Ajker Patrika

আফগানদের গুঁড়িয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ০১
আফগানদের গুঁড়িয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

আফগানদের গুঁড়িয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

(রাত ১১টা ১৩ মিনিট)

সুপার ফোরে যেতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্পই ছিল না বাংলাদেশের সামনে। লাহোরে আজ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে আফগানদের। ৮৯ রানের জয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল সাকিব আল হাসানের দল। 

৩৩৫ রানের লক্ষ্যে ১ রানেই উইকেট হারায় আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে রহমানুল্লাহ গুরবাজকে এলবিডব্লিউ করেন শরীফুল ইসলাম। এরপর দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। দ্বিতীয় উইকেটে ৯৭ বলে ৭৮ রানের জুটি গড়েন রহমত ও ইব্রাহিম। রহমতকে বোল্ড করে জুটি ভাঙেন তাসকিন আহমেদ। রহমত ফিরলেও একপ্রান্তে রানের চাকা সচল রাখতে থাকেন ইব্রাহিম। ওয়ানডে ক্যারিয়ারের ৪র্থ ফিফটি তুলে নিলেন ইব্রাহিম। আফগান এই ব্যাটারকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। ডানদিকে ঝাঁপ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে  ৫৮ বলে ৫২ রানের  জুটি গড়েন হাশমতউল্লাহ শাহিদী ও ইব্রাহিম।  

রহমত, ইব্রাহিম ফিরলেও আফগানরা জয়ের পথে ভালোই এগোচ্ছিল। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন হাশমতউল্লাহ শাহিদী ও নাজিবুল্লাহ জাদরান। চতুর্থ উইকেটে  ৫২ বলে ৬২ রানের জুটি গড়েন  শাহিদী ও নাজিবুল্লাহ। নাজিবুল্লাহকে বোল্ড করে ভয়ংকর হওয়া জুটি ভাঙেন মিরাজ। বলতে গেলে মিরাজ আফগানদের ইনিংসে ভাঙন ধরানোর কাজটাই শুরু করেছেন। ৫২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৪৫ রানে অলআউট হয়ে গেছে আফগানরা। ৪৫তম ওভারের তৃতীয় বলে রশিদ খানকে ফিরিয়ে আফগানদের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন তাসকিন। আফগান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৭৫ রান করেছেন ইব্রাহিম। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাসকিন। 

আফগানদের ৮৯ রানে হারিয়ে বাংলাদেশের নেট রানরেট এখন ‍+০.৩৭৩। আর ‍+০.৯৫৩ রানরেট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে শ্রীলঙ্কা। আফগানদের রানরেট -১.৭৮। মঙ্গলবার লাহোরে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান। আজকের পত্রিকার লাইভে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

 

 

বিজয়ের দুর্দান্ত ফিল্ডিংয়ে ৮ উইকেট শেষ আফগানদের

(রাত ১০টা ৫৭ মিনিট)

সাব ফিল্ডার হিসেবে খেলতে নেমেছেন  এনামুল হক বিজয়। ফিল্ডিংয়ে দেখিয়েছেন মুন্সিয়ানাও। ৪২তম ওভারের চতুর্থ বলে হাসান মাহমুদের বলে সিঙ্গেল নিতে যান রশিদ খান। নন স্ট্রাইকে করিম জানাত ফেরার আগেই ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভেঙে দিয়েছেন বিজয়। ৪২.২ ওভার শেষে ৮ উইকেটে ২৩৭ রান করেছে আফগানরা।

শরীফুলের পর এবার তাসকিনের আঘাত

(রাত ১০টা ৪৬ মিনিট)

হাশমতউল্লাহ শাহিদীর পর এবার আরেকটি উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। ৪০তম ওভারের শেষ বলে গুলবদিন নাইবকে বোল্ড করেছেন শরীফুল। এর পরের ওভারে তাসকিন আহমেদ নিয়েছেন মোহাম্মদ নবীর গুরুত্বপূর্ণ উইকেট। ৪১তম ওভারের দ্বিতীয় বলে তাসকিনকে পুল করেন নবী। ডিপ স্কয়ার লেগে সহজ ক্যাচ ধরেন আফিফ হোসেন ধ্রুব। ৪০.৪ ওভারে ৭ উইকেটে ২১৪ রান করেছে আফগানরা।   

জোড়া উইকেটে ম্যাচে ফিরল বাংলাদেশ

(রাত ১০টা ৩৩ মিনিট)

নাজিবুল্লাহ জাদরানের পর এবার ফিরলেন হাশমতউল্লাহ শাহিদীও। ৩৮তম ওভারের দ্বিতীয় বলে শরীফুলকে লেগ সাইডে তুলে মারতে যান শাহিদী। বল থার্ড ম্যানে চলে গেলে সহজ ক্যাচ ধরেন হাসান মাহমুদ। ৬০ বলে ৬ চারে ৫১ রান করেন আফগান অধিনায়ক। ৩৮ ওভার শেষে আফগানদের স্কোর ৫ উইকেটে ১৯৭ রান। 

আফগানিস্তানের উইকেট নেওয়ার পর বাংলাদেশের উল্লাস।

মিরাজের ঘূর্ণিতে ফিরলেন আরেক জাদরান

(রাত ১০টা ২৭ মিনিট)

ইব্রাহিম জাদরান আউট হওয়ার পরও দ্রুত রান তুলছিল আফগানিস্তান। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন নাজিবুল্লাহ জাদরান ও হাশমতউল্লাহ শাহিদী। এবার নাজিবুল্লাহকে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৩৭তম ওভারের প্রথম বলে মিরাজকে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন নাজিবুল্লাহ। ২৫ বলে ১৭ রান করেছেন আফগান এই বাঁহাতি ব্যাটার। 

জাদরানের পর আফগান অধিনায়কের ফিফটি

(রাত ১০টা ২১ মিনিট)

ইব্রাহিম জাদরানের পর ফিফটি পেয়েছেন হাশমতউল্লাহ শাহিদী। ৩৬তম ওভারের দ্বিতীয় বলে শরীফুল ইসলামকে পয়েন্টে ঠেলে ১ রান নিয়েছেন শাহিদী। ৫৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম ফিফটি পেয়েছেন আফগান অধিনায়ক।

ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম ফিফটি পেয়েছেন হাশমতউল্লাহ শাহিদী।

বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলছে আফগানরা

(রাত ১০টা ১০ মিনিট)

ইব্রাহিম জাদরান ফিরলেও রানের চাকা সচল রেখেছে আফগানিস্তান। একের পর এক বাউন্ডারি মারছেন নাজিবুল্লাহ জাদরান ও হাশমতউল্লাহ শাহিদী। পাশাপাশি স্ট্রাইক রোটেটও করছেন এই দুই ব্যাটার। ৩৫ ওভার শেষে আফগানদের স্কোর ৩ উইকেটে ১৮৯ রান। শাহিদী ৪৯ রান ও  ১৬ রানে ব্যাটিং করছেন নাজিবুল্লাহ।

ভয়ংকর হওয়া জাদরানকে ফেরাল বাংলাদেশ

(রাত ৯টা ৪৬ মিনিট)

রিকোয়ার্ড রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান করছিলেন ইব্রাহিম জাদরান। অবশেষে ভয়ংকর হয়ে ওঠা জাদরানের উইকেট পেয়েছে বাংলাদেশ। ২৮তম ওভারের তৃতীয় বলে হাসান মাহমুদকে কাট করতে যান জাদরান। আউটসাইড এজ হওয়া বল ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন মুশফিকুর রহিম। ৭৪ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৫ রান করেন জাদরান। ২৮.৩ ওভার শেষে ৩ উইকেটে ১৩৯ রান করেছে আফগানিস্তান।

বাংলাদেশকে ভয় দেখাচ্ছেন জাদরান

(রাত ৯টা ৪৩ মিনিট)

রহমত শাহকে ফিরিয়ে জুটি ভাঙলেও লড়ে যাচ্ছেন ইব্রাহিম জাদরান। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলছেন তিনি। ৭২ বলে ৭৪ রানে ব্যাটিং করছেন তিনি। ২৭ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ২ উইকেটে ১২৯ রান।

আফগানদের সেঞ্চুরি

(রাত ৯টা ৩১ মিনিট)

ধীরগিতর ব্যাটিংয়ে ২৪তম ওভারে ১০০ রান করেছে আফগানিস্তান। ২৪ ওভার শেষে আফগানদের স্কোর ২ উইকেটে ১০১ রান। জাদরান করেছেন ৬২ বলে ৫৭ রান ও হাশমতউল্লাহ শাহিদী ১৮ বলে ৬ রানে ব্যাটিং করছেন।  

ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পেয়েছেন ইব্রাহিম জাদরান।

চাপের মুখে জাদরানের ফিফটি  

(রাত ৯টা ২৩ মিনিট)

শুরুতে উইকেট হারানো আফগানিস্তানের ইনিংসে প্রতিরোধ গড়েন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ।  দ্বিতীয় উইকেটে রহমতকে নিয়ে ৯৭ বলে ৭৮ রানের জুটি গড়েন ইব্রাহিম। ইব্রাহিম এবার তুলে নিয়েছেন ফিফটিও। মেহেদী হাসান মিরাজের বল স্কয়ার লেগে ঠেলে দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পেয়েছেন ইব্রাহিম। ৬০ বলে ৫৬ রান করেছেন আফগান এই ব্যাটার।  

আফগানদের ভয়ংকর জুটি ভাঙলেন তাসকিন  

(রাত ৯টা ৭ মিনিট)

প্রথম উইকেট হারানোর পর  উইকেটে সেট হয়ে গিয়েছিলেন রহমত শাহ ও ইব্রাহিম জাদরান। থিতু হয়ে যাওয়া জুটি ভাঙলেন তাসকিন আহমেদ। ১৮তম ওভারের পঞ্চম বলে রহমতকে বোল্ড করেছেন তাসকিন। ৫৭ বলে ৩৩ রান করেছেন রহমত। দ্বিতীয় উইকেটে ৯৭ বলে ৭৮ রানের জুটি গড়েন রহমত ও ইব্রাহিম।    

রহমানুল্লাহ উইকেট নেওয়ার পর বাংলাদেশের উদযাপন। শরীফুল-সাকিবদের চাপ সামলে লড়ছে আফগানরা

(রাত ৮টা ৪৫ মিনিট)

দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় আফগানিস্তান।রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়েছেন শরীফুল ইসলাম। এরপর আর উইকেট ফেলতে পারছে না বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে রহমত শাহ-ইব্রাহিম জাদরানের জুটি এরই মধ্যে ৫০ ছাড়িয়ে গেছে। ১৫ ওভার শেষে ১ উইকেটে ৬৭ রান করেছে আফগানরা।  ইব্রাহিম করেছেন ৩৯ রান। আর রহমত করেছেন ২৭ রান। 

আফগানদের চাপে রেখেছে বাংলাদেশ

(রাত ৮টা ৭ মিনিট)

৩৩৫ রানের লক্ষ্যে নামা আফগানিস্তানকে চাপে রেখেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-শরীফুল ইসলামদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের জন্য হাঁসফাঁস করছে আফগানরা।এরই মধ্যে আফগানদের ১ উইকেট তুলে নিয়েছেন শরীফুল ইসলাম।  ৫ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১ উইকেটে ১৭ রান। ইব্রাহিম জাদরান ১৪ রানে আর ২ রানে ব্যাটিং করছেন রহমত শাহ।

শুরুতেই আফগানদের ধাক্কা দিলেন শরীফুল

(সন্ধ্যা ৭টা ৪৮ মিনিট)

দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে রহমানুল্লাহ গুরবাজের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেছিলেন শরীফুল ইসলাম। আস্পায়ার আউট দেননি, রিভিউ করেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। রিপ্লেতে দেখা যায়, রিভিউ নিলে উইকেট পেতেন শরীফুল। তবে উইকেট নিতে বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে।  চতুর্থ বলে দারুণ এক ইয়র্কারে গুরবাজকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন শরীফুল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি গুরবাজ। ৭ বলে ১ রান করেছেন আফগান এই উইকেটরক্ষক ব্যাটার। 

আফগানদের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ 

(সন্ধ্যা ৭টা ১১ মিনিট)

সুপার ফোরে যেতে হলে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের আজ জয়ের কোনো বিকল্প নেই। লাহোরে বাঁচা-মরার ম্যাচে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। আফগানদের ৩৩৫ রানের লক্ষ্য দিয়েছে সাকিব আল হাসানের দল।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন নিয়ে খেলেছে সাকিবের দল। এই ম্যাচ দিয়ে পাঁচ বছর পর ওয়ানডেতে ওপেনিং করছেন মেহেদী হাসান মিরাজ। নাঈম শেখের সঙ্গে উদ্বোধনী জুটিতে যোগ করেছেন ৬০ রান। নাঈমকে বোল্ড করে জুটি ভাঙেন মুজিব উর রহমান। ৩২ বলে ২৮ রান করেছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে তাওহীদ হৃদয় রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন। নাঈম, হৃদয়ের বিদায়ের পর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ১৯০ বলে ১৯৪ রানের জুটি গড়েছেন মিরাজ-শান্ত। দুজনেই ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। ছক্কা মারার পর চোটে পড়ে মাঠ ছেড়েছেন মিরাজ। ১১৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১১২ রান করেছেন মিরাজ।

সেঞ্চুরির পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি শান্ত। দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। শেষ ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৪ রান যোগ করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেটে ৩৩৪ রান করেছে সাকিবের দল। ৫ উইকেটের ৩টিই হয়েছে রান আউট। আফগান বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন গুলবদিন নাইব ও মুজিব। 

 

নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ।

 

রান আউটে কাটা পড়লেন মুশফিকও

(সন্ধ্যা ৬টা ৫৭ মিনিট)

শান্তর পর রান আউটে কাটা পড়লেন মুশফিকুর রহিমও। ৪৭তম ওভারের তৃতীয় বলে গুলবদিন নাইবকে এক্সট্রা কাভারে সজোরে শট করেন সাকিব আল হাসান। মুশফিক  অর্ধেক পথ পেরিয়ে এসেছেন। তবে সাকিব তাঁর জায়গা থেকে নড়েননি। নন স্ট্রাইকে মুশফিককে সহজে রান আউট করেন নাইব। ১৫ বলে ১ চার ও ১ ছক্কায় ২৫ রান করেছেন মুশফিক। 

দুর্ভাগ্যজনক রান আউটে শেষ শান্তর ঝলমলে ইনিংস

(সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট)

তিন নম্বর থেকে নেমে নাজমুল হোসেন শান্ত আজ ব্যাটিং করেছেন চার নম্বরে। ব্যাটিং পজিশন বদলানোর পর দুর্দান্ত সেঞ্চুরি করেছেন শান্ত। শান্তর এই ঝলমলে ইনিংস শেষ হয়েছে রান আউটে কাটা পড়ে। মুজিব উর রহমানকে রিভার্স সুইপ করেছিলেন শান্ত। বল সোজা চলে যায় পয়েন্টে। ক্রিজ থেকে বেরিয়ে আবার ফেরার পথে হোঁচট খেয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। স্ট্রাইক প্রান্তে শান্তকে রান আউট করেন আফগান উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজ।  ১০৫ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০৪ রান করেছেন শান্ত। 

মিরাজের পর সেঞ্চুরি পেলেন শান্ত

(সন্ধ্যা ৬টা ৪১ মিনিট)

শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। সেই আক্ষেপ আজ ঘুচিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে লাহোরে। ১০১ বলে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন শান্ত। শান্তর আগে সেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুজনেই তাঁদের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন।

ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।

 

ছক্কা মেরে চোটে মিরাজ

(সন্ধ্যা ৬টা ৩৮ মিনিট)

১১৫ বলে মেহেদী হাসান মিরাজ তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। সেঞ্চুরির পর দুর্দান্ত শটে বাউন্ডারিও মেরেছেন মিরাজ। ৪৩তম ওভারের প্রথম বলে মুজিব উর রহমানকে ইনসাইড আউটে দুর্দান্ত ছক্কা মেরেছেন মিরাজ। ছক্কা মেরে চোটে পড়ে মাঠ ছাড়েন বাংলাদেশের এই অলরাউন্ডার।  

আফগানদের বিপক্ষে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি

(সন্ধ্যা ৬টা ২৮ মিনিট)

আফগানিস্তানের বিপক্ষে পজিশন বদলে মেহেদী হাসান মিরাজকে নামানো হয়েছে ওপেনিংয়ে। বাঁচা-মরার ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করলেন মিরাজ। ৪১তম ওভারের চতুর্থ বলে গুলবদিন নাইবকে মিড অনে ঠেলেই ছুঁয়েছেন তিন অঙ্ক। ১১৫ বলে তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।  

ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির পথে মেহেদী হাসান মিরাজ।

সেঞ্চুরির কাছাকাছি শান্ত-মিরাজ

(সন্ধ্যা ৬টা ২৩ মিনিট)

নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজের জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। দুজনেই সেঞ্চুরির কাছাকাছি রয়েছেন। মিরাজ ৯৮ রানে ও শান্ত ৮৪ রানে ব্যাটিং করছেন। তৃতীয় উইকেটে ১৭৭ বলে ১৬৮ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটার। ৪০ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের স্কোর ২৩১ রান। শান্ত, মিরাজ দুজনেই ১টি করে সেঞ্চুরি করেছেন ওয়ানডেতে।

মিরাজ-শান্তর জুটিতেই এবার ২০০ ছাড়াল বাংলাদেশ

(সন্ধ্যা ৬টা ৩ মিনিট)

নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজের জুটি ভাঙতেই পারছে না আফগানিস্তান। তৃতীয় উইকেটে দুই ব্যাটারের দুর্দান্ত জুটিতে ২০০ ছাড়িয়েছে বাংলাদেশ। ১৫৩ বলে ১৪৫ রানের জুটি গড়েছেন শান্ত-মিরাজ। ৩৬ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের স্কোর ২০৮ রান।  

ছক্কায় ফিফটি করলেন শান্ত

(বিকাল ৫টা ৪২ মিনিট )

২০২৩ এশিয়া কাপে টানা দুই ম্যাচে  ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্ত। ৩১তম ওভারের দ্বিতীয় বলে ফজলহক ফারুকিকে স্কয়ার লেগ দিয়ে দুর্দান্ত পুলে ছক্কা মেরেছেন শান্ত। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের তা ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। ৩১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৭১ রান। মিরাজ ৭৫ রানে ও ৫৪ রানে ব্যাটিং করছেন শান্ত। 

মেহেদী হাসান মিরাজের পর নাজমুল হোসেন শান্তও করেছেন ফিফটি।

 

শান্ত-মিরাজ জুটির সেঞ্চুরি

(বিকাল ৫টা ৩৯ মিনিট )

দ্রুত ২ উইকেট হারানোর চাপ বাংলাদেশকে বুঝতেই দিচ্ছেন না মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। দুজনের দারুণ বোঝাপড়ায় সচল থাকছে রানের চাকা। তৃতীয় উইকেট জুটিতে সেঞ্চুরিও পেরিয়ে গেছে। 

দুর্দান্ত শান্ত-মিরাজ, ১৫০ ছাড়িয়েছে বাংলাদেশ 

(বিকাল ৫টা ২৭ মিনিট )

পাঁচ বছর পর ওয়ানডেতে ওপেনিংয়ে নেমেই ফিফটি করলেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তর সঙ্গে মিরাজের দারুণ বোঝাপড়ায় সচল রয়েছে বাংলাদেশের রানের চাকা। শান্ত-মিরাজের জুটিতেই ১৫০ পেরিয়েছে বাংলাদেশ। ২৮.৩ ওভারে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৫১ রান। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার এখন পর্যন্ত ১০৮ বলে ৮৮ রানের জুটি গড়েছেন। মিরাজ ৬৫ রানে ও শান্ত ৪৪ রানে ব্যাটিং করছেন। 

মেহেদী হাসান মিরাজ-নাজমুল হোসেন শান্তর জুটিতে এগোচ্ছে বাংলাদেশ।

ওপেনিংয়েই প্রথম ফিফটি মিরাজের

(বিকাল ৫টা ৭ মিনিট )

২০১৮ এর পর এবারই ওয়ানডেতে ওপেনিং করছেন মেহেদী হাসান মিরাজ। পাঁচ বছর পর নতুন পজিশনে নেমে করলেন ফিফটি। ২৪তম ওভারের প্রথম বলে স্কয়ার লেগে ঠেলে সিঙ্গেল নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করেছেন মিরাজ। ওয়ানডেতে ওপেনিংয়ে বাংলাদেশের এই ব্যাটারের তা প্রথম ফিফটি।

মিরাজের ব্যাটেই প্রথম ছক্কা 

(বিকাল ৫টা )

বাংলাদেশের ইনিংসের প্রথম ছক্কা এসেছে মেহেদী হাসান মিরাজের ব্যাটে। ২২তম ওভারের প্রথম বলে মোহাম্মদ নবীকে ডাউন দ্য উইকেটে ছক্কা মেরেছেন মিরাজ। একই সঙ্গে তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত-মিরাজের জুটি ৫০ রান ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত ২২.৩ ওভারে ২ উইকেটে ১১৬ রান করেছে বাংলাদেশ।

বাংলাদেশের ১০০

(বিকাল ৪ টা ৫৪ মিনিট)

২০তম ওভারে ১০০ পূর্ণ করল বাংলাদেশ। ওভারের প্রথম বলে মোহাম্মদ নবীকে স্কয়ার লেগে ঠেলে ১ রান নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাতে বাংলাদেশ ছুঁয়েছে তিন অঙ্ক। মিরাজ-নাজমুল হোসেন শান্ত তৃতীয় উইকেটে ৬৩ বলে ৪৪ রানের জুটি গড়েছেন। ২১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১০৭ রান। 

মিরাজ-শান্তর ব্যাটিংয়ে এগোচ্ছে বাংলাদেশ

(বিকাল ৪ টা ৪৩ মিনিট)

৬০ রানের উদ্বোধনী জুটির পর ৩ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। নাঈম শেখ ২৮ রানে ও রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন তাওহীদ হৃদয়। সাময়িক চাপে পড়া বাংলাদেশকে টেনে তুলছেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত ১৬.৪ ওভারে ২ উইকেটে ৮৮ রান করেছে বাংলাদেশ। 

ফজলহক ফারুকির ওভারে দুটি চার মারেন মেহেদী হাসান মিরাজ।

 

শান্তর টানা দুই বাউন্ডারি

(বিকাল ৪ টা ২৯ মিনিট)

গুলবদিন নাইবের বলে কট বিহাইন্ডের জোরালো আবেদন হয়েছিল নাজমুল হোসেন শান্তর বিরুদ্ধে। আম্পায়ার সাড়া দেননি, রিভিউও নেয়নি আফগানিস্তান। এরপরই টানা দুই বলে চার মারলেন শান্ত। ১৩তম ওভারের পঞ্চম বল মিড অনের ওপর দিয়ে তুলে মারলেন শান্ত। একই ওভারের শেষ বলে কাভার ড্রাইভে চার মারেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। 

নাঈম-হৃদয়কে হারিয়ে চাপে বাংলাদেশ

(বিকাল ৪ টা ১৮ মিনিট)

দ্রুত ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ।নাঈম শেখ ফেরার পর তাওহীদ হৃদয়কে নামানো হয় ব্যাটিংয়ে। রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন হৃদয়। ১১তম ওভারের তৃতীয় বলে গুলবাদিন নাইবকে ড্রাইভ করতে যান হৃদয়। আউটসাইড এজ হওয়া বল স্লিপে দুর্দান্ত ক্যাচ ধরেন ইবরাহিম জাদরান। মাত্র ২ বল খেলতে পেরেছেন হৃদয়। ১১ ওভারে ২ উইকেটে ৬৩ রান করেছে বাংলাদেশ। 

ইনিংস বড় করা হলো না নাঈমের

(বিকাল ৪ টা ৯ মিনিট)

দারুণ শুরুর ইঙ্গিত দিয়ে আজও ইনিংস বড় করতে পারলেন না নাঈম শেখ। ইনিংসের প্রথম ওভারে ফজল হক ফারুকিকে জোড়া চার মারেন নাঈম। ফারুকিকে পরে আরও চার মারেন নাঈম। তবে ৩০ রান করার আগেই ফিরেছেন বাংলাদেশের ওপেনার। দশম ওভারের শেষ বলে মুজিব উর রহমানের আর্ম বলে বোল্ড হয়েছেন নাঈম। ৩২ বলে ৫ চারে করেছেন ২৮ রান। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৬০ রান।

আফগানিস্তান সমর্থকদের উল্লাস।

৫০ পেরোল বাংলাদেশ

(বিকাল ৪ টা ৫ মিনিট)

তিন পরিবর্তন নিয়ে খেলায় পরিবর্তন এসেছে বাংলাদেশের উদ্বোধনী জুটিতেও। ওপেনিং করছেন নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ। নতুন জুটিতেই ৫০ পেরিয়েছে বাংলাদেশ। ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ৫৪ রান। নাঈম করেছেন ২৮ রান ও ১৬ রান করেছেন মিরাজ।

মিরাজের জোড়া বাউন্ডারি 

(বেলা ৩ টা ৫৮ মিনিট)

প্রথম ৬ ওভার বেশ রয়েসয়ে খেলেছেন মেহেদী হাসান মিরাজ। সপ্তম ওভারে এসে হাত খুলে খেলা শুরু করেছেন মিরাজ। ওভারের তৃতীয় বলে ফজলহক ফারুকিকে দারুণ এক কাভার ড্রাইভে চার মেরেছেন মিরাজ। চতুর্থ বলে ডট দিলেন মিরাজ। পঞ্চম বলে  ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এখন পর্যন্ত ৭.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ৪৮ রান।

চোটে পড়লেন রশিদ

(বেলা ৩ টা ৫১ মিনিট)

বাংলাদেশ ওভারের ষষ্ঠ ওভারের খেলা চলছে। এখনো পর্যন্ত বোলিংয়ে আসেননি রশিদ খান। তার আগেই চোটে পড়েছেন তিনি। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে মুজিব উর রহমানকে লেগ সাইডে ঘুরিয়ে ১ রান নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বল থামাতে গিয়ে পিছলে পড়েন রশিদ। মাঠেই তৎক্ষণাৎ চিকিৎসা নিয়েছেন আফগান এই অলরাউন্ডার। 

এলোমেলো আফগানিস্তান

(বেলা ৩ টা ৩৮ মিনিট)

প্রথম ওভারে ফজলহক ফারুকি দিয়েছেন ১৪ রান। যার মধ্যে ওয়াইডে ৫ রান দিয়েছেন আফগান বাঁহাতি পেসার। দ্বিতীয় ওভারেও মুজিব উর রহমান ওয়াইডে দিয়েছেন ৫ রান। একই সঙ্গে আফগানদের মিস ফিল্ডিংয়ের সুবিধাও কাজে লাগাচ্ছে বাংলাদেশ। দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ২২ রান।

দারুণ শুরু বাংলাদেশের

(বেলা ৩ টা ৩৪ মিনিট)

প্রথমে ব্যাটিং নিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় বলেই চার মারেন নাঈম শেখ। পরের বলে লেগ সাইডের অনেক বাইরে করলে চার হয়ে যায়। বাংলাদেশ পেয়ে যায় আরও ৫ রান। পঞ্চম বলে প্রথম ও দ্বিতীয় স্লিপের মাঝখান দিয়ে আরও একটি চার মারেন নাঈম। প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ১৪ রান।

চারে শুরু বাংলাদেশের

(বেলা ৩ টা ৩১ মিনিট)

ইনিংসের দ্বিতীয় বলেই চার মেরেছে বাংলাদেশ। ফজলহক ফারুকির অফ স্টাম্পের বাইরের বল পয়েন্ট নিয়ে কাট করে চার মেরেছেন নাঈম শেখ। পরের বল লেগ সাইডের অনেক বাইরে করলে চার হয়ে যায়। বাংলাদেশ পেয়ে যায় আরও ৫ রান।

টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। শুভ অপরাহ্ন। আজকের পত্রিকার লাইভে আপনাদের স্বাগত। লাহোরে এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ আজ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। টস জিতে আজও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন নিয়ে খেলতে নামছে সাকিবের দল। নাঈম শেখের সঙ্গে ওপেনিং করছেন মেহেদী হাসান মিরাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১৩: ৫৪
৪ উইকেট হাতে রেখে আরও ২২৮ রান করতে হবে অতিথিদের। ছবি: ক্রিকইনফো
৪ উইকেট হাতে রেখে আরও ২২৮ রান করতে হবে অতিথিদের। ছবি: ক্রিকইনফো

হাতে থাকা ৬ উইকেট নিয়ে আজ নিজেদের সংগ্রহটা খুব বেশি বাড়িয়ে নিতে পারেনি অস্ট্রেলিয়া। এরপরও তাদের পুঁজি এবং লিড মিলিয়ে বড় লক্ষ্য দাঁড়ায় ইংল্যান্ডের সামনে। লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটিং ব্যর্থতায় অ্যাডিলেড টেস্টে হারের শঙ্কায় আছে বেন স্টোকসের দল। এই ম্যাচ হারলে অ্যাশেজ সিরিজ হারবে সফরকারীরা।

তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২৭১ রান। বাকি ৬ উইকেটে আজ ৭৮ রান যোগ করে ৩৪৯ রানে অলআউট হয় স্বাগতিকেরা। প্রথম ইনিংসে তারা ৮৫ রানে এগিয়ে থাকায় ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৫ রানের। এর আগে এই সংস্করণে সর্বোচ্চ ৪১৭ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছিল ক্যারিবীয়রা।

