ক্রীড়া ডেস্ক

জ্যামাইকার স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের কাছে ১০১ রানে হারের পর একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজের দুই ক্রিকেটারকে জ্যামাইকা টেস্টের পর শাস্তি দিয়েছে আইসিসি। এবার ওয়ানডে সিরিজ শুরুর আগে ধাক্কা খেল ক্যারিবীয়রা।
চোটে পড়ায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। সিরিজ শুরুর আগে তাই ওয়ানডে দলে পরিবর্তন আনতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সিরিজের দলে এসেছেন মারকুইনো মিন্ডলে ও জেডিয়া ব্লেডস। তাঁরা দুজনেই পেসার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) গত রাতে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে সেটা নিশ্চিত করেছে।
জোসেফ বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে পায়ের ‘শিনবোনে’ চোট পেয়েছেন, সিডব্লিউআইয়ের বিবৃতিতে যেটাকে বলা হয়েছে ‘শিন স্প্লিন্টস’। এই চোটে পড়লে পায়ের নিচের অংশের হাড়ে ব্যথা অনুভূত হয়। ক্যারিবীয় এই পেসারকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ফোর্ড সবশেষ খেলেন ইংল্যান্ডের বিপক্ষে নভেম্বরে টি-টোয়েন্টি সিরিজে। সেই সিরিজে ঊরুতে পেয়েছিলেন চোট। এখনো তাঁর সেই চোট সেরে ওঠেনি।সিডব্লিউআই জানিয়েছে, ফোর্ডকে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এখন।
মিন্ডলে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন। ২০২২ সালের ডিসেম্বরে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছেন তিনি। অন্যদিকে ব্লেডস আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডে। সেন্ট কিটসেই হবে ওয়ানডে সিরিজ।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল
শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রস্টন চেজ, মারকুইনো মিন্ডলে , জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, জেডিয়া ব্লেডস, এভিন লুইস, গুড়াকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড
আরও পড়ুন:

জ্যামাইকার স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের কাছে ১০১ রানে হারের পর একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজের দুই ক্রিকেটারকে জ্যামাইকা টেস্টের পর শাস্তি দিয়েছে আইসিসি। এবার ওয়ানডে সিরিজ শুরুর আগে ধাক্কা খেল ক্যারিবীয়রা।
চোটে পড়ায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। সিরিজ শুরুর আগে তাই ওয়ানডে দলে পরিবর্তন আনতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সিরিজের দলে এসেছেন মারকুইনো মিন্ডলে ও জেডিয়া ব্লেডস। তাঁরা দুজনেই পেসার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) গত রাতে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে সেটা নিশ্চিত করেছে।
জোসেফ বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে পায়ের ‘শিনবোনে’ চোট পেয়েছেন, সিডব্লিউআইয়ের বিবৃতিতে যেটাকে বলা হয়েছে ‘শিন স্প্লিন্টস’। এই চোটে পড়লে পায়ের নিচের অংশের হাড়ে ব্যথা অনুভূত হয়। ক্যারিবীয় এই পেসারকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ফোর্ড সবশেষ খেলেন ইংল্যান্ডের বিপক্ষে নভেম্বরে টি-টোয়েন্টি সিরিজে। সেই সিরিজে ঊরুতে পেয়েছিলেন চোট। এখনো তাঁর সেই চোট সেরে ওঠেনি।সিডব্লিউআই জানিয়েছে, ফোর্ডকে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এখন।
মিন্ডলে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন। ২০২২ সালের ডিসেম্বরে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছেন তিনি। অন্যদিকে ব্লেডস আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডে। সেন্ট কিটসেই হবে ওয়ানডে সিরিজ।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল
শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রস্টন চেজ, মারকুইনো মিন্ডলে , জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, জেডিয়া ব্লেডস, এভিন লুইস, গুড়াকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড
আরও পড়ুন:

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৪ ঘণ্টা আগে