
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অবকাঠামোগত কারণে ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্রে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা গিয়েছিল শঙ্কা। পরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এই খবর ভিত্তিহীন বলে দাবি করে।
নিউজ ১৮সহ ভারতের বেশ কিছু গণমাধ্যম গতকাল জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের বর্তমান অবকাঠামোগত অবস্থা সন্তোষজনক নয়। যদি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তাহলে তা হতে পারে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের গুঞ্জন মিথ্যা বলে দাবি করে গতকাল ইংল্যান্ড অ্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্র ক্রিকবাজকে বলেন, ‘২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে—এমন খবরের সত্যি কোনো ভিত্তি নেই। আইসিসি এই টুর্নামেন্ট আয়োজন করে। তাদের কথাই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম মৌসুম হবে ২০২৪ সালে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই বিশ্বকাপ থেকেই খেলবে ২০ দল। ২০ দলের এই টুর্নামেন্টে হবে ৫৫ ম্যাচ। বিশ্বকাপ আয়োজনের কাজ পুরোদমে চলছে বলে আইসিসির এক মুখপাত্র বলেন, ‘দুই দেশেই ভেন্যু পরিদর্শনের কাজ শেষ হয়েছে। ২০২৪ এর জুনে টুর্নামেন্ট আয়োজনের কাজ পুরোদমে চলছে।’
২০০৭ থেকে ২০২২—এই ১৫ বছরে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আট মৌসুম। দুবার করে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ গত বছরের নভেম্বরে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অবকাঠামোগত কারণে ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্রে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা গিয়েছিল শঙ্কা। পরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এই খবর ভিত্তিহীন বলে দাবি করে।
নিউজ ১৮সহ ভারতের বেশ কিছু গণমাধ্যম গতকাল জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের বর্তমান অবকাঠামোগত অবস্থা সন্তোষজনক নয়। যদি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তাহলে তা হতে পারে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের গুঞ্জন মিথ্যা বলে দাবি করে গতকাল ইংল্যান্ড অ্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্র ক্রিকবাজকে বলেন, ‘২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে—এমন খবরের সত্যি কোনো ভিত্তি নেই। আইসিসি এই টুর্নামেন্ট আয়োজন করে। তাদের কথাই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম মৌসুম হবে ২০২৪ সালে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই বিশ্বকাপ থেকেই খেলবে ২০ দল। ২০ দলের এই টুর্নামেন্টে হবে ৫৫ ম্যাচ। বিশ্বকাপ আয়োজনের কাজ পুরোদমে চলছে বলে আইসিসির এক মুখপাত্র বলেন, ‘দুই দেশেই ভেন্যু পরিদর্শনের কাজ শেষ হয়েছে। ২০২৪ এর জুনে টুর্নামেন্ট আয়োজনের কাজ পুরোদমে চলছে।’
২০০৭ থেকে ২০২২—এই ১৫ বছরে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আট মৌসুম। দুবার করে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ গত বছরের নভেম্বরে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।

মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। আজ (শনিবার) সকাল ১০টায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তিলকপুরে কমলগঞ্জ ক্রিকেট একাডেমির মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়।
১ ঘণ্টা আগে
করাচিতে ২৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড লিখেছে তারা।
১ ঘণ্টা আগে
মোহাম্মদ সাইফউদ্দিন টিকে থাকলেন শেষ পর্যন্ত। তবে তাঁর অপরাজিত ফিফটি ঢাকা ক্যাপিটালসের কোনো কাজেই আসলো না। বাঁচা মরার ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ১১ রানে হেরেছে তারা। এই হারে বিপিএল থেকে বিদায় নিল ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে ঢাকাকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিল রংপুর।
১ ঘণ্টা আগে
২০২৫ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে হাত না মেলানো ইস্যুতে কম আলোচনা সমালোচনা হয়নি। বিষয়টি নিয়ে গড়িয়েছে অনেক জল। এবার একই ঘটনা দেখা গেল বাংলাদেশ ও ভারতের ম্যাচে। তাতেই এশিয়া কাপের ৪ মাস পর নতুনকরে আলোচনায় আসলো ‘নো হ্যান্ডশেক’ ইস্যু।
৩ ঘণ্টা আগে