২২ বছর আগের সে রেকর্ড ভাঙার জন্য দুর্দান্ত ব্যাটিং করতে হতো ইংল্যান্ডকে। কিন্তু তাদের শুরুটা হয়েছে খুবই বাজে। ২০৭ রান করতেই হারিয়েছে ৬ ব্যাটারকে। ইনিংসের শুরুতেই ধাক্কা খাওয়া অতিথিদের হয়ে এক জ্যাক ক্রলি ছাড়া আর কেউ সেভাবে ব্যাটং করতে পারেননি। ৮ বাউন্ডারিতে ৮৫ রান করা এই ওপেনারকে ফেরান লায়ন। দলীয় ৩২ রানে বেন ডাকেট ও ওলি পোপকে হারানোর পর জো রুট ও হ্যারি ব্রুককে নিয়ে প্রতিরোধ গড়েন ক্রলি।

তৃতীয় উইকেটে রুটকে নিয়ে ৭৮ এবং চতুর্থ উইকেট জুটিতে ব্রুকের সঙ্গে ৬৮ রান যোগ করেন ক্রলি। এই ব্যাটার সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও রুট ও ব্রুক থামেন ৩৯ ও ৩০ রান করে। দলকে বিপদে রেখে সাজঘরে ফেরেন স্টোকস। লায়নের দ্বিতীয় শিকার হওয়ার আগে করেন মাত্র ৫ রান।

শেষ দিনে ইংল্যান্ডের ভরসা হয়ে টিকে আছেন উইল জ্যাকস ও জেমি স্মিথ। তাঁরা দুজন ১১ ও ২ রান নিয়ে ব্যাট করতে নামবেন। জেতার জন্য আরও ২২৮ রান করতে হবে ইংল্যান্ডকে। অন্যদিকে অস্ট্রেলিয়ার দরকার ৪ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ক্রীড়া ডেস্ক    
চারটি পেনাল্টি ঠেকিয়েছেন সাফোনভ। ছবি: এক্স
চারটি পেনাল্টি ঠেকিয়েছেন সাফোনভ। ছবি: এক্স

টাইব্রেকারে হতে পারতো যেকোনো কিছুই। কিন্তু ফলটা এসেছে পিএসজির পক্ষেই। সেটার নায়ক দলটির রাশিয়ান গোলরক্ষক মাতভেই সাফোনভ। টাইব্রেকারে ফ্ল্যামঙ্গোর সামনে রীতিমতো দেয়াল হয়ে ওঠেন তিনি। দল জিতলেও হাত ভেঙেছে সাফোনভের। দলের জন্য তাঁর এমন কৃতিত্বকে অবিশ্বাস্য বলে মনে করছেন পিএসজির প্রধান কোচ লুইস এনরিকে।

পিএসজির সঙ্গে ফ্ল্যামেঙ্গোর ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনাল ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ভাগ্য নির্ধারণ প্রক্রিয়ায় ব্রাজিলিয়ান ক্লাবের চারটি শট ঠেকান সাফোনভ। ফ্রেঞ্চ কাপে আজ রাত দুইটায় ফন্তেনের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। তার আগে সাফোনভের হাত ভাঙার বিষয়টি নিশ্চিত কো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।

পরে সংবাদ সম্মেলনে এনে হাত ভাঙার কারণ ব্যাখ্যা করেছেন এনরিকে। তিনি বলেন, ‘টাইব্রেকারের সময় সাফোনভ লড়াইয়ের ভঙ্গিতে ছিল। তাই হয়তো সে ড্রেনালিনে (উত্তেজনাকর বিশেষ হরমোন) প্রভাবে সে ভাঙা হাত নিয়েই শুটআউট শেষ করেছে। ভাঙা হাত নিয়েই সে দুটি শট ঠেকিয়েছে। কোনো ব্যথা অনুভব করেনি। যেকোনো সময় দলকে সাহায্য করার জন্য সে প্রস্তুত। এটা রীতিমতো তা অবিশ্বাস্য। আমরা এই মানসিকতাই চাই। সবসময় পরিশ্রম করতে হবে।’

সাফোনভের এই অদম্য মানসিকতার কোনো ব্যাখ্যা নেই পিএসজি কোচের কাছে, ‘আমি এটা ব্যাখ্যা করতে পারব না। সত্যিই অবিশ্বাস্য ছিল। সাফোনভ নিজেও জানে না কীভাবে এটা হলো। তৃতীয় পেনাল্টি বাঁচানোর সময় সে একটু অস্বাভাবিক মুভমেন্ট করেছিল। আমাদের মনে হয় তখনই সসসসে চোট পেয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১২: ০৮
১৯৪ রানে পিছিয়ে ক্যারিবীয়রা। ছবি: ক্রিকইনফো
১৯৪ রানে পিছিয়ে ক্যারিবীয়রা। ছবি: ক্রিকইনফো

