামনে সমীকরণ দাঁড়ায় শেষ বলে ৪। হাতে তখন ২ উইকেট। স্বীকৃত ব্যাটাররা আগেই ড্রেসিংরুমের পথ ধরেছেন। শেষ বলে চার-ছক্কা মারতে ব্যাটারদেরই যেখানে বেগ পেতে হয়, সেখানে আলিস আল ইসলামের জন্য কাজটা কঠিনই ছিল। তখন অত ভেবে চিন্তে খেলার সময় কই? ম্যাচটা আবার ছিল দ্বিতীয় কোয়ালিফায়ার, যা বিপিএলের অলিখিত সেমিফাইনাল। খুলনার পেসার মুশফিক হাসানকে কাভারের ওপর দিয়ে চার মেরে এনে দিলেন ২ উইকেটের রুদ্ধশ্বাস।
দ্বিতীয় কোয়ালিফায়ারে রুদ্ধশ্বাস জয়ের পর সংবাদ সম্মেলনে চিটাগং কিংসের প্রতিনিধি হয়ে আসেন খাজা নাফায়। শেষ বলের নায়ক আলিসের প্রসঙ্গ এসেছে সংবাদ সম্মেলনে। নাফায় বলেন, ‘দলের ভরসা ছিল আলিসের ওপর। আগের ম্যাচগুলোতেও কিছু তো রান করেছে সে। সবার বিশ্বাস ছিল সে ছক্কা মারতে পারবে।তার ওপর আমরা ভরসা করেছিলাম।’
মুশফিকের করা ওভারের তৃতীয় বলে পায়ে ব্যথা পেয়ে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন আলিস। চিটাগং কিংসের জিততে তখন দরকার ৩ বলে ৮ রান। হাতে ৩ উইকেট। ম্যাচের এমন পরিস্থিতিতে খুলনা টাইগার্স, চিটাগং কিংস দুই দলই চিন্তায় পড়ে গিয়েছিল। সেই রুদ্ধশ্বাস পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে নাফায় বলেন, ‘ টেইট তার (আলিস) কাছে জানতে চেয়েছে যে সে (আলিস) কেন চলে এসেছে। সে (আলিস) তার পায়ে ব্যথার কথা বলল। তখন সে দৌড়ে রান নিতে পারত না বলে ফিরে আসে। শরীফুল চার মেরে আউট হয়ে যায়। এরপর আমাদের হাতে বিকল্প হিসেবে আলিসই ছিল।’
মিরপুরে গতকাল পুরো ৪০ ওভারের খেলায় রান উঠেছে ৩২৭। পড়েছে ১৪ উইকেট। চিটাগংয়ের সর্বোচ্চ স্কোরার নাফায় করেন ৫৭ রান। ৪৬ বলের ইনিংসে মারেন ৪ চার ও ৩ ছক্কা। ম্যাচসেরার পুরস্কার উঠেছে আলিসের হাতে। ৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। বোলিংয়ে ৪ ওভারে ১৪ রানে নেন ১ উইকেট।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৩ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৪ ঘণ্টা আগে