Ajker Patrika

জ্যোতির দুর্দান্ত ব্যাটিংয়ে রোমাঞ্চকর জয় পেল বাংলাদেশ 

আপডেট : ০৯ মে ২০২৩, ১৬: ০৩
জ্যোতির দুর্দান্ত ব্যাটিংয়ে রোমাঞ্চকর জয় পেল বাংলাদেশ 

রুদ্ধশ্বাস জয় দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে আজ প্রথম টি-টোয়েন্টিতে নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত ফিফটিতে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। 

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। শামিমা সুলতানা ও রুবিয়া হায়দার আউট হয়েছেন ৫ ও ৯ রান করে। তাতে ৪.৪ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ২৩ রান। দুই ওপেনারের বিদায়ের পর উইকেটে আসেন জ্যোতি। তৃতীয় উইকেট জুটিতে সোবহানা মোস্তারির সঙ্গে ৫১ রানের জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক। ২৪ বলে ১৭ রান করা সোবহানাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ওশাদি রনসিঙ্গে। 

এরপর চতুর্থ উইকেটে আরও একটি বড় জুটি গড়তে অবদান রাখেন জ্যোতি। রিতু মনির সঙ্গে ৭১ রানের জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক। শেষ ওভারের চতুর্থ বলে রানআউটের ফাঁদে কাটা পড়েন রিতু। ঠিক তার পরের বলে এক রান নিয়ে বাংলাদেশকে রোমাঞ্চকর জয় এনে দেন জ্যোতি। ৫১ বলে ৭৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন রিতু। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে লঙ্কানরা। লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪৫ রান করেন হারশিতা সামারাবিক্রমা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নেন ফাহিমা খাতুন। একটি করে উইকেট নিয়েছেন ফারিহা তৃষ্ণা, রাবেয়া খাতুন, নাহিদা আকতার ও সুলতানা খাতুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত