Ajker Patrika

আগুনে বোলিংয়ে রোনালদো হলেন সিরাজ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ২৪
আগুনে বোলিংয়ে রোনালদো হলেন সিরাজ

১২ রানে ৫ উইকেট, পরে আরেক রান যোগ করতেই নেই উইকেট। আজ ভারতের এমন আগুনে বোলিংয়ের সামনে এশিয়া কাপের ফাইনালে এমন ত্রাহি অবস্থা শ্রীলঙ্কার। লঙ্কানদের ৫ উইকেট একাই নিয়েছেন মোহাম্মদ সিরাজ। বাকিটি জসপ্রীত বুমরাহর। 

ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট পেলেন সিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে মেইডেন, নিজের দ্বিতীয় ওভার করতে এসেই শ্রীলঙ্কার সর্বনাশ করেন তিনি। হ্যাটট্রিকের সুযোগ হারালেও নেন ৪ উইকেট। প্রথম ভারতীয় হিসেবে এক ওভারে চার উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সিরাজ। 

ইনিংসের ষষ্ঠ ওভার করতে এসে চতুর্থ বলে নিজের পঞ্চম উইকেট হিসেবে শ্রীলঙ্কার অধিনায়কর দাসুন শানাকাকে বোল্ড করেন সিরাজ। ১৫ বলের মধ্যে নেন ৫ উইকেট। এরপর তাঁর উদ্‌যাপনটাও ছিল দেখার মতো। গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রেডমার্ক ‘সিইউউ’ উদ্‌যাপন করেন সিরাজ। উইকেট নেওয়ার পর ভারতীয় পেসারকে এর আগেও অনেক ম্যাচে পর্তুগিজ উইঙ্গারের মতো উদ্‌যাপন করতে দেখা গেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার রান ১১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩ রান। ১৭ রান করা কুশল মেন্ডিসের সঙ্গে অপরাজিত রয়েছেন ৮ রান করা দুনিথ ভেল্লালাগে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত