Ajker Patrika

চন্দরপলের ছেলেকে নিয়ে বাংলাদেশ সফরের দল দিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল 

আপডেট : ০৬ মে ২০২৩, ১২: ০৯
চন্দরপলের ছেলেকে নিয়ে বাংলাদেশ সফরের দল দিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল 

কদিন পরই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। বাংলাদেশ সফর সামনে রেখে ১৫ জনের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। ১৫ জনের এই দলে আছেন তেজনারায়ণ চন্দরপল। 

টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছেন তেজনারায়ণ। ১ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ৪৫.৩ গড়ে ৪৫৩ রান করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২০৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। টেস্টের দ্বিতীয় পিতা-পুত্র জুটি হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন শিবনারায়ণ চন্দরপল ও তেজনারায়ণ। 

বাংলাদেশ সফরের দলে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অধিনায়ক জশুয়া ডা সিলভা। ওয়েস্ট ইন্ডিজের এই দলে আছেন জাতীয় দলের বেশ কজন ক্রিকেটার। রেমন রেইফার, অ্যান্ডারসন ফিলিপ, গুড়াকেশ মোতি, ব্র্যান্ডন কিং, কেভিন সিনক্লেয়ারের মতো ক্রিকেটাররা আছেন এই দলে। রেইফার, ফিলিপ ও মোতি—উইন্ডিজের তিন ক্রিকেটারই গত বছরের জুনে বাংলাদেশের বিপক্ষে খেলেছিলেন। সেবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি চার দিনের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ১৬ মে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। এর পরের দুই ম্যাচ শুরু হবে ২৩ ও ৩০ মে। সব ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। 

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: জশুয়া ডি সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক কারিয়া, কিসি কারটি, তেজনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্র্যান্ডন কিং, জেইর ম্যাকঅ্যালিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, গুড়াকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত