
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অবকাঠামোগত কারণে ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্রে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা গিয়েছিল শঙ্কা। পরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এই খবর ভিত্তিহীন বলে দাবি করে।
নিউজ ১৮সহ ভারতের বেশ কিছু গণমাধ্যম গতকাল জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের বর্তমান অবকাঠামোগত অবস্থা সন্তোষজনক নয়। যদি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তাহলে তা হতে পারে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের গুঞ্জন মিথ্যা বলে দাবি করে গতকাল ইংল্যান্ড অ্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্র ক্রিকবাজকে বলেন, ‘২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে—এমন খবরের সত্যি কোনো ভিত্তি নেই। আইসিসি এই টুর্নামেন্ট আয়োজন করে। তাদের কথাই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম মৌসুম হবে ২০২৪ সালে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই বিশ্বকাপ থেকেই খেলবে ২০ দল। ২০ দলের এই টুর্নামেন্টে হবে ৫৫ ম্যাচ। বিশ্বকাপ আয়োজনের কাজ পুরোদমে চলছে বলে আইসিসির এক মুখপাত্র বলেন, ‘দুই দেশেই ভেন্যু পরিদর্শনের কাজ শেষ হয়েছে। ২০২৪ এর জুনে টুর্নামেন্ট আয়োজনের কাজ পুরোদমে চলছে।’
২০০৭ থেকে ২০২২—এই ১৫ বছরে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আট মৌসুম। দুবার করে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ গত বছরের নভেম্বরে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অবকাঠামোগত কারণে ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্রে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা গিয়েছিল শঙ্কা। পরে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এই খবর ভিত্তিহীন বলে দাবি করে।
নিউজ ১৮সহ ভারতের বেশ কিছু গণমাধ্যম গতকাল জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের বর্তমান অবকাঠামোগত অবস্থা সন্তোষজনক নয়। যদি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয়, তাহলে তা হতে পারে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের গুঞ্জন মিথ্যা বলে দাবি করে গতকাল ইংল্যান্ড অ্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক মুখপাত্র ক্রিকবাজকে বলেন, ‘২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে—এমন খবরের সত্যি কোনো ভিত্তি নেই। আইসিসি এই টুর্নামেন্ট আয়োজন করে। তাদের কথাই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম মৌসুম হবে ২০২৪ সালে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এই বিশ্বকাপ থেকেই খেলবে ২০ দল। ২০ দলের এই টুর্নামেন্টে হবে ৫৫ ম্যাচ। বিশ্বকাপ আয়োজনের কাজ পুরোদমে চলছে বলে আইসিসির এক মুখপাত্র বলেন, ‘দুই দেশেই ভেন্যু পরিদর্শনের কাজ শেষ হয়েছে। ২০২৪ এর জুনে টুর্নামেন্ট আয়োজনের কাজ পুরোদমে চলছে।’
২০০৭ থেকে ২০২২—এই ১৫ বছরে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আট মৌসুম। দুবার করে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ গত বছরের নভেম্বরে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১১ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১২ ঘণ্টা আগে