নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হত্যা মামলার আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। এ নিয়ে নানা আলোচনা, জল্পনা-কল্পনা ৷ নিজের কঠিন এই সময়ে বাংলাদেশের তারকা ক্রিকেটার পাশে পাচ্ছেন এনামুল হক বিজয়সহ আরও অনেক সতীর্থদের।
রাওয়ালপিন্ডিতে এই মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলেছেন সাকিব। এরই মধ্যে তাঁর (সাকিব) বিরুদ্ধে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলা দায়ের হয়েছে আদাবর থানায়। অথচ যে সময় (৭ আগস্ট) রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, তখন সাকিব দেশের বাইরে ছিলেন। সাকিবকে নির্দোষ দাবি করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজয় লিখেছেন, ‘সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আপনার সঙ্গে আমরা সবাই আছি। ইনশাআল্লাহ এই আঁধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি, আপনি নির্দোষ। আল্লাহ আপনার ভালো করুক।’
সংসদ সদস্য হিসেবে সাকিবের থাকার সুযোগ হয়েছে মাত্র সাত মাস। আন্তর্জাতিক ক্রিকেটে তেমন একটা নিয়মিত না হলেও বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছিলেন আওয়ামী লীগ সরকার যত দিন ক্ষমতায় ছিল। সাকিবকে অভাগা রাজনীতিবিদ উল্লেখ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুবেল হোসেন লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে অভাগা একজন রাজনীতিবিদ, যাঁর ছয়-সাত মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতোই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সব ক্রিকেটার আপনার পাশে আছে। সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়।’
সাকিবের এমন কঠিন সময়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন সাব্বির রহমান, শরীফুল ইসলামও। ফেসবুকে সাব্বির লিখেছেন, ‘সাকিব আল হাসান, যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা, ভালোবাসা থাকবে সব সময়।’ শরীফুল লিখেছেন, ‘সব সময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান। আছে, থাকবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সাকিবকে নিষিদ্ধ করতে এরই মধ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে গতকাল মিরপুরে সাংবাদিকদের নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এ অবস্থায় (তাঁর) খেলতে বাধা নেই। প্রথম টেস্ট ম্যাচ চার দিন শেষ হয়েছে (কাল)। দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। তার আগে আমরা চিন্তা করব। বোর্ড সদস্যদের সঙ্গে আলাপ করব।’

হত্যা মামলার আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। এ নিয়ে নানা আলোচনা, জল্পনা-কল্পনা ৷ নিজের কঠিন এই সময়ে বাংলাদেশের তারকা ক্রিকেটার পাশে পাচ্ছেন এনামুল হক বিজয়সহ আরও অনেক সতীর্থদের।
রাওয়ালপিন্ডিতে এই মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলেছেন সাকিব। এরই মধ্যে তাঁর (সাকিব) বিরুদ্ধে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলা দায়ের হয়েছে আদাবর থানায়। অথচ যে সময় (৭ আগস্ট) রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, তখন সাকিব দেশের বাইরে ছিলেন। সাকিবকে নির্দোষ দাবি করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজয় লিখেছেন, ‘সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আপনার সঙ্গে আমরা সবাই আছি। ইনশাআল্লাহ এই আঁধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি, আপনি নির্দোষ। আল্লাহ আপনার ভালো করুক।’
সংসদ সদস্য হিসেবে সাকিবের থাকার সুযোগ হয়েছে মাত্র সাত মাস। আন্তর্জাতিক ক্রিকেটে তেমন একটা নিয়মিত না হলেও বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছিলেন আওয়ামী লীগ সরকার যত দিন ক্ষমতায় ছিল। সাকিবকে অভাগা রাজনীতিবিদ উল্লেখ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুবেল হোসেন লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে অভাগা একজন রাজনীতিবিদ, যাঁর ছয়-সাত মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতোই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সব ক্রিকেটার আপনার পাশে আছে। সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়।’
সাকিবের এমন কঠিন সময়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন সাব্বির রহমান, শরীফুল ইসলামও। ফেসবুকে সাব্বির লিখেছেন, ‘সাকিব আল হাসান, যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা, ভালোবাসা থাকবে সব সময়।’ শরীফুল লিখেছেন, ‘সব সময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান। আছে, থাকবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সাকিবকে নিষিদ্ধ করতে এরই মধ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে গতকাল মিরপুরে সাংবাদিকদের নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এ অবস্থায় (তাঁর) খেলতে বাধা নেই। প্রথম টেস্ট ম্যাচ চার দিন শেষ হয়েছে (কাল)। দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। তার আগে আমরা চিন্তা করব। বোর্ড সদস্যদের সঙ্গে আলাপ করব।’

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
২০ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৫ ঘণ্টা আগে