নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লম্বা সময় জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। প্রায় ১০ মাস দেশের বাইরে। তবে পিএসএলের সৌজন্যে গত মাসে লাহোরে সাকিবের সঙ্গে কিছুদিন সময় কেটেছে মেহেদী হাসান মিরাজের। দুজনই চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের সদস্য ছিলেন। সেখানে স্বাভাবিকভাবেই তাঁদের মধ্যে জাতীয় দল নিয়েও কথা হয়েছিল। মিরাজকে কিছু পরামর্শও দিয়েছেন সাকিব—আজ সংবাদ সম্মেলনে সে কথাও জানালেন বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক।
মিরাজ জানালেন, পাকিস্তানে পিএসএল খেলতে গিয়ে সাকিবের কাছ থেকে পেয়েছেন পরামর্শ। দলের মধ্যে ঐক্য থাকাটা বেশি গুরুত্বপূর্ণ বলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সেই প্রসঙ্গ টেনে মিরাজ বললেন, ‘সাকিব ভাই বারবার বলতেন, সবাইকে এক হয়ে খেলতে হবে। দলে যদি ঐক্য থাকে, তাহলে ফল আসবেই। সাময়িক খারাপ সময় যাবে, কিন্তু আমরা খুব ভালোভাবে ফিরতে পারব।’
আগের দিনই আনুষ্ঠানিকভাবে ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মিরাজ। আজ দুপুরের ফ্লাইটে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন দলের বাকি অংশের সঙ্গে। সে কারণে সকাল থেকেই একটু বাড়তি ব্যস্ততায় ছিলেন যেন। উড়াল দেওয়ার আগে অধিনায়ক হিসেবে প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন।
বিসিবির সংবাদ সম্মেলন কক্ষে আগের দিন টেস্ট সিরিজ নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ মিরাজের বক্তব্যে উঠে এল ওয়ানডে দলের ভবিষ্যৎ রূপরেখা, নেতৃত্বের দর্শন ও সাবেকদের প্রভাব। মিরাজ বলেন, ‘আমি মাশরাফি ভাই, সাকিব ভাই, তামিম ভাইয়ের অধীনেই খেলেছি। তারা কীভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, কেমনভাবে কঠিন সময়ে সিদ্ধান্ত নিয়েছেন—সব সময়ই শিখেছি। এ অভিজ্ঞতা আমার ক্রিকেট ক্যারিয়ারেও কাজে দিচ্ছে। এখন অধিনায়কত্বের দায়িত্বে এসেছি, সেখানেও এই শিক্ষা কাজে লাগাতে চাই।’
নেতৃত্ব মানেই শুধু মাঠে কৌশল নয়, কখনো কখনো কঠিন সময়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহসও। সেটিও তুলে ধরেন মিরাজ, ‘তারা যেভাবে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতেন, তা আমি অনুসরণ করার চেষ্টা করি। অনেক সময় সিদ্ধান্ত পক্ষে আসবে, আবার কখনো আসবে না। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
জাতীয় দলে বর্তমানে যে অস্থিরতা বা রূপান্তরের সময় চলছে, সেটিকে মিরাজ দেখছেন এক নতুন শুরু হিসেবে। তাঁর কণ্ঠে বারবার উঠে এল ‘দলগত ঐক্য’র কথা। সংবাদ সম্মেলন শেষে বিমানবন্দরের পথে রওনা দিলেন সতীর্থ জাকের আলি অনিককে পাশে নিয়েই। বিসিবির গেট থেকে বের হয়ে নিজের গাড়ির সামনের আসনে বসতে বললেন জাকেরকে।

লম্বা সময় জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। প্রায় ১০ মাস দেশের বাইরে। তবে পিএসএলের সৌজন্যে গত মাসে লাহোরে সাকিবের সঙ্গে কিছুদিন সময় কেটেছে মেহেদী হাসান মিরাজের। দুজনই চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের সদস্য ছিলেন। সেখানে স্বাভাবিকভাবেই তাঁদের মধ্যে জাতীয় দল নিয়েও কথা হয়েছিল। মিরাজকে কিছু পরামর্শও দিয়েছেন সাকিব—আজ সংবাদ সম্মেলনে সে কথাও জানালেন বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক।
মিরাজ জানালেন, পাকিস্তানে পিএসএল খেলতে গিয়ে সাকিবের কাছ থেকে পেয়েছেন পরামর্শ। দলের মধ্যে ঐক্য থাকাটা বেশি গুরুত্বপূর্ণ বলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সেই প্রসঙ্গ টেনে মিরাজ বললেন, ‘সাকিব ভাই বারবার বলতেন, সবাইকে এক হয়ে খেলতে হবে। দলে যদি ঐক্য থাকে, তাহলে ফল আসবেই। সাময়িক খারাপ সময় যাবে, কিন্তু আমরা খুব ভালোভাবে ফিরতে পারব।’
আগের দিনই আনুষ্ঠানিকভাবে ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মিরাজ। আজ দুপুরের ফ্লাইটে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন দলের বাকি অংশের সঙ্গে। সে কারণে সকাল থেকেই একটু বাড়তি ব্যস্ততায় ছিলেন যেন। উড়াল দেওয়ার আগে অধিনায়ক হিসেবে প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন।
বিসিবির সংবাদ সম্মেলন কক্ষে আগের দিন টেস্ট সিরিজ নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ মিরাজের বক্তব্যে উঠে এল ওয়ানডে দলের ভবিষ্যৎ রূপরেখা, নেতৃত্বের দর্শন ও সাবেকদের প্রভাব। মিরাজ বলেন, ‘আমি মাশরাফি ভাই, সাকিব ভাই, তামিম ভাইয়ের অধীনেই খেলেছি। তারা কীভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, কেমনভাবে কঠিন সময়ে সিদ্ধান্ত নিয়েছেন—সব সময়ই শিখেছি। এ অভিজ্ঞতা আমার ক্রিকেট ক্যারিয়ারেও কাজে দিচ্ছে। এখন অধিনায়কত্বের দায়িত্বে এসেছি, সেখানেও এই শিক্ষা কাজে লাগাতে চাই।’
নেতৃত্ব মানেই শুধু মাঠে কৌশল নয়, কখনো কখনো কঠিন সময়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহসও। সেটিও তুলে ধরেন মিরাজ, ‘তারা যেভাবে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতেন, তা আমি অনুসরণ করার চেষ্টা করি। অনেক সময় সিদ্ধান্ত পক্ষে আসবে, আবার কখনো আসবে না। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
জাতীয় দলে বর্তমানে যে অস্থিরতা বা রূপান্তরের সময় চলছে, সেটিকে মিরাজ দেখছেন এক নতুন শুরু হিসেবে। তাঁর কণ্ঠে বারবার উঠে এল ‘দলগত ঐক্য’র কথা। সংবাদ সম্মেলন শেষে বিমানবন্দরের পথে রওনা দিলেন সতীর্থ জাকের আলি অনিককে পাশে নিয়েই। বিসিবির গেট থেকে বের হয়ে নিজের গাড়ির সামনের আসনে বসতে বললেন জাকেরকে।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৫ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
৯ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
৯ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১০ ঘণ্টা আগে