ক্রীড়া ডেস্ক

গলে আজ শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টটা হয়ে উঠেছে ম্যাথুসময়। কারণ, এই টেস্টটাই ক্রিকেটের রাজকীয় সংস্করণে অ্যাঞ্জেলো ম্যাথুসের শেষ টেস্ট। তাঁর শেষ টেস্ট উপলক্ষে ব্যানার দেখা গেছে গলে। তারিন্দু রত্নায়েকে, লাহিরু উদারা—লঙ্কান এই দুই ক্রিকেটারকে অভিষেকের টুপি পরিয়েছেন ম্যাথুস।
বাংলাদেশ-শ্রীলঙ্কা গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে নতুন চক্র শুরু করতে গিয়ে বেকায়দায় পড়েছে বাংলাদেশ। ২৮ ওভারে ৩ উইকেটে ৯০ রানে প্রথম দিনের প্রথম সেশনের খেলা শেষ করে সফরকারীরা এখন লাঞ্চের বিরতিতে। চাপের মুখে প্রতিরোধ গড়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত ও মুশফিক ২৫ ও ২০ রানে ব্যাটিং করছেন।
টস জিতে আজ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে নেমেছেন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। আর দলীয় ৫ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। পঞ্চম ওভারের তৃতীয় বলে লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর অফস্টাম্পের বাইরের বল ডিফেন্স করতে যান বিজয়। এজ হওয়া বল ডান দিকে ঝাঁপিয়ে তালুবন্দী করেছেন লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস। ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বিজয়।
তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক। ওপেনার সাদমানের সঙ্গে ধীরেসুস্থে এগোতে থাকেন মুমিনুল। দলীয় ৩০ রানে বাংলাদেশ হারাতে পারত দ্বিতীয় উইকেট। ১৩তম ওভারের পঞ্চম বলে তারিন্দু রত্নায়েককে খোঁচা মারতে যান মুমিনুল। তবে প্রথম স্লিপে শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা তালুবন্দী করতে পারেননি। যদিও বাংলাদেশের দ্বিতীয় উইকেট পড়তে বেশি সময় লাগেনি। ১৫তম ওভারের শেষ বলে সাদমানকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট পান তারিন্দু। এই ম্যাচ দিয়েই মূলত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তারিন্দুর।
৫৩ বলে ১ চারে ১৪ রান করে আউট হয়েছেন সাদমান। বাঁহাতি এই ওপেনার আউট হওয়ার দুই ওভার না যেতেই আরেক উইকেট হারায় বাংলাদেশ। ১৭তম ওভারের প্রথম বলে মুমিনুলকে ফিরিয়েছেন তারিন্দু। ধনাঞ্জয়া এবার ক্যাচ ধরতে ভুল করেননি। ২১ রানে জীবন পাওয়া মুমিনুল আউট হয়েছেন ২৯ রানে। তারিন্দু যে ২ উইকেট পেয়েছেন, দুটিতেই অবদান রয়েছে ধনাঞ্জয়ার। দুই হাতে বোলিং করা লঙ্কান বোলারের জোড়া আঘাতে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৬.১ ওভারে ৩ উইকেটে ৪৫ রান।
সাদমান-মুমিনুলকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন তারিন্দু। তবে পাঁচ নম্বরে নামা মুশফিক সেটা প্রতিহত করেন। শান্তর সঙ্গে মিলে বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেন মুশফিক। চতুর্থ উইকেটে এরই মধ্যে ৪৫ রানের জুটি গড়ে ফেলেন শান্ত-মুশফিক। এই জুটি খেলেছে ৭১ বল। যেখানে তারিন্দুকে ২৫তম ওভারের তৃতীয় বলে ডাউন দ্য উইকেটে ছক্কা মারেন শান্ত। পরের বলে শান্ত কাভার দিয়ে মারেন চার।

গলে আজ শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টটা হয়ে উঠেছে ম্যাথুসময়। কারণ, এই টেস্টটাই ক্রিকেটের রাজকীয় সংস্করণে অ্যাঞ্জেলো ম্যাথুসের শেষ টেস্ট। তাঁর শেষ টেস্ট উপলক্ষে ব্যানার দেখা গেছে গলে। তারিন্দু রত্নায়েকে, লাহিরু উদারা—লঙ্কান এই দুই ক্রিকেটারকে অভিষেকের টুপি পরিয়েছেন ম্যাথুস।
বাংলাদেশ-শ্রীলঙ্কা গল টেস্ট দিয়ে শুরু হচ্ছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে নতুন চক্র শুরু করতে গিয়ে বেকায়দায় পড়েছে বাংলাদেশ। ২৮ ওভারে ৩ উইকেটে ৯০ রানে প্রথম দিনের প্রথম সেশনের খেলা শেষ করে সফরকারীরা এখন লাঞ্চের বিরতিতে। চাপের মুখে প্রতিরোধ গড়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত ও মুশফিক ২৫ ও ২০ রানে ব্যাটিং করছেন।
টস জিতে আজ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে নেমেছেন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। আর দলীয় ৫ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। পঞ্চম ওভারের তৃতীয় বলে লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর অফস্টাম্পের বাইরের বল ডিফেন্স করতে যান বিজয়। এজ হওয়া বল ডান দিকে ঝাঁপিয়ে তালুবন্দী করেছেন লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস। ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বিজয়।
তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মুমিনুল হক। ওপেনার সাদমানের সঙ্গে ধীরেসুস্থে এগোতে থাকেন মুমিনুল। দলীয় ৩০ রানে বাংলাদেশ হারাতে পারত দ্বিতীয় উইকেট। ১৩তম ওভারের পঞ্চম বলে তারিন্দু রত্নায়েককে খোঁচা মারতে যান মুমিনুল। তবে প্রথম স্লিপে শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা তালুবন্দী করতে পারেননি। যদিও বাংলাদেশের দ্বিতীয় উইকেট পড়তে বেশি সময় লাগেনি। ১৫তম ওভারের শেষ বলে সাদমানকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট পান তারিন্দু। এই ম্যাচ দিয়েই মূলত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তারিন্দুর।
৫৩ বলে ১ চারে ১৪ রান করে আউট হয়েছেন সাদমান। বাঁহাতি এই ওপেনার আউট হওয়ার দুই ওভার না যেতেই আরেক উইকেট হারায় বাংলাদেশ। ১৭তম ওভারের প্রথম বলে মুমিনুলকে ফিরিয়েছেন তারিন্দু। ধনাঞ্জয়া এবার ক্যাচ ধরতে ভুল করেননি। ২১ রানে জীবন পাওয়া মুমিনুল আউট হয়েছেন ২৯ রানে। তারিন্দু যে ২ উইকেট পেয়েছেন, দুটিতেই অবদান রয়েছে ধনাঞ্জয়ার। দুই হাতে বোলিং করা লঙ্কান বোলারের জোড়া আঘাতে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৬.১ ওভারে ৩ উইকেটে ৪৫ রান।
সাদমান-মুমিনুলকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন তারিন্দু। তবে পাঁচ নম্বরে নামা মুশফিক সেটা প্রতিহত করেন। শান্তর সঙ্গে মিলে বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেন মুশফিক। চতুর্থ উইকেটে এরই মধ্যে ৪৫ রানের জুটি গড়ে ফেলেন শান্ত-মুশফিক। এই জুটি খেলেছে ৭১ বল। যেখানে তারিন্দুকে ২৫তম ওভারের তৃতীয় বলে ডাউন দ্য উইকেটে ছক্কা মারেন শান্ত। পরের বলে শান্ত কাভার দিয়ে মারেন চার।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
১ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
২ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৩ ঘণ্টা আগে