
লিগ পর্বে তৃতীয় হয়ে কানাডা লিগের প্লে অফে উঠেছিল সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স মিসিসাউগা। ব্রাম্পটনের সিএএ সেন্টার মাঠে শুক্রবার টরন্টো ন্যাশনালস ও বিপক্ষে এলিমিনেটর ম্যাচ ছিল দলটির। কিন্তু মুষলধারে বৃষ্টিতে ক্রিকেটারদের খেলোয়াড়দের দীর্ঘ সময় ড্রেসিংরুমেই বসে থাকতে হয়। বৃষ্টি যখন থামে, তখন খেলা শুরুর সর্বশেষ সময় (কাট–অফ টাইম) খুব বেশি ছিল না।টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী তাই ম্যাচ কর্মকর্তারা (আম্পায়ার ও রেফারি) শুধু সুপার ওভার আয়োজনের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি তাঁরা দুই দলকেই জানাতে যাবেন, এমন সময়ই সাকিব খেলতে অস্বীকৃতি জানান। প্রতিবাদ হিসেবে টস করতেও যাননি। ফলে ম্যাচ বাতিল ঘোষণা করে পয়েন্ট তালিকার চারে থাকা টরন্টো ন্যাশনালসকে দ্বিতীয় কোয়ালিফায়ারে তুলে দেওয়া হয়। সাকিব-শরীফুল ইসলামদের বাংলা টাইগার্স এলিমিনেটরে বাদ পড়ে যায় ম্যাচ মাঠে গড়ানোর আগেই। ক্রিকইনফো গতকাল রাতে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
এভাবে টুর্নামেন্ট থেকে বাদ পড়া মানতে পারছেন না বাংলা টাইগার্সের মালিক সত্ত্বাধিকারী জাফির ইয়াসিন। ইয়াসিন যুক্তি দেখিয়েছেন যে বিজয়ী দল নির্ধারণে সুপার ওভার নয়।কমপক্ষে ৫ থেকে ১০ ওভারের ম্যাচ হওয়া উচিত ছিল। গ্লোবাল টি-টোয়েন্টির প্রধান নির্বাহী জয় ভট্টাচার্য দাবি করছেন, টুর্নামেন্টের নিয়ম মেনেই সিদ্ধান্তটা ম্যাচ অফিশিয়ালরা নিয়েছেন। ক্রিকইনফোকে জয় বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যেকোনো ভাব এই ম্যাচে (এলিমিনেটরে) যেন ফল আনা যায়। কারণ এক ওভারের শুট আউট (সুপার ওভার) হারলে সেটা যেকোনো দলের জন্যই হৃদয় ভঙ্গের কারণ হতো। এই সিদ্ধান্ত টুর্নামেন্টের নিয়মেরই অংশ।’
ব্রাম্পটনের সিএএ সেন্টারে দ্বিতীয় কোয়ালিফায়ারে পরশু রাতে ব্রাম্পটন উলভসকে হারিয়ে ফাইনালে ওঠে টরন্টো ন্যাশনালস। একই মাঠে গত রাতে ফাইনালে টরন্টো খেলেছে মন্ট্রিয়ল টাইগার্সের বিপক্ষে। সাকিবের সাবেক দল মন্ট্রিয়লকে ৮ উইকেটে হারিয়ে এবার শিরোপা জিতেছে টরন্টো। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে মন্ট্রিয়ল ২০ ওভারে করেছে ৯ উইকেটে ৯৬ রান। রান তাড়া করতে নেমে ১৫ ওভারে ২ উইকেটে ৯৭ রান করে টরন্টো। সাকিব গতবার কানাডা লিগে মন্ট্রিয়লে খেলেছিলেন।

লিগ পর্বে তৃতীয় হয়ে কানাডা লিগের প্লে অফে উঠেছিল সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স মিসিসাউগা। ব্রাম্পটনের সিএএ সেন্টার মাঠে শুক্রবার টরন্টো ন্যাশনালস ও বিপক্ষে এলিমিনেটর ম্যাচ ছিল দলটির। কিন্তু মুষলধারে বৃষ্টিতে ক্রিকেটারদের খেলোয়াড়দের দীর্ঘ সময় ড্রেসিংরুমেই বসে থাকতে হয়। বৃষ্টি যখন থামে, তখন খেলা শুরুর সর্বশেষ সময় (কাট–অফ টাইম) খুব বেশি ছিল না।টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী তাই ম্যাচ কর্মকর্তারা (আম্পায়ার ও রেফারি) শুধু সুপার ওভার আয়োজনের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি তাঁরা দুই দলকেই জানাতে যাবেন, এমন সময়ই সাকিব খেলতে অস্বীকৃতি জানান। প্রতিবাদ হিসেবে টস করতেও যাননি। ফলে ম্যাচ বাতিল ঘোষণা করে পয়েন্ট তালিকার চারে থাকা টরন্টো ন্যাশনালসকে দ্বিতীয় কোয়ালিফায়ারে তুলে দেওয়া হয়। সাকিব-শরীফুল ইসলামদের বাংলা টাইগার্স এলিমিনেটরে বাদ পড়ে যায় ম্যাচ মাঠে গড়ানোর আগেই। ক্রিকইনফো গতকাল রাতে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
এভাবে টুর্নামেন্ট থেকে বাদ পড়া মানতে পারছেন না বাংলা টাইগার্সের মালিক সত্ত্বাধিকারী জাফির ইয়াসিন। ইয়াসিন যুক্তি দেখিয়েছেন যে বিজয়ী দল নির্ধারণে সুপার ওভার নয়।কমপক্ষে ৫ থেকে ১০ ওভারের ম্যাচ হওয়া উচিত ছিল। গ্লোবাল টি-টোয়েন্টির প্রধান নির্বাহী জয় ভট্টাচার্য দাবি করছেন, টুর্নামেন্টের নিয়ম মেনেই সিদ্ধান্তটা ম্যাচ অফিশিয়ালরা নিয়েছেন। ক্রিকইনফোকে জয় বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যেকোনো ভাব এই ম্যাচে (এলিমিনেটরে) যেন ফল আনা যায়। কারণ এক ওভারের শুট আউট (সুপার ওভার) হারলে সেটা যেকোনো দলের জন্যই হৃদয় ভঙ্গের কারণ হতো। এই সিদ্ধান্ত টুর্নামেন্টের নিয়মেরই অংশ।’
ব্রাম্পটনের সিএএ সেন্টারে দ্বিতীয় কোয়ালিফায়ারে পরশু রাতে ব্রাম্পটন উলভসকে হারিয়ে ফাইনালে ওঠে টরন্টো ন্যাশনালস। একই মাঠে গত রাতে ফাইনালে টরন্টো খেলেছে মন্ট্রিয়ল টাইগার্সের বিপক্ষে। সাকিবের সাবেক দল মন্ট্রিয়লকে ৮ উইকেটে হারিয়ে এবার শিরোপা জিতেছে টরন্টো। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে মন্ট্রিয়ল ২০ ওভারে করেছে ৯ উইকেটে ৯৬ রান। রান তাড়া করতে নেমে ১৫ ওভারে ২ উইকেটে ৯৭ রান করে টরন্টো। সাকিব গতবার কানাডা লিগে মন্ট্রিয়লে খেলেছিলেন।

ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
২০ মিনিট আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৩৩ মিনিট আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে