Ajker Patrika

হ্যান্ডকে নিয়ে বাংলাদেশে আসছে আয়ার‍ল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হ্যান্ডকে নিয়ে বাংলাদেশে আসছে আয়ার‍ল্যান্ড

ইংল্যান্ড সিরিজ এখনো শেষ হয়নি এর মধ্যেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী পরশু বাংলাদেশে এসে পৌঁছাবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, আগামীকাল বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে আইরিশরা। সফরে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

এর আগে ১৫ মার্চ আয়ারল্যান্ড একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস আজকের পত্রিকাকে বলেছেন, ‘১২ মার্চ বাংলাদেশে এসে পৌঁছাবে আয়ারল্যান্ড। ঢাকা থেকে তারা যাবে সিলেটে। সেখানেই হবে প্রস্তুতি ম্যাচ। যেটি বিসিবি একাদশের বিপক্ষে খেলবে।’ 
 
বাংলাদেশ সফরে আসার আগে তিন সংস্করণের ঘোষিত দলেই পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড। পিএসএল ও আইপিএলের কারণে আসছেন না ওয়ানডে দলে থাকা অলরাউন্ডার জস লিটল। পড়াশোনার কারণে এ সফর থেকে ছুটি নিয়েছেন টি-টোয়েন্টি দলে থাকা কনর ওলফার্ট। তাঁদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ফিওন হ্যান্ড। হ্যান্ডকে রাখা হয়েছে টেস্ট দলেও। দেশের হয়ে ৮টি টি-টোয়েন্টি খেলছেন এই বোলিং অলরাউন্ডার। 

 ১৮ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ, তিনটি ওয়ানডে ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ২৭ মার্চ থেকে চট্টগ্রামের হবে টি-টোয়েন্টি সিরিজ। মিরপুরে ৪ এপ্রিল শুরু হবে একমাত্র টেস্ট। দীর্ঘ সংস্করণে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে আয়ারল্যান্ড। এর আগে ২০১৯ সালে অভিষেক টেস্ট খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত