আজকের পত্রিকা ডেস্ক

ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের জন্য এই সংস্করণে ইতিহাস স্বস্তির না হলেও এবার তারা লিখতে চায় ভিন্ন গল্প।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাঠে টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। ছয় ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি। বাংলাদেশকে এবার নেতৃত্ব দেবেন লিটন দাস। টি-টোয়েন্টি সিরিজটা যে চ্যালেঞ্জিং হবে, সেটা লিটন নিজেও মানছেন। সংবাদমাধ্যমকে গতকাল রাতে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সাধারণত আমাদের জন্য টি-টোয়েন্টি ম্যাচগুলো কঠিনই হয়, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে। তবে আমরা চেষ্টা করব এখান থেকে কীভাবে ভালো কিছু করা যায়। ভালো একটি সিরিজ খেলাই আমাদের লক্ষ্য।’
কিংসটাউনের আর্নস ভেলে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল টানা দুই সেশন কৃত্রিম আলোতে অনুশীলন করেছে। প্রস্তুতি কেমন হয়েছে, সেটা সংবাদমাধ্যমকে জানিয়েছেন লিটন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘নাহ প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। কারণ গতকাল (শনিবার) আমরা আলোতে অনুশীলন করেছি। দলের বেশিরভাগ ক্রিকেটার ওয়ানডে সিরিজ খেলেছে। ফলে সবাই খেলার মধ্যে আছে। দু-একজন নতুন ক্রিকেটার সুযোগ পেয়েছে, তারাও অনুশীলনের সময় পেয়েছে।’
সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সবশেষ খেলেছে এ বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেখানে তিন ম্যাচ খেলে তারা জিতেছিল ২ ম্যাচ। এক ম্যাচ হেরেছিল। আফগানিস্তানের বিপক্ষে সেই হারে বাংলাদেশের সেমির স্বপ্নভঙ্গ হয়েছিল। ছয় মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় উইকেট সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে লিটনের। ক্যারিবীয় কন্ডিশন নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপের সময়কার উইকেটের চেয়ে এখনকার উইকেট কিছুটা ভিন্ন মনে হয়েছে।
গতকালের অনুশীলনে উইকেট দেখেও তেমনটাই মনে হয়েছে। তারা হয়তো ভিন্নভাবে উইকেট প্রস্তুত করেছে। আমরা এখনো দলের কম্বিনেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসিনি। তবে সেরা একাদশ সাজানোর চেষ্টা করব, যা বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে।’
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি টি-টোয়েন্টি হবে সেন্ট ভিনসেন্টে। ১৮ ও ২০ ডিসেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে।

ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের জন্য এই সংস্করণে ইতিহাস স্বস্তির না হলেও এবার তারা লিখতে চায় ভিন্ন গল্প।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাঠে টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। ছয় ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি। বাংলাদেশকে এবার নেতৃত্ব দেবেন লিটন দাস। টি-টোয়েন্টি সিরিজটা যে চ্যালেঞ্জিং হবে, সেটা লিটন নিজেও মানছেন। সংবাদমাধ্যমকে গতকাল রাতে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সাধারণত আমাদের জন্য টি-টোয়েন্টি ম্যাচগুলো কঠিনই হয়, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে। তবে আমরা চেষ্টা করব এখান থেকে কীভাবে ভালো কিছু করা যায়। ভালো একটি সিরিজ খেলাই আমাদের লক্ষ্য।’
কিংসটাউনের আর্নস ভেলে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল টানা দুই সেশন কৃত্রিম আলোতে অনুশীলন করেছে। প্রস্তুতি কেমন হয়েছে, সেটা সংবাদমাধ্যমকে জানিয়েছেন লিটন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘নাহ প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। কারণ গতকাল (শনিবার) আমরা আলোতে অনুশীলন করেছি। দলের বেশিরভাগ ক্রিকেটার ওয়ানডে সিরিজ খেলেছে। ফলে সবাই খেলার মধ্যে আছে। দু-একজন নতুন ক্রিকেটার সুযোগ পেয়েছে, তারাও অনুশীলনের সময় পেয়েছে।’
সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সবশেষ খেলেছে এ বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেখানে তিন ম্যাচ খেলে তারা জিতেছিল ২ ম্যাচ। এক ম্যাচ হেরেছিল। আফগানিস্তানের বিপক্ষে সেই হারে বাংলাদেশের সেমির স্বপ্নভঙ্গ হয়েছিল। ছয় মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় উইকেট সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে লিটনের। ক্যারিবীয় কন্ডিশন নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপের সময়কার উইকেটের চেয়ে এখনকার উইকেট কিছুটা ভিন্ন মনে হয়েছে।
গতকালের অনুশীলনে উইকেট দেখেও তেমনটাই মনে হয়েছে। তারা হয়তো ভিন্নভাবে উইকেট প্রস্তুত করেছে। আমরা এখনো দলের কম্বিনেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসিনি। তবে সেরা একাদশ সাজানোর চেষ্টা করব, যা বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে।’
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি টি-টোয়েন্টি হবে সেন্ট ভিনসেন্টে। ১৮ ও ২০ ডিসেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে।

সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শুধু টেস্টই খেলছেন নাঈম হাসান। তাও যে নিয়মিত সুযোগ পেয়েছেন, তা নয়। নামের পাশে ১৪ টেস্ট বলে দিচ্ছে অনেক কিছু। ২৫ বছর বয়সী বাংলাদেশের এই স্পিনার জানালেন, সব খেলোয়াড়ের জীবন এক হয় না।
২৬ মিনিট আগে
‘হট টপিক’ নিয়ে হাস্যরসিকতাকে যেন আইসল্যান্ড ক্রিকেট অন্য এক মাত্রায় নিয়ে গেছে। ক্রিকেটে তেমন একটা জনপ্রিয় না হয়ে উঠলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও তারা মজা করতে বাদ রাখেনি।
১ ঘণ্টা আগে
বিদায়ী ইনিংসটা রাঙাতে পারলেন না উসমান খাজা। ইংলিশ পেসার জস টাঙের বলে বোল্ড হয়ে যখন ফিরেছেন, তখন খাজার নামের পাশে ৭ বলে ৬ রান। যে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) খাজার ক্যারিয়ার শুরু হয়েছিল, সেখানে শেষটা রঙিন হলো না। তবে বিদায়ী ম্যাচের উপহার ঠিকই তাঁকে দিয়েছে অস্ট্রেলিয়া। এসসিজিতে আজ শেষ হওয়া পঞ্চম
২ ঘণ্টা আগে
র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় আগেই ঠিক হয়ে গিয়েছিল ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের মেয়েদের অংশ নিতে হবে বাছাইপর্বে। সেই বাছাইপর্বের সূচি আজ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নেপালে ১৮ জানুয়ারি শুরু হয়ে এই বাছাইপর্ব শেষ হবে ১ ফেব্রুয়ারি। শুরুর দিনই মাঠে নামবেন নি
১৩ ঘণ্টা আগে