ক্রীড়া ডেস্ক
কেপটাউনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে সিরিজে ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের দেওয়া ৫৮ রানের লক্ষ্য ৭.১ ওভারেই তাড়া করেছে স্বাগতিকেরা। শান মাসুদ-বাবর আজম দারুণ শুরু এনে দিলেও পরের ব্যাটাররা থিতু হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। ফলোঅনের পর অবশ্য ইনিংস ব্যবধানের হারের লজ্জা এড়িয়েছে তারা। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ২ উইকেটে জিতেছিল প্রোটিয়ারা। এবার ২-০ ব্যবধানে জিতল সিরিজ।
ফলোঅন পড়ার পর ইনিংস ব্যবধানে হারের শঙ্কা উঁকি দিচ্ছিল পাকিস্তানের সামনে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানের জবাবে ১৯৪ রানে গুটিয়ে যায় তারা। ৪২১ রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান যেন প্রোটিয়াদের মনে করিয়ে দিচ্ছিল—তারা যে কতটা আনপ্রেডিক্টেবল। ওপেনিং জুটিতেই বাবর ও মাসুদ যোগ করেন ২০৫ রান। ১ উইকেটে ২১৩ রান থেকে আজ চতুর্থ দিন আবারও ব্যাটিংয়ে নামে পাকিস্তান।
আগের দিন সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন মাসুদ। আজ তিনি ফিরেছেন ১৪৫ রানে। ২৫১ বলের ইনিংসে ছিল ১৭টি চার। তারপর খুররম শেহজাদ ১৮, কামরান গুলাম ২৮, সৌদ শাকিল ২৩, মোহাম্মদ রিজওয়ান ৪১, সালমান আলী আগা ৪৮, আমের জামাল ৩৪ ও মির হামজার ব্যাট থেকে আসে ১৬ রান। একমাত্র শেষ ব্যাটার মোহাম্মদ আব্বাস রানের খাতা না খুলেই অপরাজিত থাকেন। সাইম আইয়ুব চোটে পড়ায় পাকিস্তান অবশ্য একজন ব্যাটার কম নিয়েই খেলেছে এই টেস্টে। তারপরও দ্বিতীয় ইনিংসে ৪৭৮ রান তুলেছে পাকিস্তান। পুঁজি পায় ৫৭ রানের। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও কেশভ মহারাজ নিয়েছেন ৩টি করে উইকেট।
৫৮ রানের লক্ষ্য তাড়ায় নামে রীতিমতো তাণ্ডব চালান দুই প্রোটিয়া ওপেনার ডেভিড বেডিংহাম ও এইডেন মার্করাম। বেডিংহাম ৩০ বলে ৪৪ ও ১৩ রানে অপরাজিত থাকেন মার্করাম। জিততে লেগেছে তাদের ৭.১ ওভার। অর্থাৎ ওভারপ্রতি রান তুলছে ৮.০৯ হারে।
কেপটাউনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে সিরিজে ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের দেওয়া ৫৮ রানের লক্ষ্য ৭.১ ওভারেই তাড়া করেছে স্বাগতিকেরা। শান মাসুদ-বাবর আজম দারুণ শুরু এনে দিলেও পরের ব্যাটাররা থিতু হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। ফলোঅনের পর অবশ্য ইনিংস ব্যবধানের হারের লজ্জা এড়িয়েছে তারা। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ২ উইকেটে জিতেছিল প্রোটিয়ারা। এবার ২-০ ব্যবধানে জিতল সিরিজ।
ফলোঅন পড়ার পর ইনিংস ব্যবধানে হারের শঙ্কা উঁকি দিচ্ছিল পাকিস্তানের সামনে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানের জবাবে ১৯৪ রানে গুটিয়ে যায় তারা। ৪২১ রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান যেন প্রোটিয়াদের মনে করিয়ে দিচ্ছিল—তারা যে কতটা আনপ্রেডিক্টেবল। ওপেনিং জুটিতেই বাবর ও মাসুদ যোগ করেন ২০৫ রান। ১ উইকেটে ২১৩ রান থেকে আজ চতুর্থ দিন আবারও ব্যাটিংয়ে নামে পাকিস্তান।
আগের দিন সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন মাসুদ। আজ তিনি ফিরেছেন ১৪৫ রানে। ২৫১ বলের ইনিংসে ছিল ১৭টি চার। তারপর খুররম শেহজাদ ১৮, কামরান গুলাম ২৮, সৌদ শাকিল ২৩, মোহাম্মদ রিজওয়ান ৪১, সালমান আলী আগা ৪৮, আমের জামাল ৩৪ ও মির হামজার ব্যাট থেকে আসে ১৬ রান। একমাত্র শেষ ব্যাটার মোহাম্মদ আব্বাস রানের খাতা না খুলেই অপরাজিত থাকেন। সাইম আইয়ুব চোটে পড়ায় পাকিস্তান অবশ্য একজন ব্যাটার কম নিয়েই খেলেছে এই টেস্টে। তারপরও দ্বিতীয় ইনিংসে ৪৭৮ রান তুলেছে পাকিস্তান। পুঁজি পায় ৫৭ রানের। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও কেশভ মহারাজ নিয়েছেন ৩টি করে উইকেট।
৫৮ রানের লক্ষ্য তাড়ায় নামে রীতিমতো তাণ্ডব চালান দুই প্রোটিয়া ওপেনার ডেভিড বেডিংহাম ও এইডেন মার্করাম। বেডিংহাম ৩০ বলে ৪৪ ও ১৩ রানে অপরাজিত থাকেন মার্করাম। জিততে লেগেছে তাদের ৭.১ ওভার। অর্থাৎ ওভারপ্রতি রান তুলছে ৮.০৯ হারে।
মাঠের পারফরম্যান্স যেমনই হোক, বাংলাদেশ ক্রিকেট দল বা বাংলাদেশি কোনো ক্রিকেটারকে নিয়ে পোস্ট দিলেই দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প্রচারণাতেও সেটির ব্যত্যয় ঘটেনি। চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে দলগুলোকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছে আইসিসি।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির আগে আজ পাকিস্তান শাহিনসের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুবাই সময় বেলা ১টায়, আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে। গতকাল দুবাইয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দ্বিতীয় দিনের মতো প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল।
১ ঘণ্টা আগে২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। দেশটিতে স্বাভাবিকভাবেই উৎসবের আমেজ। লাহোরের ঐতিহাসিক দিওয়ান-ই-আম দুর্গে গতকাল হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির জমকালো অনুষ্ঠান। তবে পাকিস্তানের কোনো স্টেডিয়ামেই ওড়েনি ভারতের পতাকা।
২ ঘণ্টা আগেনারী ক্রিকেটের একমাত্র ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে আগামী বুধবার। রাজনৈতিক পটপরিবর্তনে গতবারের তৃতীয় স্থান রূপালী ক্রীড়া পরিষদ এবারের আসরে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৯ দল নিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। এবার লিগে অংশগ্রহণ ফিও বাড়ছে দলগুলোর।
২ ঘণ্টা আগে