
৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯টিতেই খেলছেন সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরম্যান্সে বিশ্বকাপে অনেক রেকর্ড গড়েছেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষস্থানটা এখনো তাঁর দখলেই আছে।
এশিয়ানদের দাপট টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট শিকারির তালিকায় বেশি। প্রথম ১০ বোলারের ৮ জনই এশিয়ার প্রতিনিধি। ৪৭ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার খেলেছেন ৩৬ ম্যাচ এবং বোলিং করেছেন ৬.৭৮ ইকোনমিতে। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ২, ৩ ও ৪ নম্বরে রয়েছেন শহীদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা ও সাঈদ আজমল। ৩৯, ৩৮ ও ৩৬ উইকেট নিয়েছেন আফ্রিদি, মালিঙ্গা ও আজমল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট শিকারির তালিকায় ৫ থেকে ৮ নম্বরে অবস্থান করছেন অজন্তা মেন্ডিস, উমর গুল, রবীচন্দ্রন অশ্বিন ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁদের মধ্যে মেন্ডিস ও গুল দুজনেই নেন ৩৫টি করে উইকেট। ৯ ও ১০ নম্বরে আছেন ডেল স্টেইন ও স্টুয়ার্ট ব্রড। দুজনে ৩০টি করে উইকেট নিলেও ইকোনমি রেটের কারণে এগিয়ে স্টেইন। সেরা দশে থাকা প্রত্যেকেই রান আটকেছেন প্রতিপক্ষ দলের। বোলিং করেছেন ৮-এর কম ইকোনমিতে।
বিশ্বকাপে সাকিবের উইকেটের রেকর্ড খুব শিগগিরই যে ভাঙছে না, সেটা হলফ করেই বলা যায়। আফ্রিদি, মালিঙ্গা, আজমল, মেন্ডিস, গুল, স্টেইন, ব্রড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে গেছেন। অদূর ভবিষ্যতে বিশ্বকাপের এই রেকর্ড (সাকিবের সর্বোচ্চ উইকেট) ভাঙার সম্ভাবনা রয়েছে হাসারাঙ্গার। হাসারাঙ্গা এখনো পর্যন্ত বিশ্বকাপে ১৬ ম্যাচে নেন ৩১ উইকেট। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন তিনি। বয়স মাত্র ২৬ হওয়ায় আরও দুই-তিনটি বিশ্বকাপ অনায়াসে খেলতে পারবেন। অশ্বিন ৩২ উইকেট পেলেও বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া একরকম অসম্ভব। ভারতীয় স্পিনারের বয়স ৩৮ ছুঁইছুঁই। ভারতের এবারের বিশ্বকাপ দলে তিনি নেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ১০ উইকেট শিকারি
উইকেট ইকোনমি ম্যাচ
সাকিব আল হাসান ৪৭ ৬.৭৮ ৩৬
শহীদ আফ্রিদি ৩৯ ৬.৭১ ৩৪
লাসিথ মালিঙ্গা ৩৮ ৭.৪৩ ৩১
সাঈদ আজমল ৩৬ ৬.৭৯ ২৩
অজন্তা মেন্ডিস ৩৫ ৬.৭০ ২১
উমর গুল ৩৫ ৭.৩০ ২৪
রবীচন্দ্রন অশ্বিন ৩২ ৬.৪৯ ২৪
ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩১ ৫.৮১ ১৬
ডেল স্টেইন ৩০ ৬.৯৬ ২৩
স্টুয়ার্ট ব্রড ৩০ ৭.৭২ ২৬

৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯টিতেই খেলছেন সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরম্যান্সে বিশ্বকাপে অনেক রেকর্ড গড়েছেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষস্থানটা এখনো তাঁর দখলেই আছে।
এশিয়ানদের দাপট টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট শিকারির তালিকায় বেশি। প্রথম ১০ বোলারের ৮ জনই এশিয়ার প্রতিনিধি। ৪৭ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার খেলেছেন ৩৬ ম্যাচ এবং বোলিং করেছেন ৬.৭৮ ইকোনমিতে। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ২, ৩ ও ৪ নম্বরে রয়েছেন শহীদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গা ও সাঈদ আজমল। ৩৯, ৩৮ ও ৩৬ উইকেট নিয়েছেন আফ্রিদি, মালিঙ্গা ও আজমল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উইকেট শিকারির তালিকায় ৫ থেকে ৮ নম্বরে অবস্থান করছেন অজন্তা মেন্ডিস, উমর গুল, রবীচন্দ্রন অশ্বিন ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁদের মধ্যে মেন্ডিস ও গুল দুজনেই নেন ৩৫টি করে উইকেট। ৯ ও ১০ নম্বরে আছেন ডেল স্টেইন ও স্টুয়ার্ট ব্রড। দুজনে ৩০টি করে উইকেট নিলেও ইকোনমি রেটের কারণে এগিয়ে স্টেইন। সেরা দশে থাকা প্রত্যেকেই রান আটকেছেন প্রতিপক্ষ দলের। বোলিং করেছেন ৮-এর কম ইকোনমিতে।
বিশ্বকাপে সাকিবের উইকেটের রেকর্ড খুব শিগগিরই যে ভাঙছে না, সেটা হলফ করেই বলা যায়। আফ্রিদি, মালিঙ্গা, আজমল, মেন্ডিস, গুল, স্টেইন, ব্রড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে গেছেন। অদূর ভবিষ্যতে বিশ্বকাপের এই রেকর্ড (সাকিবের সর্বোচ্চ উইকেট) ভাঙার সম্ভাবনা রয়েছে হাসারাঙ্গার। হাসারাঙ্গা এখনো পর্যন্ত বিশ্বকাপে ১৬ ম্যাচে নেন ৩১ উইকেট। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন তিনি। বয়স মাত্র ২৬ হওয়ায় আরও দুই-তিনটি বিশ্বকাপ অনায়াসে খেলতে পারবেন। অশ্বিন ৩২ উইকেট পেলেও বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া একরকম অসম্ভব। ভারতীয় স্পিনারের বয়স ৩৮ ছুঁইছুঁই। ভারতের এবারের বিশ্বকাপ দলে তিনি নেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ১০ উইকেট শিকারি
উইকেট ইকোনমি ম্যাচ
সাকিব আল হাসান ৪৭ ৬.৭৮ ৩৬
শহীদ আফ্রিদি ৩৯ ৬.৭১ ৩৪
লাসিথ মালিঙ্গা ৩৮ ৭.৪৩ ৩১
সাঈদ আজমল ৩৬ ৬.৭৯ ২৩
অজন্তা মেন্ডিস ৩৫ ৬.৭০ ২১
উমর গুল ৩৫ ৭.৩০ ২৪
রবীচন্দ্রন অশ্বিন ৩২ ৬.৪৯ ২৪
ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩১ ৫.৮১ ১৬
ডেল স্টেইন ৩০ ৬.৯৬ ২৩
স্টুয়ার্ট ব্রড ৩০ ৭.৭২ ২৬

সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৯ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
৩৬ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। আজ (শনিবার) সকাল ১০টায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তিলকপুরে কমলগঞ্জ ক্রিকেট একাডেমির মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়।
৪ ঘণ্টা আগে
করাচিতে ২৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড লিখেছে তারা।
৪ ঘণ্টা আগে