ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ-ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের তৃতীয় ওয়ানডে গতকাল হওয়ার কথা ছিল ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে ম্যাচে সব মিলে খেলা হয়েছে ১৮ ওভার। শেষ পর্যন্ত বৃষ্টিই জিতেছে এই ম্যাচে।
টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক থমাস রিউ। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ১৮ ওভারে ২ উইকেটে ১০১ রান করেছে। বেরসিক বৃষ্টি হানা দেয় এর পরই। পরবর্তীতে বৃষ্টির তীব্রতা এত বেড়ে যায় যে ম্যাচ আর শুরু করা সম্ভবই হয়নি। বাংলাদেশ-ইংল্যান্ড যুবাদের তৃতীয় ওয়ানডে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে।
প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ যোগ করেন ৫০ রান। দশম ওভারের প্রথম বলে আবরারকে (২৩) ফিরিয়ে জুটি ভাঙেন জেমস ফেলডম্যান। ৫০ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ৩ নম্বরে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। দ্বিতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন তামিম ও রিফাত। ১৭তম ওভারের শেষ বলে রিফাতকে ফেরান জেএ নেলসন।
রিফাত ৫৭ বলে ৭ চার ও ১ ছক্কায় করেন ৫১ রান। দুই ওপেনার আবরার-রিফাতের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৭ ওভারে ২ উইকেটে ৯৬ রান। পরবর্তীতে মাত্র ১ ওভার খেলা হয়েছে। তামিম ২৬ বলে করেন ১৯ রান। ৪ নম্বরে নামা রিজান হোসেন করেন ২ রান। ১০০ ওভারের ম্যাচে ১৮ ওভারের খেলা হওয়ার পরই পরিত্যক্ত হয় ম্যাচ।
বাংলাদেশ-ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। প্রথম দুই ওয়ানডে হয়েছে লাফবোরোতে। ৮৭ রানে প্রথম ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড ৪ উইকেটে জিতে সমতায় ফিরেছে। সিরিজের শেষ দুই ওয়ানডের ভেন্যু বেকেনহাম। ১২ ও ১৪ সেপ্টেম্বর হবে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে।

বাংলাদেশ-ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের তৃতীয় ওয়ানডে গতকাল হওয়ার কথা ছিল ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে ম্যাচে সব মিলে খেলা হয়েছে ১৮ ওভার। শেষ পর্যন্ত বৃষ্টিই জিতেছে এই ম্যাচে।
টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক থমাস রিউ। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ১৮ ওভারে ২ উইকেটে ১০১ রান করেছে। বেরসিক বৃষ্টি হানা দেয় এর পরই। পরবর্তীতে বৃষ্টির তীব্রতা এত বেড়ে যায় যে ম্যাচ আর শুরু করা সম্ভবই হয়নি। বাংলাদেশ-ইংল্যান্ড যুবাদের তৃতীয় ওয়ানডে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে।
প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ যোগ করেন ৫০ রান। দশম ওভারের প্রথম বলে আবরারকে (২৩) ফিরিয়ে জুটি ভাঙেন জেমস ফেলডম্যান। ৫০ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ৩ নম্বরে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। দ্বিতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন তামিম ও রিফাত। ১৭তম ওভারের শেষ বলে রিফাতকে ফেরান জেএ নেলসন।
রিফাত ৫৭ বলে ৭ চার ও ১ ছক্কায় করেন ৫১ রান। দুই ওপেনার আবরার-রিফাতের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৭ ওভারে ২ উইকেটে ৯৬ রান। পরবর্তীতে মাত্র ১ ওভার খেলা হয়েছে। তামিম ২৬ বলে করেন ১৯ রান। ৪ নম্বরে নামা রিজান হোসেন করেন ২ রান। ১০০ ওভারের ম্যাচে ১৮ ওভারের খেলা হওয়ার পরই পরিত্যক্ত হয় ম্যাচ।
বাংলাদেশ-ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। প্রথম দুই ওয়ানডে হয়েছে লাফবোরোতে। ৮৭ রানে প্রথম ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড ৪ উইকেটে জিতে সমতায় ফিরেছে। সিরিজের শেষ দুই ওয়ানডের ভেন্যু বেকেনহাম। ১২ ও ১৪ সেপ্টেম্বর হবে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে।

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
৪১ মিনিট আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
২ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
২ ঘণ্টা আগে