নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ শাকিব খানের থেকে যদি নায়ক হওয়ার প্রস্তাব পান, তাহলে কী করবেন তাসকিন আহমেদ? ঢাকায় আজ এক অনুষ্ঠানে সেরকমই এক প্রস্তাব পেয়েছেন তাসকিন।
রাজধানীর এক পাঁচতারকা হোটেলে আজ ‘রিমার্ক হারলান’-এর জমকালো এক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশের সিনেমা জগতের অন্যতম সেরা অভিনেতা শাকিবের এই অনুষ্ঠানে গেছেন তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমের মতো তারকা ক্রিকেটাররা। সদা হাস্যোজ্জ্বল তাসকিন মাঝে মাঝে সানগ্লাস পরে নায়কের মতো লুক দেন বলে তাঁর সিনেমায় অভিনয় করার প্রসঙ্গ এসেছে। ২৯ বছর বয়সী বাংলাদেশের এই পেসার তখন বলেছেন শাকিবের নাম। তাসকিন বলেন, ‘শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন অবসর নিয়ে এস।’
রিমার্ক হারলানের অনুষ্ঠানে ছিল অসংখ্য মানুষের ভিড়। এই অনুষ্ঠানে ক্যামেরার লেন্স ঘিরে ধরেছিল শাকিব, তাসকিন, তানজিদ তামিমদের। তাসকিনের মতো তানজিদ তামিমও মঞ্চে উঠে কথা বলেছেন। শাকিব খানের সামনেই তাঁকে (শাকিব) দেশের এক নম্বর তারকা বলেছেন তানজিদ তামিম। একই সঙ্গে রিমার্ক হারলান যেন বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই শুভকামনা জানিয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
এ বছরের জানুয়ারিতে দুর্বার রাজশাহীর হয়ে বিপিএলে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন তাসকিন। রেকর্ড গড়া এই বোলিং তিনি করেছিলেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। রিমার্ক হারলানের অনুষ্ঠানে আজ তাসকিনের এই কীর্তির কথাও উল্লেখ করা হয়েছে।
ঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ শাকিব খানের থেকে যদি নায়ক হওয়ার প্রস্তাব পান, তাহলে কী করবেন তাসকিন আহমেদ? ঢাকায় আজ এক অনুষ্ঠানে সেরকমই এক প্রস্তাব পেয়েছেন তাসকিন।
রাজধানীর এক পাঁচতারকা হোটেলে আজ ‘রিমার্ক হারলান’-এর জমকালো এক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশের সিনেমা জগতের অন্যতম সেরা অভিনেতা শাকিবের এই অনুষ্ঠানে গেছেন তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমের মতো তারকা ক্রিকেটাররা। সদা হাস্যোজ্জ্বল তাসকিন মাঝে মাঝে সানগ্লাস পরে নায়কের মতো লুক দেন বলে তাঁর সিনেমায় অভিনয় করার প্রসঙ্গ এসেছে। ২৯ বছর বয়সী বাংলাদেশের এই পেসার তখন বলেছেন শাকিবের নাম। তাসকিন বলেন, ‘শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন অবসর নিয়ে এস।’
রিমার্ক হারলানের অনুষ্ঠানে ছিল অসংখ্য মানুষের ভিড়। এই অনুষ্ঠানে ক্যামেরার লেন্স ঘিরে ধরেছিল শাকিব, তাসকিন, তানজিদ তামিমদের। তাসকিনের মতো তানজিদ তামিমও মঞ্চে উঠে কথা বলেছেন। শাকিব খানের সামনেই তাঁকে (শাকিব) দেশের এক নম্বর তারকা বলেছেন তানজিদ তামিম। একই সঙ্গে রিমার্ক হারলান যেন বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই শুভকামনা জানিয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
এ বছরের জানুয়ারিতে দুর্বার রাজশাহীর হয়ে বিপিএলে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন তাসকিন। রেকর্ড গড়া এই বোলিং তিনি করেছিলেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। রিমার্ক হারলানের অনুষ্ঠানে আজ তাসকিনের এই কীর্তির কথাও উল্লেখ করা হয়েছে।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
২ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
৩ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
৪ ঘণ্টা আগে