ক্রীড়া ডেস্ক

৪ উইকেটে ৪৫৮ রান। উইকেটে থিতু হওয়া অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস। অনায়াসে ৬০০ রানে পৌঁছাবে বাংলাদেশ, এমনই মনে হচ্ছিল! কিন্তু আসা-যাওয়ার প্রতিযোগিতায় সেই ধারণা পাল্টে দেন সফরকারী ব্যাটাররা। গলে বৃষ্টির পর শুরু হয় বাংলাদেশের উইকেট বৃষ্টি। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৮৪ রান তুলেছে তারা। স্কোর পাঁচ শ হবে কি না, সেই শঙ্কাই তৈরি হয়েছে এখন। শেষ ২৬ রানে বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেট। লেজের দুই ব্যাটার হাসান মাহমুদ ও নাহিদ রানা আগামীকাল রানে খাতার খোলার জন্য মাঠে নামবেন।
গলের উইকেট ফ্ল্যাট উইকেটের ধর বদলে যায় আবহাওয়ার প্রভাবে। বৃষ্টির পর আর্দ্র উইকেটের সুযোগ কাজে লাগিয়ে তোপ দাগেন শ্রীলঙ্কার পেস বোলাররা। বলের মুভমেন্ট কাজে লাগিয়ে ৫ উইকেটের মধ্যে ৪টি নিয়েছেন তাঁরা। দ্বিতীয় সেশনের অনেকটা সময় চলে যায় বৃষ্টির পেটে।
ডাবল সেঞ্চুরির আশা জাগিয়ে বৃষ্টির পর খেই হারান মুশফিক। ৩৫০ বলে ১৬৩ রানের অসাধারণ এক ইনিংস খেলে আসিতা ফার্নান্দোর এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। ইনিংসে ছিল ৯টি চার। পঞ্চম উইকেটে মুশফিক-লিটন গড়েন ১৪৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। দলীয় ৪৫৮ রানে মুশফিকের পর ফেরেন লিটনও। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে তারিন্দু রত্নায়েকের শিকার হন তিনি। বল হাত লেগে উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে ধরা পড়েন লিটন। ১২৩ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ৯০ রান করেছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।
৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের সপ্তম ওভারেই অতিথিরা হারায় অধিনায়ক শান্তর উইকেট। ইনিংসের ওভারের প্রথম বলে শান্তকে (১৪৮) ফেরান আসিতা। শান্তর বিদায়ের পর মুশফিক-লিটনের জুটি। এ দুজন আউট হলে মিলান রত্নায়েকের তোপেরমুখে পড়ে বাংলাদেশ। উইকেটে মুভমেন্ট পেয়ে টানা তিন উইকেট তুলে নেন বৃষ্টির আগ পর্যন্ত হতাশায় পোড়া মিলান। জাকের আলী অনিক (৮), নাঈম হাসান (১১) ও তাইজুল ইসলামকে (৬) ফেরান তিনি। তিনটি করে উইকেট নিয়েছেন মিলান, আসিতা ও তারিন্দু।

৪ উইকেটে ৪৫৮ রান। উইকেটে থিতু হওয়া অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস। অনায়াসে ৬০০ রানে পৌঁছাবে বাংলাদেশ, এমনই মনে হচ্ছিল! কিন্তু আসা-যাওয়ার প্রতিযোগিতায় সেই ধারণা পাল্টে দেন সফরকারী ব্যাটাররা। গলে বৃষ্টির পর শুরু হয় বাংলাদেশের উইকেট বৃষ্টি। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৮৪ রান তুলেছে তারা। স্কোর পাঁচ শ হবে কি না, সেই শঙ্কাই তৈরি হয়েছে এখন। শেষ ২৬ রানে বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেট। লেজের দুই ব্যাটার হাসান মাহমুদ ও নাহিদ রানা আগামীকাল রানে খাতার খোলার জন্য মাঠে নামবেন।
গলের উইকেট ফ্ল্যাট উইকেটের ধর বদলে যায় আবহাওয়ার প্রভাবে। বৃষ্টির পর আর্দ্র উইকেটের সুযোগ কাজে লাগিয়ে তোপ দাগেন শ্রীলঙ্কার পেস বোলাররা। বলের মুভমেন্ট কাজে লাগিয়ে ৫ উইকেটের মধ্যে ৪টি নিয়েছেন তাঁরা। দ্বিতীয় সেশনের অনেকটা সময় চলে যায় বৃষ্টির পেটে।
ডাবল সেঞ্চুরির আশা জাগিয়ে বৃষ্টির পর খেই হারান মুশফিক। ৩৫০ বলে ১৬৩ রানের অসাধারণ এক ইনিংস খেলে আসিতা ফার্নান্দোর এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। ইনিংসে ছিল ৯টি চার। পঞ্চম উইকেটে মুশফিক-লিটন গড়েন ১৪৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। দলীয় ৪৫৮ রানে মুশফিকের পর ফেরেন লিটনও। সেঞ্চুরির কাছাকাছি গিয়ে তারিন্দু রত্নায়েকের শিকার হন তিনি। বল হাত লেগে উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে ধরা পড়েন লিটন। ১২৩ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ৯০ রান করেছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।
৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের সপ্তম ওভারেই অতিথিরা হারায় অধিনায়ক শান্তর উইকেট। ইনিংসের ওভারের প্রথম বলে শান্তকে (১৪৮) ফেরান আসিতা। শান্তর বিদায়ের পর মুশফিক-লিটনের জুটি। এ দুজন আউট হলে মিলান রত্নায়েকের তোপেরমুখে পড়ে বাংলাদেশ। উইকেটে মুভমেন্ট পেয়ে টানা তিন উইকেট তুলে নেন বৃষ্টির আগ পর্যন্ত হতাশায় পোড়া মিলান। জাকের আলী অনিক (৮), নাঈম হাসান (১১) ও তাইজুল ইসলামকে (৬) ফেরান তিনি। তিনটি করে উইকেট নিয়েছেন মিলান, আসিতা ও তারিন্দু।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
৯ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১১ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
৪০ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে