Ajker Patrika

আড়াই দিনেই গোলাপি বলের টেস্ট জিতল ভারত 

আপডেট : ১৪ মার্চ ২০২২, ২০: ৫৫
আড়াই দিনেই গোলাপি বলের টেস্ট জিতল ভারত 

টেস্টটা যে শ্রীলঙ্কা যে হারছে, দ্বিতীয় দিন শেষেই বোঝা গিয়েছিল। তিন দিন বাকি থাকতে ৯ উইকেট হাতে নিয়ে ৪১৮ রান দরকার ছিল লঙ্কানদের। টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে কাজটা বেশ কঠিনই, বেঙ্গালুরুতে প্রথম দুই দিনের উইকেট দেখলে দুরূহই। আজ তৃতীয় দিনে অপেক্ষা ছিল কতক্ষণ টিকতে পারে লঙ্কানরা? 

এক উইকেটে ২৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। যা একটু লড়াইয়ের বার্তা দেন, দিমুথ করুণারত্নে। তাতেও পুরো তিন দিন শেষ করার আগে ২০৮ রানে অলআউট হয়েছে সফরকারীরা। করুণারত্নের ১০৭ রানের দুর্দান্ত ইনিংসটি বৃথা গেছে। ভারত টেস্ট জিতেছে ২৩৮ রানে। দুই ম্যাচের সিরিজে ধবলধোলাই হলো লঙ্কানরা। 

দুই ইনিংসে ৯২ ও ৬৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন শ্রেয়াস আইয়ার। সর্বাধিক ১৮৫ রান করা ঋষভ পন্থের হাতে উঠেছে সিরিজ সেরার পুরস্কার। তৃতীয় দিন ভারতের জয়ের জন্য দরকার ছিল ৯ উইকেট। এ সময় লড়াইয়ের আভাস দেন করুণারত্নে আর কুশল মেন্ডিস। দুজনের জুটি থেকে আসে ৯৭ রান। 

মেন্ডিসের বিদায়ে এ জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। এই জুটির ভাঙার পর ধস নামে লঙ্কানদের ইনিংসে। এক প্রান্ত আগলে রেখেও বেশি কিছু করতে পারেননি করুণারত্নে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত