নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোহামেডানের জয়টা উপভোগ করা হলো না তামিম ইকবালের। পারবেন কী করে। টসের সময় সুস্থ তামিম হঠাৎই হাসপাতালে ভর্তি হয়েছেন। মোহামেডানের জয়ের পর তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন সতীর্থরা।
বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে আজ তামিমের নেতৃত্বাধীন মোহামেডান জিতেছে ৭ উইকেটে। জয়ের পরই মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা গিয়েছেন কেপিজে হাসপাতালে। বিকেএসপির কাছাকাছি এই হাসপাতালেই ভর্তি করা হয়েছে তামিমকে। বাংলাদেশের এই তারকা ক্রিকেটার এখন ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছে। তাঁর হার্টে রিং পরানো হয়েছে। ব্লক দূর হলেও জটিলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন কেপিজে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. রাজীব হাসান।
বিকেএসপির চার নম্বর মাঠে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে ৩৪ রানে জয় পায় প্রাইম ব্যাংক। দলের দুই ব্যাটার সাব্বির (১০২) ও ইরফান শুক্কুর (১০৭) শতক হাঁকান। অগ্রণীর হয়ে ইমরুল কায়েস ১১৬ রানের ইনিংস খেললেও দলটি হারায়।
মিরপুরে আবাহনী ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫ উইকেটে পরাজিত করেছে। ২০১ রানের লক্ষ্য সফলভাবে পাড়ি দিয়ে পারভেজ হোসেন ইমনের ১২৪ রানের সেঞ্চুরি ছিল দলের জয়সূচক। ধানমন্ডির হয়ে ফজলে রাব্বি সর্বোচ্চ ৮৭ রান করেন। আবাহনীর জয়ে পেসার নাহিদ রানা ও রাকিবুল হাসান চারটি করে উইকেট নেন।
বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব-মোহামেডান। ম্যাচ শুরুর আগে শাইনপুকুর অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টস করেছেন মোহামেডান অধিনায়ক তামিম। টস জিতে শাইনপুকুর নিয়েছে ব্যাটিং। ফিল্ডিংয়ের সময়ই হঠাৎ বুকে ব্যথায় তামিম অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। কিন্তু হেলিকপ্টারে নেওয়ার মতো অবস্থায় ছিলেন না এই বাঁহাতি ব্যাটার।
সব মিলিয়ে ডিপিএলে আজ পাঁচ সেঞ্চুরি হয়েছে। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাটিং নেওয়া শাইনপুকুর ৪৯.৫ ওভারে ২২৩ রানে অলআউট হয়েছে। জবাবে ৪২.২ ওভারে ৩ উইকেটে ২২৭ রান করেছে মোহামেডান। ৪২ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১০৩ রান করেছেন। ওপেনার রনি তালুকদার করেন ৬১ রান। শাইনপুকুরের হয়ে রায়ান রাফসান ৭৭ রান করেন এবং মোহামেডানের বোলার তাইজুল ইসলাম ৩ উইকেট নেন। মোহামেডান তাদের জয় তামিমকে উৎসর্গ করেছে।
বিকেএসপির চার নম্বর মাঠে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক জেতে ৩৪ রানে। প্রাইম ব্যাংকের দুই ব্যাটার সাব্বির (১০২) ও ইরফান শুক্কুর (১০৭) সেঞ্চুরি করেছেন। আর অগ্রণীর ইমরুল সেঞ্চুরি করলেও সেটা কাজে আসেনি।
দিনের অপর ম্যাচে মিরপুরে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে আবাহনী। ২০২ রানের লক্ষ্য তাড়া করে আবাহনী জিতেছে ৬৪ বল হাতে রেখে ৫ উইকেটে। ১৩৩ বলে ১২৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আবাহনী ওপেনার পারভেজ হোসেন ইমন। ধানমন্ডির ফজলে রাব্বি সর্বোচ্চ ৮৭ রান করেন। আবাহনীর নাহিদ রানা, রাকিবুল হাসান নিয়েছেন চারটি করে উইকেট।
মোহামেডানের জয়টা উপভোগ করা হলো না তামিম ইকবালের। পারবেন কী করে। টসের সময় সুস্থ তামিম হঠাৎই হাসপাতালে ভর্তি হয়েছেন। মোহামেডানের জয়ের পর তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন সতীর্থরা।
বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে আজ তামিমের নেতৃত্বাধীন মোহামেডান জিতেছে ৭ উইকেটে। জয়ের পরই মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা গিয়েছেন কেপিজে হাসপাতালে। বিকেএসপির কাছাকাছি এই হাসপাতালেই ভর্তি করা হয়েছে তামিমকে। বাংলাদেশের এই তারকা ক্রিকেটার এখন ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছে। তাঁর হার্টে রিং পরানো হয়েছে। ব্লক দূর হলেও জটিলতা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন কেপিজে হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ড. রাজীব হাসান।
