নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কিছুতেই যেন কিছু হচ্ছে না ঢাকার। ভেন্যু বদল, একাদশে পরিবর্তন—তারপরও হারের নিয়তি ঢাকা ক্যাপিটালের। গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁরা। চলতি বিপিএলে পাঁচ ম্যাচে এটি পঞ্চম হার খালেদ মাহমুদ সুজনের দলের।
গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ব্যাট করে ১৭৭ রান তোলে ঢাকা ক্যাপিটাল। জবাবে ৭ উইকেট ও ৩ বল হাতে রেখেই জিতে যায় চিটাগং কিংস। তিন ম্যাচে এটি দ্বিতীয় জয় কিংসের।
রান তাড়ায় উসমান খান ও পারভেজ হাসান ইমন চিটাগং কিংসকে ৫৫ রানের জুটি এনে দিয়েছিলেন। ইমনের (১৭) বিদায়ে এই জুটি ছিন্ন হলেও গ্রাহাম ক্লার্ককে নিয়ে আরেকটি ফিফটি জুটি গড়েন ওপেনার উসমান। দলের ১০৬ রানে উসমান বিদায় নেন। মোস্তাফিজের প্রথম শিকার হওয়ার আগে ৭টি ও ৩টি ছয়ে ৩৩ বলে ৫৫ রান করেন। ঢাকার বোলারদের তৃতীয় শিকার হওয়ার আগে গ্রাহাম ক্লার্ক করেন ৩৯ রান। শেষ দিকে রান ও বলের সমীকরণে এসে পড়েছিল ম্যাচ। কিন্তু অধিনায়ক মিঠুন ২২ বলে ৩৩* এবং শামীম হোসেন পাটোয়ারী ১৪ অপরাজিত ৩০ করে দলকে জয়ের বন্দরে নোঙর করান।
এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান তোলে ঢাকা ক্যাপিটাল। ঢাকার ইনিংসের উল্লেখযোগ্য দিক সাব্বির রহমানের টর্নেডো ব্যাটিং। বল খেলেছেন মাত্র ৩৩ টি। ৩টি চার ও ৯টি ছয়ে করেছেন অপরাজিত ৮২ রান। তাঁর এই ইনিংসটির স্ট্রাইকরেট—২৪৮.৪৮! তাঁর ৯টি ছক্কা-ই এবারের বিপিএলে এক ইনিংসে সর্বোচ্চ।
সাব্বিরের এই বিধ্বংসী ইনিংসের আগে দলের হয়ে ফিফটি করেন ওপেনার তানজিদ হাসান তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই রয় (১) আউট হয়ে যান। তবে আরকে প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন তামিম। ছোট ছোট জুটি গড়তে তাঁকে সঙ্গ দিলেও রানের দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হয়েছেন স্টিফেন এসকিনাজি (৫) ও শাহাদাত হোসেন দিপু (৯)। তবে চতুর্থ উইকেটে তানজিদকে নিয়ে ইনিংসের সবচেয়ে বড় জুটিটি গড়েন সাব্বির। ৩৫ বলে ৬৩ রানের জুটি গড়েন তাঁরা। তানজিদের বিদায়ে ভাঙে এই জুটি। ৪৮ বলে ৫৪ রান করে তানজিম আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন সাব্বির। বল হাতে সবচেয়ে সফল খালেদ আহমেদ; ২১ রানে নিয়েছেন ৩ উইকেট।
কিছুতেই যেন কিছু হচ্ছে না ঢাকার। ভেন্যু বদল, একাদশে পরিবর্তন—তারপরও হারের নিয়তি ঢাকা ক্যাপিটালের। গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁরা। চলতি বিপিএলে পাঁচ ম্যাচে এটি পঞ্চম হার খালেদ মাহমুদ সুজনের দলের।
গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ব্যাট করে ১৭৭ রান তোলে ঢাকা ক্যাপিটাল। জবাবে ৭ উইকেট ও ৩ বল হাতে রেখেই জিতে যায় চিটাগং কিংস। তিন ম্যাচে এটি দ্বিতীয় জয় কিংসের।
রান তাড়ায় উসমান খান ও পারভেজ হাসান ইমন চিটাগং কিংসকে ৫৫ রানের জুটি এনে দিয়েছিলেন। ইমনের (১৭) বিদায়ে এই জুটি ছিন্ন হলেও গ্রাহাম ক্লার্ককে নিয়ে আরেকটি ফিফটি জুটি গড়েন ওপেনার উসমান। দলের ১০৬ রানে উসমান বিদায় নেন। মোস্তাফিজের প্রথম শিকার হওয়ার আগে ৭টি ও ৩টি ছয়ে ৩৩ বলে ৫৫ রান করেন। ঢাকার বোলারদের তৃতীয় শিকার হওয়ার আগে গ্রাহাম ক্লার্ক করেন ৩৯ রান। শেষ দিকে রান ও বলের সমীকরণে এসে পড়েছিল ম্যাচ। কিন্তু অধিনায়ক মিঠুন ২২ বলে ৩৩* এবং শামীম হোসেন পাটোয়ারী ১৪ অপরাজিত ৩০ করে দলকে জয়ের বন্দরে নোঙর করান।
এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান তোলে ঢাকা ক্যাপিটাল। ঢাকার ইনিংসের উল্লেখযোগ্য দিক সাব্বির রহমানের টর্নেডো ব্যাটিং। বল খেলেছেন মাত্র ৩৩ টি। ৩টি চার ও ৯টি ছয়ে করেছেন অপরাজিত ৮২ রান। তাঁর এই ইনিংসটির স্ট্রাইকরেট—২৪৮.৪৮! তাঁর ৯টি ছক্কা-ই এবারের বিপিএলে এক ইনিংসে সর্বোচ্চ।
সাব্বিরের এই বিধ্বংসী ইনিংসের আগে দলের হয়ে ফিফটি করেন ওপেনার তানজিদ হাসান তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই রয় (১) আউট হয়ে যান। তবে আরকে প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন তামিম। ছোট ছোট জুটি গড়তে তাঁকে সঙ্গ দিলেও রানের দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হয়েছেন স্টিফেন এসকিনাজি (৫) ও শাহাদাত হোসেন দিপু (৯)। তবে চতুর্থ উইকেটে তানজিদকে নিয়ে ইনিংসের সবচেয়ে বড় জুটিটি গড়েন সাব্বির। ৩৫ বলে ৬৩ রানের জুটি গড়েন তাঁরা। তানজিদের বিদায়ে ভাঙে এই জুটি। ৪৮ বলে ৫৪ রান করে তানজিম আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন সাব্বির। বল হাতে সবচেয়ে সফল খালেদ আহমেদ; ২১ রানে নিয়েছেন ৩ উইকেট।
ব্যাটিংয়ে লিটন-তামিমের তাণ্ডবের পর বোলিংয়ে মুগ্ধ-রাহিদের ছন্দ। ঢাকা ক্যাপিটালের দেওয়া ২৫৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫.২ ওভারে ১০৫ রানেই গুটিয়ে যায় রাজশাহী। রেকর্ডের ছড়াছড়ির ম্যাচে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডও গড়ল ঢাকা। টানা ছয় হারের পর ১৪৯ রানের বড় জয় পেয়েছে খালেদ মাহমুদ সুজনের দল। রাজশাহীর রায়ান বার্ল
১০ ঘণ্টা আগেএকই ইনিংসে রেকর্ড দুই সেঞ্চুরি, রেকর্ড ২৫০ পেরোনো স্কোর। সিলেটে দুর্বার রাজশাহী-ঢাকার ম্যাচে আর কি কি রেকর্ড দেখল বিপিএল, জেনে নেওয়া যাক
১১ ঘণ্টা আগেলিটন দাস নাকি লিটন ঠাস ঠাস! সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত লিটনের ব্যাট তো ঠাস ঠাসই করেছে আজ। সেটিও আবার অস্বস্তিকর এক দিনে! কয়েক দিন ধরে আলোচনায় লিটন, দুপুরেই শুনেছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হয়নি তাঁকে। ভেঙে পড়ার চেয়ে ফেরার পথটাই বেছে নিলেন এই উইকেটরক্ষক ব্যাটার
১২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ। তবে নির্ধারিত সময়ে দল ঘোষণা করছে না ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইসিসির কাছে আরও কদিন সময় চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু দল ঘোষণার আগে তাদের বড় দুশ্চিন্তায় ফেলেছেন জসপ্রীত বুমরা!
১৩ ঘণ্টা আগে