
ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল খেলতে বাংলাদেশ ‘এ’ দলের আজ জয়ের কোনো বিকল্প নেই। কলম্বোর পি সারা ওভালে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ ‘এ’ দল চ্যালেঞ্জ ছুড়ল আফগানিস্তান ‘এ’ দলকে। জিততে হলে ৩০৯ রান করতে হবে আফগানদের।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। আফগানিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে সাইফের দলের স্কোর ৩৪ রান। তানজিদ হাসান তামিম ৯ রানে, নাঈম শেখ ১৮ রানে ও অধিনায়ক সাইফ ৪ রান করে আউট হয়েছেন। প্রথম ৩ উইকেটই নিয়েছেন মোহাম্মদ সেলিম সাফি।
শুরুর এই ধাক্কা বাংলাদেশ সামলে ওঠে চতুর্থ উইকেট জুটিতে। চতুর্থ উইকেটে জাকির হাসান ও জয় ১১৭ রানের জুটি গড়েছেন। ৭২ বলে ৬২ রান করা জাকিরকে ফিরিয়ে জুটি ভাঙেন ইজহারুল হক নাভিদ। ১৫১ রানে ৪ উইকেট পড়ার পর উইকেটে আসেন সৌম্য সরকার। সৌম্যকে নিয়ে পঞ্চম উইকেটে ৭৮ রানের জুটি গড়তে অবদান রাখেন জয়। ৪২ বলে ৪৮ রান করে আউট হয়েছেন সৌম্য।
সৌম্যর পর আকবর আলি দ্রুত বিদায় নেন। তবে একপ্রান্তে অটল থেকে সেঞ্চুরি তুলে নেন জয়। ৪৬তম ওভারের শেষ বলে শরাফুদ্দিন আশরাফকে ছক্কা মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। তবে সেঞ্চুরি করে ইনিংস বড় করতে পারেননি জয়। ৪৭তম ওভারের দ্বিতীয় বলে জয়ের উইকেট নিয়েছেন সাফি। ১১৪ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলেন জয়। এরপর শেষের দিকে ১৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৬ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন শেখ মেহেদী হাসান। ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৮ রান করে বাংলাদেশ। আফগান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সাফি।
৩০৯ রান তাড়া করতে নেমে আফগানিস্তান এরই মধ্যে ১ উইকেট হারিয়েছে। এখন পর্যন্ত আফগানদের স্কোর ৫.৫ ওভারে ১ উইকেটে ২৬ রান। আফগান ওপেনার জুবাইদ আকবরির উইকেট নিয়েছেন রাকিবুল হাসান।

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল খেলতে বাংলাদেশ ‘এ’ দলের আজ জয়ের কোনো বিকল্প নেই। কলম্বোর পি সারা ওভালে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ ‘এ’ দল চ্যালেঞ্জ ছুড়ল আফগানিস্তান ‘এ’ দলকে। জিততে হলে ৩০৯ রান করতে হবে আফগানদের।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। আফগানিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে সাইফের দলের স্কোর ৩৪ রান। তানজিদ হাসান তামিম ৯ রানে, নাঈম শেখ ১৮ রানে ও অধিনায়ক সাইফ ৪ রান করে আউট হয়েছেন। প্রথম ৩ উইকেটই নিয়েছেন মোহাম্মদ সেলিম সাফি।
শুরুর এই ধাক্কা বাংলাদেশ সামলে ওঠে চতুর্থ উইকেট জুটিতে। চতুর্থ উইকেটে জাকির হাসান ও জয় ১১৭ রানের জুটি গড়েছেন। ৭২ বলে ৬২ রান করা জাকিরকে ফিরিয়ে জুটি ভাঙেন ইজহারুল হক নাভিদ। ১৫১ রানে ৪ উইকেট পড়ার পর উইকেটে আসেন সৌম্য সরকার। সৌম্যকে নিয়ে পঞ্চম উইকেটে ৭৮ রানের জুটি গড়তে অবদান রাখেন জয়। ৪২ বলে ৪৮ রান করে আউট হয়েছেন সৌম্য।
সৌম্যর পর আকবর আলি দ্রুত বিদায় নেন। তবে একপ্রান্তে অটল থেকে সেঞ্চুরি তুলে নেন জয়। ৪৬তম ওভারের শেষ বলে শরাফুদ্দিন আশরাফকে ছক্কা মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। তবে সেঞ্চুরি করে ইনিংস বড় করতে পারেননি জয়। ৪৭তম ওভারের দ্বিতীয় বলে জয়ের উইকেট নিয়েছেন সাফি। ১১৪ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলেন জয়। এরপর শেষের দিকে ১৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৬ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন শেখ মেহেদী হাসান। ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৮ রান করে বাংলাদেশ। আফগান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সাফি।
৩০৯ রান তাড়া করতে নেমে আফগানিস্তান এরই মধ্যে ১ উইকেট হারিয়েছে। এখন পর্যন্ত আফগানদের স্কোর ৫.৫ ওভারে ১ উইকেটে ২৬ রান। আফগান ওপেনার জুবাইদ আকবরির উইকেট নিয়েছেন রাকিবুল হাসান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল লো স্কোরিং ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ মিঠুনের দলের বিপক্ষে ব্যাটিং দেখে এই বাঁ হাতিকে বিবেচনা করার সুযোগ থাকছে না। কারণ বিপিএলের সিলেট পর্ব শেষে রান সংগ্রাহকদের ত
২৩ মিনিট আগে
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
২ ঘণ্টা আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৩ ঘণ্টা আগে