
কানাডা থেকে শ্রীলঙ্কা-বিশ্বের দুই প্রান্তে এক মাসের ব্যবধানে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন লিটন দাস। চ্যাম্পিয়ন হওয়ার সৌভাঘ্য তো হয়নি, দুই টুর্নামেন্টেই লিটন ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
২০২৩ গ্লোবাল টি-টোয়েন্টি লিগ জুলাইয়ে হয়েছিল কানাডায়। টুর্নামেন্টে সারে জাগুয়ার্সের হয়ে খেলেছেন লিটন। এরপর আগস্টে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেছেন গল টাইটানসের হয়ে। দুই টুর্নামেন্ট মিলে খেলেছেন ১১ ম্যাচ। ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ১০ ম্যাচে। ১৮.৬০ গড় ও ১০২.৭৬ স্ট্রাইকরেটে করেছেন ১৮৬ রান। ১০ ম্যাচে করেছেন একটা ফিফটি।
এলপিএলে একদম শেষের দিকে এসে খেলার সুযোগ পেয়েছিলেন লিটন। কলম্বোর প্রেমাদাসায় গত ১৫ আগস্ট কলম্বো স্ট্রাইকার্সের মুখোমুখি হয় গল টাইটানস। এই ম্যাচে গলকে ৭৫ রানের লক্ষ্য দিয়েছিল কলম্বো। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে লিটনের কাছে সুযোগ ছিল ম্যাচ শেষ করে আসার। তবে তিনি ৪ বলে ১ রান করে আউট হয়েছেন। এরপরে কোয়ালিফায়ার ওয়ানে গলের প্রতিপক্ষ ছিল ডাম্বুলা অরা। এই ম্যাচেও তিন নম্বরে ব্যাটিং করেছেন ও আইট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। ৭ বলে করেছেন ৮ রান, যার মধ্যে ১টি চার মেরেছেন।
দুই ম্যাচ তিন নম্বরে ব্যাটিং করার পর লিটনকে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল গতকাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে বি লাভ ক্যান্ডির বিপক্ষে খেলেছিল গল। দারুণ শুরুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি। ১৯ বলে ৪ চারে করেছেন ২৫ রান। ৩৫ রানে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে থেমে যায় গলের এলপিএল অভিযান।
তার আগে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেলেছেন লিটন। পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। দারুণ শুরু করে ইনিংস বড় করতে না পারা, কখনো বা ম্যাচ শেষ করার সুযোগ পেয়েও করতে পারেননি। ব্রাম্পটন উলভসের বিপক্ষে ৪৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেছেন। জাগুয়ার্সের ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছিলেন লিটন। যা তাঁর একমাত্র ফিফটি। ফাইনালে উঠে শিরোপা জয়ের কাছাকাছি গিয়েও চ্যাম্পিয়ন হওয়া হয়নি জাগুয়ার্সের। শেষ বলে ছক্কা মেরে মন্ট্রিয়ল টাইগার্সকে শিরোপা এনে দিয়েছেন আন্দ্রে রাসেল।

কানাডা থেকে শ্রীলঙ্কা-বিশ্বের দুই প্রান্তে এক মাসের ব্যবধানে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন লিটন দাস। চ্যাম্পিয়ন হওয়ার সৌভাঘ্য তো হয়নি, দুই টুর্নামেন্টেই লিটন ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
২০২৩ গ্লোবাল টি-টোয়েন্টি লিগ জুলাইয়ে হয়েছিল কানাডায়। টুর্নামেন্টে সারে জাগুয়ার্সের হয়ে খেলেছেন লিটন। এরপর আগস্টে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেছেন গল টাইটানসের হয়ে। দুই টুর্নামেন্ট মিলে খেলেছেন ১১ ম্যাচ। ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ১০ ম্যাচে। ১৮.৬০ গড় ও ১০২.৭৬ স্ট্রাইকরেটে করেছেন ১৮৬ রান। ১০ ম্যাচে করেছেন একটা ফিফটি।
এলপিএলে একদম শেষের দিকে এসে খেলার সুযোগ পেয়েছিলেন লিটন। কলম্বোর প্রেমাদাসায় গত ১৫ আগস্ট কলম্বো স্ট্রাইকার্সের মুখোমুখি হয় গল টাইটানস। এই ম্যাচে গলকে ৭৫ রানের লক্ষ্য দিয়েছিল কলম্বো। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে লিটনের কাছে সুযোগ ছিল ম্যাচ শেষ করে আসার। তবে তিনি ৪ বলে ১ রান করে আউট হয়েছেন। এরপরে কোয়ালিফায়ার ওয়ানে গলের প্রতিপক্ষ ছিল ডাম্বুলা অরা। এই ম্যাচেও তিন নম্বরে ব্যাটিং করেছেন ও আইট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। ৭ বলে করেছেন ৮ রান, যার মধ্যে ১টি চার মেরেছেন।
দুই ম্যাচ তিন নম্বরে ব্যাটিং করার পর লিটনকে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল গতকাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে বি লাভ ক্যান্ডির বিপক্ষে খেলেছিল গল। দারুণ শুরুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি। ১৯ বলে ৪ চারে করেছেন ২৫ রান। ৩৫ রানে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে থেমে যায় গলের এলপিএল অভিযান।
তার আগে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেলেছেন লিটন। পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। দারুণ শুরু করে ইনিংস বড় করতে না পারা, কখনো বা ম্যাচ শেষ করার সুযোগ পেয়েও করতে পারেননি। ব্রাম্পটন উলভসের বিপক্ষে ৪৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেছেন। জাগুয়ার্সের ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছিলেন লিটন। যা তাঁর একমাত্র ফিফটি। ফাইনালে উঠে শিরোপা জয়ের কাছাকাছি গিয়েও চ্যাম্পিয়ন হওয়া হয়নি জাগুয়ার্সের। শেষ বলে ছক্কা মেরে মন্ট্রিয়ল টাইগার্সকে শিরোপা এনে দিয়েছেন আন্দ্রে রাসেল।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে