
হাম্বানতোতায় আজ শ্রীলঙ্কা-আফগানিস্তান প্রথম ওয়ানডেতে হয়েছে ‘জোড়া নার্ভাস নাইন্টি’। দুই দলেরই একজন করে ব্যাটার সেঞ্চুরির আক্ষেপে পুড়েছেন। জোড়া আক্ষেপের এই ম্যাচে শেষ হাসি হেসেছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানরা।
২৬৯ এর লক্ষ্যে দলীয় ২৫ রানেই আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে রহমানুল্লাহ গুরবাজকে বোল্ড করেন লাহিরু কুমারা। ২৩ বলে ১৪ রান করেন গুরবাজ। গুরবাজের পর উইকেটে আসেন রহমত শাহ। দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার ইব্রাহিম জাদরান-রহমত মিলে প্রতিরোধ গড়েন। ১৪৯ বলে ১৪৬ রানের জুটি গড়েন দুই আফগান ব্যাটার। ইব্রাহিমকে ফিরিয়ে এই বিশাল জুটি ভাঙেন কাসুন রাজিথা। ২ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাতছাড়া করেছেন আফগান এই ওপেনার।
ইব্রাহিমের পর উইকেটে আসেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি। তৃতীয় উইকেটে শাহীদি-রহমত গড়েন ৪২ বলে ৪০ রানের জুটি। আর চতুর্থ উইকেটে মোহাম্মদ নবীর সঙ্গে ৪৯ বলে ৪২ রানের জুটি গড়েন শাহীদি। ৪৭ বলে ৩৮ রান করে শাহীদি অধিনায়ক ফিরলেও জয় থেকে আফগানরা তখন ১৬ রান দূরে। ৪৬.৫ ওভারে ৪ উইকেটে ২৬৯ রান করে ফেলে আফগানরা। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন রাজিথা।
ম্যাচসেরা হয়েছেন ইব্রাহিম জাদরান। ৯৮ বলে ৯৮ রান করেছেন তিনি। ১১ চার ও দুই ছক্কা মেরেছেন আফগানিস্তানের এই ব্যাটার।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে লঙ্কানরা করে ২৬৮ রান। স্বাগতিকদের ইনিংস সর্বোচ্চ ৯১ রান করেন চারিথ আসালাঙ্কা। ৯ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করতে পারেননি লঙ্কান এই ব্যাটার। আফগানিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি ও ফরিদ আহমদ। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নুর আহমাদ ও আজমতউল্লাহ ওমরজাই।

হাম্বানতোতায় আজ শ্রীলঙ্কা-আফগানিস্তান প্রথম ওয়ানডেতে হয়েছে ‘জোড়া নার্ভাস নাইন্টি’। দুই দলেরই একজন করে ব্যাটার সেঞ্চুরির আক্ষেপে পুড়েছেন। জোড়া আক্ষেপের এই ম্যাচে শেষ হাসি হেসেছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল আফগানরা।
২৬৯ এর লক্ষ্যে দলীয় ২৫ রানেই আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে রহমানুল্লাহ গুরবাজকে বোল্ড করেন লাহিরু কুমারা। ২৩ বলে ১৪ রান করেন গুরবাজ। গুরবাজের পর উইকেটে আসেন রহমত শাহ। দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার ইব্রাহিম জাদরান-রহমত মিলে প্রতিরোধ গড়েন। ১৪৯ বলে ১৪৬ রানের জুটি গড়েন দুই আফগান ব্যাটার। ইব্রাহিমকে ফিরিয়ে এই বিশাল জুটি ভাঙেন কাসুন রাজিথা। ২ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাতছাড়া করেছেন আফগান এই ওপেনার।
ইব্রাহিমের পর উইকেটে আসেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি। তৃতীয় উইকেটে শাহীদি-রহমত গড়েন ৪২ বলে ৪০ রানের জুটি। আর চতুর্থ উইকেটে মোহাম্মদ নবীর সঙ্গে ৪৯ বলে ৪২ রানের জুটি গড়েন শাহীদি। ৪৭ বলে ৩৮ রান করে শাহীদি অধিনায়ক ফিরলেও জয় থেকে আফগানরা তখন ১৬ রান দূরে। ৪৬.৫ ওভারে ৪ উইকেটে ২৬৯ রান করে ফেলে আফগানরা। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন রাজিথা।
ম্যাচসেরা হয়েছেন ইব্রাহিম জাদরান। ৯৮ বলে ৯৮ রান করেছেন তিনি। ১১ চার ও দুই ছক্কা মেরেছেন আফগানিস্তানের এই ব্যাটার।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে লঙ্কানরা করে ২৬৮ রান। স্বাগতিকদের ইনিংস সর্বোচ্চ ৯১ রান করেন চারিথ আসালাঙ্কা। ৯ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করতে পারেননি লঙ্কান এই ব্যাটার। আফগানিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন ফজলহক ফারুকি ও ফরিদ আহমদ। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নুর আহমাদ ও আজমতউল্লাহ ওমরজাই।

মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ পড়ার ঘটনায় সমালোচনার ঝড় যেন থামছেই না। বিষয়টি নিয়ে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে দেশের ক্রিকেটেই। যেখানে জড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন তামিম ইকবালের নাম।
১ ঘণ্টা আগে
ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে পড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে উত্তেজনা চলছে ক্রিকেটবিশ্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক মনে করেন, মোস্তাফিজের জায়গায় লিটন দাস কিংবা সৌম্
২ ঘণ্টা আগে
পার্থ স্করচার্সের পর সিডনি থান্ডারের বিপক্ষে উইকেটের দেখা পাননি রিশাদ হোসেন। টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে বল হাতে নিজের সেরাটাই দিলেন এই লেগস্পিনার। দুর্দান্ত বোলিংয়ে আজ ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। এমন বোলিংয়ের পর হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিসের প্রশংসা ক
২ ঘণ্টা আগে
১২৯ রানের লক্ষ্য বর্তমান টি-টোয়েন্টির বিচারে আহামরি কিছু নয়। তবে কখনো কখনো বোলাররা এতটাই দাপট দেখান যে ব্যাটারদের রান করতে রীতিমতো নাভিশ্বাস উঠে যায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচটা হয়েছে এমনই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে চট্টগ্রাম।
৩ ঘণ্টা আগে