বিকেএসপির চার নম্বর মাঠে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে ৩৪ রানে জয় পায় প্রাইম ব্যাংক। দলের দুই ব্যাটার সাব্বির (১০২) ও ইরফান শুক্কুর (১০৭) শতক হাঁকান। অগ্রণীর হয়ে ইমরুল কায়েস ১১৬ রানের ইনিংস খেললেও দলটি হারায়।
মিরপুরে আবাহনী ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫ উইকেটে পরাজিত করেছে। ২০১ রানের লক্ষ্য সফলভাবে পাড়ি দিয়ে পারভেজ হোসেন ইমনের ১২৪ রানের সেঞ্চুরি ছিল দলের জয়সূচক। ধানমন্ডির হয়ে ফজলে রাব্বি সর্বোচ্চ ৮৭ রান করেন। আবাহনীর জয়ে পেসার নাহিদ রানা ও রাকিবুল হাসান চারটি করে উইকেট নেন।
বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব-মোহামেডান। ম্যাচ শুরুর আগে শাইনপুকুর অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টস করেছেন মোহামেডান অধিনায়ক তামিম। টস জিতে শাইনপুকুর নিয়েছে ব্যাটিং। ফিল্ডিংয়ের সময়ই হঠাৎ বুকে ব্যথায় তামিম অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। কিন্তু হেলিকপ্টারে নেওয়ার মতো অবস্থায় ছিলেন না এই বাঁহাতি ব্যাটার।
সব মিলিয়ে ডিপিএলে আজ পাঁচ সেঞ্চুরি হয়েছে। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাটিং নেওয়া শাইনপুকুর ৪৯.৫ ওভারে ২২৩ রানে অলআউট হয়েছে। জবাবে ৪২.২ ওভারে ৩ উইকেটে ২২৭ রান করেছে মোহামেডান। ৪২ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১০৩ রান করেছেন। ওপেনার রনি তালুকদার করেন ৬১ রান। শাইনপুকুরের হয়ে রায়ান রাফসান ৭৭ রান করেন এবং মোহামেডানের বোলার তাইজুল ইসলাম ৩ উইকেট নেন। মোহামেডান তাদের জয় তামিমকে উৎসর্গ করেছে।
বিকেএসপির চার নম্বর মাঠে ইমরুল কায়েসের অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক জেতে ৩৪ রানে। প্রাইম ব্যাংকের দুই ব্যাটার সাব্বির (১০২) ও ইরফান শুক্কুর (১০৭) সেঞ্চুরি করেছেন। আর অগ্রণীর ইমরুল সেঞ্চুরি করলেও সেটা কাজে আসেনি।
দিনের অপর ম্যাচে মিরপুরে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে আবাহনী। ২০২ রানের লক্ষ্য তাড়া করে আবাহনী জিতেছে ৬৪ বল হাতে রেখে ৫ উইকেটে। ১৩৩ বলে ১২৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আবাহনী ওপেনার পারভেজ হোসেন ইমন। ধানমন্ডির ফজলে রাব্বি সর্বোচ্চ ৮৭ রান করেন। আবাহনীর নাহিদ রানা, রাকিবুল হাসান নিয়েছেন চারটি করে উইকেট।
ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার ক্ষমতা হাতে পাওয়ার পরপরই গঠন করে সার্চ কমিটি। গত ২০ এপ্রিলের মধ্যে তাদের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে মেয়াদ বাড়ানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সিনিয়র সহকারী সচিব কাবিরুল ইসলাম
১ ঘণ্টা আগেশ্রীলঙ্কায় হার দিয়ে শুরু হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। বাংলাদেশ যুবাদের ৯৮ রানের বড় ব্যবধানে হারিয়েছেন শ্রীলঙ্কান যুবারা। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির পর লম্বা বিরতি দিয়ে মোস্তাফিজুর রহমান প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে। আগামী মাসের শেষ সপ্তাহে পাকিস্তান সফরের আগে মোস্তাফিজকে যেন একেবারে বসে থাকতে না হয়, নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে রাখা হয়েছে মোস্
৩ ঘণ্টা আগেঐতিহ্যবাহী দ্বৈরথ মাঠে গড়ানোর আগে ছিল শিরোপা লড়াইয়ের ঝাঁজ। যদিও মাঠের লড়াইয়ে দেখা যায়নি সেই উত্তাপ। আবাহনী লিমিটেডের কাছে সুযোগ ছিল বটে। কিন্তু ১০ জনের মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় আদায় করতে পারেনি মারুফুল হকের দল। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে গোলশূন্য ড্র হয়েছে ঢাকা ডার্বি।
৩ ঘণ্টা আগে