ক্রীড়া ডেস্ক

কেপটাউনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে সিরিজে ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের দেওয়া ৫৮ রানের লক্ষ্য ৭.১ ওভারেই তাড়া করেছে স্বাগতিকেরা। শান মাসুদ-বাবর আজম দারুণ শুরু এনে দিলেও পরের ব্যাটাররা থিতু হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। ফলোঅনের পর অবশ্য ইনিংস ব্যবধানের হারের লজ্জা এড়িয়েছে তারা। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ২ উইকেটে জিতেছিল প্রোটিয়ারা। এবার ২-০ ব্যবধানে জিতল সিরিজ।
ফলোঅন পড়ার পর ইনিংস ব্যবধানে হারের শঙ্কা উঁকি দিচ্ছিল পাকিস্তানের সামনে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানের জবাবে ১৯৪ রানে গুটিয়ে যায় তারা। ৪২১ রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান যেন প্রোটিয়াদের মনে করিয়ে দিচ্ছিল—তারা যে কতটা আনপ্রেডিক্টেবল। ওপেনিং জুটিতেই বাবর ও মাসুদ যোগ করেন ২০৫ রান। ১ উইকেটে ২১৩ রান থেকে আজ চতুর্থ দিন আবারও ব্যাটিংয়ে নামে পাকিস্তান।
আগের দিন সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন মাসুদ। আজ তিনি ফিরেছেন ১৪৫ রানে। ২৫১ বলের ইনিংসে ছিল ১৭টি চার। তারপর খুররম শেহজাদ ১৮, কামরান গুলাম ২৮, সৌদ শাকিল ২৩, মোহাম্মদ রিজওয়ান ৪১, সালমান আলী আগা ৪৮, আমের জামাল ৩৪ ও মির হামজার ব্যাট থেকে আসে ১৬ রান। একমাত্র শেষ ব্যাটার মোহাম্মদ আব্বাস রানের খাতা না খুলেই অপরাজিত থাকেন। সাইম আইয়ুব চোটে পড়ায় পাকিস্তান অবশ্য একজন ব্যাটার কম নিয়েই খেলেছে এই টেস্টে। তারপরও দ্বিতীয় ইনিংসে ৪৭৮ রান তুলেছে পাকিস্তান। পুঁজি পায় ৫৭ রানের। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও কেশভ মহারাজ নিয়েছেন ৩টি করে উইকেট।
৫৮ রানের লক্ষ্য তাড়ায় নামে রীতিমতো তাণ্ডব চালান দুই প্রোটিয়া ওপেনার ডেভিড বেডিংহাম ও এইডেন মার্করাম। বেডিংহাম ৩০ বলে ৪৪ ও ১৩ রানে অপরাজিত থাকেন মার্করাম। জিততে লেগেছে তাদের ৭.১ ওভার। অর্থাৎ ওভারপ্রতি রান তুলছে ৮.০৯ হারে।

কেপটাউনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে সিরিজে ধবলধোলাই করেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের দেওয়া ৫৮ রানের লক্ষ্য ৭.১ ওভারেই তাড়া করেছে স্বাগতিকেরা। শান মাসুদ-বাবর আজম দারুণ শুরু এনে দিলেও পরের ব্যাটাররা থিতু হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। ফলোঅনের পর অবশ্য ইনিংস ব্যবধানের হারের লজ্জা এড়িয়েছে তারা। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ২ উইকেটে জিতেছিল প্রোটিয়ারা। এবার ২-০ ব্যবধানে জিতল সিরিজ।
ফলোঅন পড়ার পর ইনিংস ব্যবধানে হারের শঙ্কা উঁকি দিচ্ছিল পাকিস্তানের সামনে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানের জবাবে ১৯৪ রানে গুটিয়ে যায় তারা। ৪২১ রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান যেন প্রোটিয়াদের মনে করিয়ে দিচ্ছিল—তারা যে কতটা আনপ্রেডিক্টেবল। ওপেনিং জুটিতেই বাবর ও মাসুদ যোগ করেন ২০৫ রান। ১ উইকেটে ২১৩ রান থেকে আজ চতুর্থ দিন আবারও ব্যাটিংয়ে নামে পাকিস্তান।
আগের দিন সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন মাসুদ। আজ তিনি ফিরেছেন ১৪৫ রানে। ২৫১ বলের ইনিংসে ছিল ১৭টি চার। তারপর খুররম শেহজাদ ১৮, কামরান গুলাম ২৮, সৌদ শাকিল ২৩, মোহাম্মদ রিজওয়ান ৪১, সালমান আলী আগা ৪৮, আমের জামাল ৩৪ ও মির হামজার ব্যাট থেকে আসে ১৬ রান। একমাত্র শেষ ব্যাটার মোহাম্মদ আব্বাস রানের খাতা না খুলেই অপরাজিত থাকেন। সাইম আইয়ুব চোটে পড়ায় পাকিস্তান অবশ্য একজন ব্যাটার কম নিয়েই খেলেছে এই টেস্টে। তারপরও দ্বিতীয় ইনিংসে ৪৭৮ রান তুলেছে পাকিস্তান। পুঁজি পায় ৫৭ রানের। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও কেশভ মহারাজ নিয়েছেন ৩টি করে উইকেট।
৫৮ রানের লক্ষ্য তাড়ায় নামে রীতিমতো তাণ্ডব চালান দুই প্রোটিয়া ওপেনার ডেভিড বেডিংহাম ও এইডেন মার্করাম। বেডিংহাম ৩০ বলে ৪৪ ও ১৩ রানে অপরাজিত থাকেন মার্করাম। জিততে লেগেছে তাদের ৭.১ ওভার। অর্থাৎ ওভারপ্রতি রান তুলছে ৮.০৯ হারে।

তিন দিন পেরিয়ে গেলেও মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যু নিয়ে কথাবার্তা চলছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর তোপ দেগেছেন দেশি-বিদেশি ক্রিকেটাররা। এবার সামনে এল চমকপ্রদ এক তথ্য।
৯ মিনিট আগে
হেলমেটটা খুলে স্টিভ স্মিথ ব্যাটটা উঁচিয়ে ধরলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশে। সেঞ্চুরির পর এমন উদযাপনটা স্টিভ স্মিথের কাছে নতুন কিছু নয়। তবে আজ সিডনি টেস্টের তৃতীয় দিনে তাঁর তিন অঙ্ক ছোঁয়ার উপলক্ষটা একটু আলাদা।
৪২ মিনিট আগে
মাঠের লড়াইয়ে এবারের অ্যাশেজ তেমন একটা জমছে না। মেলবোর্নে গত বছরের ডিসেম্বরে দুই দিনে শেষ হওয়া বক্সিং ডে টেস্টে যা একটু লড়াই দেখা গিয়েছিল। তবে স্লেজিং, মদ্যপান, দ্রুত টেস্ট শেষ হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্ষতিসহ বিভিন্ন কারণে অ্যাশেজ খবরের শিরোনাম হয়েছে।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টুর্নামেন্ট শুরু হওয়ার বেশ আগেই বিসিবির স্বাধীন দুর্নীতি দমন বিভাগের চেয়ারম্যান অ্যালেক্স মার্শালের হাতে তুলে দেওয়া হয়েছে ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন।
২ ঘণ্টা আগে