ক্রীড়া ডেস্ক

নাহিদ রানার বলে শামার জোসেফ বোল্ড হতেই উদ্যাপন শুরু বাংলাদেশের। জ্যামাইকার স্যাবাইনা পার্কে মেহেদী হাসান মিরাজ ও তাঁর সতীর্থদের গর্জন শুধুই ১০১ রানের জয়ের নয়। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় ড্র করার পাশাপাশি বাংলাদেশ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেস্ট জয়ের স্বাদ পেল।
জ্যামাইকার পড়ন্ত বিকেলে মিরাজরা যখন উদ্যাপন করছেন, তখন সুদূর বাংলাদেশে তখন মধ্যরাত। সিরিজের দ্বিতীয় টেস্ট জয়ের পর বাংলাদেশ সুখবর পেল আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। এক ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলে ৮ নম্বরে উঠে এসেছে এশিয়ার দলটি। বাংলাদেশের সাফল্যের হার এখন ৩১.২৫ শতাংশ। এবারের চক্রে ১২ টেস্ট খেলে জিতেছে ৪ ম্যাচ ও ৮ ম্যাচ হেরেছে। ৪৫ পয়েন্ট নিয়ে এই চক্র শেষ করেছে বাংলাদেশ। ১০১ রানে হেরে যাওয়ায় বেকায়দায় পড়ল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা এক ধাপ পিছিয়ে এখন ৯ নম্বরে অবস্থান করছে। তলানিতে থাকা উইন্ডিজের সাফল্যের হার ২৪.২৪ শতাংশ।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট চলার সময়ই আইসিসি থেকে দুঃসংবাদ পেল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ড, নিউজিল্যান্ড দুই দলই তিন পয়েন্ট করে হারিয়েছে। কারণ, দুটি দলই নির্ধারিত সময়ের চেয়ে তিন ওভার করে কম করেছে।
পয়েন্ট কাটা যাওয়ায় ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এখন কিউইরা অবস্থান করছে পাঁচ নম্বরে। কিউইদের সাফল্যের হার ৪৭.৯২ শতাংশ। ইংল্যান্ড অবস্থান করছে ৬ নম্বরে। তাদের সাফল্যের হার ৪২.৫০ শতাংশ।
বাংলাদেশ অবশ্য ৮ নম্বরে থেকে যে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ করতে পারবে, সেই নিশ্চয়তা নেই। ওয়েস্ট ইন্ডিজের এখনো দুই টেস্ট বাকি। সেই ম্যাচ দুটি উইন্ডিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের বাকি চার ম্যাচ। তারা ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি করে টেস্ট খেলবে। ৭ নম্বরে থাকা পাকিস্তানের সাফল্যের হার ৩৩.৩৩ শতাংশ।
৬১.১১ শতাংশ সাফল্যের হার নিয়ে আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ভারত। দুই ও তিনে থাকা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাফল্যের হার ৫৯.২৬ ও ৫৭.৬৯ শতাংশ। বর্তমানে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। শুক্রবার অ্যাডিলেডে শুরু হচ্ছে দুই দলের সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচটি দিবারাত্রির। একই দিনে ওয়েলিংটনে শুরু হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট।

নাহিদ রানার বলে শামার জোসেফ বোল্ড হতেই উদ্যাপন শুরু বাংলাদেশের। জ্যামাইকার স্যাবাইনা পার্কে মেহেদী হাসান মিরাজ ও তাঁর সতীর্থদের গর্জন শুধুই ১০১ রানের জয়ের নয়। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় ড্র করার পাশাপাশি বাংলাদেশ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাঠে টেস্ট জয়ের স্বাদ পেল।
জ্যামাইকার পড়ন্ত বিকেলে মিরাজরা যখন উদ্যাপন করছেন, তখন সুদূর বাংলাদেশে তখন মধ্যরাত। সিরিজের দ্বিতীয় টেস্ট জয়ের পর বাংলাদেশ সুখবর পেল আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। এক ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলে ৮ নম্বরে উঠে এসেছে এশিয়ার দলটি। বাংলাদেশের সাফল্যের হার এখন ৩১.২৫ শতাংশ। এবারের চক্রে ১২ টেস্ট খেলে জিতেছে ৪ ম্যাচ ও ৮ ম্যাচ হেরেছে। ৪৫ পয়েন্ট নিয়ে এই চক্র শেষ করেছে বাংলাদেশ। ১০১ রানে হেরে যাওয়ায় বেকায়দায় পড়ল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা এক ধাপ পিছিয়ে এখন ৯ নম্বরে অবস্থান করছে। তলানিতে থাকা উইন্ডিজের সাফল্যের হার ২৪.২৪ শতাংশ।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট চলার সময়ই আইসিসি থেকে দুঃসংবাদ পেল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ড, নিউজিল্যান্ড দুই দলই তিন পয়েন্ট করে হারিয়েছে। কারণ, দুটি দলই নির্ধারিত সময়ের চেয়ে তিন ওভার করে কম করেছে।
পয়েন্ট কাটা যাওয়ায় ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এখন কিউইরা অবস্থান করছে পাঁচ নম্বরে। কিউইদের সাফল্যের হার ৪৭.৯২ শতাংশ। ইংল্যান্ড অবস্থান করছে ৬ নম্বরে। তাদের সাফল্যের হার ৪২.৫০ শতাংশ।
বাংলাদেশ অবশ্য ৮ নম্বরে থেকে যে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ করতে পারবে, সেই নিশ্চয়তা নেই। ওয়েস্ট ইন্ডিজের এখনো দুই টেস্ট বাকি। সেই ম্যাচ দুটি উইন্ডিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের বাকি চার ম্যাচ। তারা ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি করে টেস্ট খেলবে। ৭ নম্বরে থাকা পাকিস্তানের সাফল্যের হার ৩৩.৩৩ শতাংশ।
৬১.১১ শতাংশ সাফল্যের হার নিয়ে আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ভারত। দুই ও তিনে থাকা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাফল্যের হার ৫৯.২৬ ও ৫৭.৬৯ শতাংশ। বর্তমানে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। শুক্রবার অ্যাডিলেডে শুরু হচ্ছে দুই দলের সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচটি দিবারাত্রির। একই দিনে ওয়েলিংটনে শুরু হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট।

জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
৩৮ মিনিট আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৪ ঘণ্টা আগে