নিউজিল্যান্ডের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন ডেভন কনওয়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সে জবাবটা দিচ্ছেন কাভেম হজ। সেঞ্চুরি করে অপরাজিত আছেন এই টপঅর্ডার ব্যাটার। এরপরও পিছিয়ে আছে সফরকারীরা। লেজের ব্যাটাররা হজকে সঙ্গ দিতে না পারলে মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে লিড নেবে নিউজিল্যান্ড।

৫৭৫ রানে ৮ উইকেট হারিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জবাবে তৃতীয় দিনের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৮১ রান। এখনো ১৯৪ রানে পিছিয়ে অতিথিরা। তাদের ভরসা হয়ে টিকে আছেন হজ। ১০৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন তিনি।

নিউজিল্যান্ডের বিশাল লক্ষ্যের পর ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল দারুণ। রান তাড়া করতে নেমে বিনা উইকেটে ১১০ রান করে প্রথম দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ৫৫ ও জন ক্যাম্পবেল ৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। আগের দিনের সঙ্গে আর কোনো রান যোগ না করেই আজ শুরুতেই ফেরেন ক্যাম্পবেল। কিং-ও বেশিদূর আগাতে পারেননি। ৬৩ রান করা এই ওপেনারকে বোল্ড করেন জ্যাকড ডাফি।

১৪০ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর টেভিন ইমলাচ, আলিক আথানেজ, জাস্টিন গ্রিভসরা ব্যাট হাতে টিকে গেলেও ইনিংস বড় করতে পারেননি। হজের সঙ্গে ৬৬ রানের জুটি গড়ে ২৭ রান করে ফেরেন ইমলাচ। চতুর্থ উইকেটে আথানেজকে নিয়ে ৬১ রান যোগ করেন হজ। যেখানে আথানেজের অবদান ৪৫ রান।

পঞ্চম উইকেটে গ্রিভস নিয়ে ৮১ রান তোলেন হজ। গ্রিভস ৪৩ রান করে ফিরলে এই জুটির সমাপ্তি হয়। হাল ধরতে ব্যর্থ হন রস্টন চেজ। ২ রান করে বিদায় নেন এই অলরাউন্ডার। অ্যান্ডারসন ফিলিপকে নিয়ে দিনের বাকিটা পথ পাড়ি দেন হজ। ১৪ বাউন্ডারিতে সাজানো তাঁর ২৫৪ বলের ইনিংস। তাঁর সঙ্গে ১২ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মোস্তাফিজ এখন সেরা তিনে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১২: ১৯
প্রথম ৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন কাটার মাস্টার। ছবি: সংগৃহীত
প্রথম ৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন কাটার মাস্টার। ছবি: সংগৃহীত

দুবাই ক্যাপিটালসের সর্বশেষ ম্যাচটা ছিল শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে। সেই সুবাদে গতকাল একে অন্যের প্রতিদ্বন্দ্বী ছিলেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। দুই বাংলাদেশির লড়াইয়ে জিতেছেন কাটার মাস্টার। শারজাকে ৬৩ রানে হারিয়েছে তাঁর দল দুবাই। দলের জয়ের দিনে সেরা বোলারদের তালিকায় ঢুকেছেন মোস্তাফিজ।

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে যাচ্ছেন মোস্তাফিজ। ৬ ডিসেম্বর গালফ জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে মরুর দেশের এই টুর্নামেন্টে অভিষেক হয় তাঁর। দুবাইয়ের হয়ে শুধু ১৩ ডিসেম্বর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে বল হাতে খরুচে ছিলেন। বাকি ৫ ম্যাচেই হিসেবি বোলিং করেছেন এই বাঁহাতি পেসার।

প্রথম ৬ ম্যাচ শেষে মোস্তাফিজের শিকার ১১ উইকেট। সেরা বোলারদের তালিকার তিনে অবস্থান করছেন তিনি। ৮.১৯ ইকোনমিতে দিয়েছেন ১৭২ রান। শীর্ষে আছেন মোস্তাফিজের সতীর্থ ওয়াকার সালামখিল। ৭ ম্যাচে ৭.৪৯ ইকোনমিতে ১৫ উইকেট নিয়েছেন দুবাইয়ের এই আফগান স্পিনার। মোস্তাফিজের সমান ১১ উইকেট নিয়ে তালিকার দুইয়ে আছেন খুজাইমা তানভীর। ৭ ম্যাচ খেলেছেন তিনি।

শারজার বিপক্ষে জয়ের ম্যাচেও বল হাতে অবদান রাখেন মোস্তাফিজ। ২ ওভারে ১৩ রান দিয়ে ২ ব্যাটারকে ফেরান সাতক্ষীরার এই পেসার। টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজের সেরা বোলিংটা করেছেন এমআই এমিরেটসের বিপক্ষে। গত ১৭ ডিসেম্বর কাইরন পোলার্ডদের কাছে দল ৭ রানে হারলেও ৩৪ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজ।

সময়টা এখন যেন মোস্তাফিজের হয়েই কথা বলছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে এই বোলারকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১২ কোটি টাকা। আইপিএলের ইতিহাসে অতীতে কোনো বাংলাদেশি ক্রিকেটার এত বেশি টাকায় বিক্রি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

সম্পর্কিত