ক্রীড়া ডেস্ক

জ্যামাইকার স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের কাছে ১০১ রানে হারের পর একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজের দুই ক্রিকেটারকে জ্যামাইকা টেস্টের পর শাস্তি দিয়েছে আইসিসি। এবার ওয়ানডে সিরিজ শুরুর আগে ধাক্কা খেল ক্যারিবীয়রা।
চোটে পড়ায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। সিরিজ শুরুর আগে তাই ওয়ানডে দলে পরিবর্তন আনতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সিরিজের দলে এসেছেন মারকুইনো মিন্ডলে ও জেডিয়া ব্লেডস। তাঁরা দুজনেই পেসার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) গত রাতে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে সেটা নিশ্চিত করেছে।
জোসেফ বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে পায়ের ‘শিনবোনে’ চোট পেয়েছেন, সিডব্লিউআইয়ের বিবৃতিতে যেটাকে বলা হয়েছে ‘শিন স্প্লিন্টস’। এই চোটে পড়লে পায়ের নিচের অংশের হাড়ে ব্যথা অনুভূত হয়। ক্যারিবীয় এই পেসারকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ফোর্ড সবশেষ খেলেন ইংল্যান্ডের বিপক্ষে নভেম্বরে টি-টোয়েন্টি সিরিজে। সেই সিরিজে ঊরুতে পেয়েছিলেন চোট। এখনো তাঁর সেই চোট সেরে ওঠেনি।সিডব্লিউআই জানিয়েছে, ফোর্ডকে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এখন।
মিন্ডলে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন। ২০২২ সালের ডিসেম্বরে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছেন তিনি। অন্যদিকে ব্লেডস আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডে। সেন্ট কিটসেই হবে ওয়ানডে সিরিজ।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল
শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রস্টন চেজ, মারকুইনো মিন্ডলে , জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, জেডিয়া ব্লেডস, এভিন লুইস, গুড়াকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড
আরও পড়ুন:

জ্যামাইকার স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের কাছে ১০১ রানে হারের পর একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। উইন্ডিজের দুই ক্রিকেটারকে জ্যামাইকা টেস্টের পর শাস্তি দিয়েছে আইসিসি। এবার ওয়ানডে সিরিজ শুরুর আগে ধাক্কা খেল ক্যারিবীয়রা।
চোটে পড়ায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। সিরিজ শুরুর আগে তাই ওয়ানডে দলে পরিবর্তন আনতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সিরিজের দলে এসেছেন মারকুইনো মিন্ডলে ও জেডিয়া ব্লেডস। তাঁরা দুজনেই পেসার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) গত রাতে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে সেটা নিশ্চিত করেছে।
জোসেফ বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে পায়ের ‘শিনবোনে’ চোট পেয়েছেন, সিডব্লিউআইয়ের বিবৃতিতে যেটাকে বলা হয়েছে ‘শিন স্প্লিন্টস’। এই চোটে পড়লে পায়ের নিচের অংশের হাড়ে ব্যথা অনুভূত হয়। ক্যারিবীয় এই পেসারকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ফোর্ড সবশেষ খেলেন ইংল্যান্ডের বিপক্ষে নভেম্বরে টি-টোয়েন্টি সিরিজে। সেই সিরিজে ঊরুতে পেয়েছিলেন চোট। এখনো তাঁর সেই চোট সেরে ওঠেনি।সিডব্লিউআই জানিয়েছে, ফোর্ডকে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এখন।
মিন্ডলে আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন। ২০২২ সালের ডিসেম্বরে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছেন তিনি। অন্যদিকে ব্লেডস আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডে। সেন্ট কিটসেই হবে ওয়ানডে সিরিজ।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল
শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রস্টন চেজ, মারকুইনো মিন্ডলে , জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, জেডিয়া ব্লেডস, এভিন লুইস, গুড়াকেশ মোতি, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড
আরও পড়ুন:

মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার বিষয়টি এখন শুধুই আর দুই ক্রিকেট বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। বল গড়িয়েছে রাষ্ট্রের কোর্টে। বাংলাদেশ সরকারের অন্তত তিনজন উপদেষ্টা এ বিষয়ে গত দুই দিনে এ নিয়ে কথা বলেছেন। ক্রীড়া উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল আইসিসিকে পরিষ্কার জানিয়ে দিয়ে
৫ ঘণ্টা আগে
ঘটনার সূত্রপাত ম্যাচের ২১ মিনিটে। মনিকা চাকমাকে পেছন থেকে ফেলে দেন সাবিত্রি ত্রিপুরা। রেফারি অবশ্য ফাউলের বাঁশি বাজাননি। তবে ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা।
৮ ঘণ্টা আগে
শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল ঢাকা ক্যাপিটালসের। জয়ের জন্য মোস্তাফিজুর রহমান ছাড়া আর কেইবা বড় ভরসা হতে পারত রংপুর রাইডার্সের। বাঁহাতি এই পেসারের আইপিএলে বাদ পড়া নিয়ে বর্তমানে উত্তাল দেশের ক্রিকেট। মাঠের বাইরের ঘটনা অবশ্য মাঠের ভেতর প্রভাব পড়তে দেননি। একইসঙ্গে নিরাশ করেননি রংপুরকে।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ ক্রিকেটের সমর্থকেরা। সেই আলোচনা গড়িয়েছে সরকারের টেবিলেও। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে