
বাংলাদেশের ৫২ তম বিজয়ের দিনে বিজয়ের হাসি এনে দিয়েছিলেন মুর্শিদা খাতুন। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার তাদের মাটিতেই হারোনোর ইতিহাস তৈরি হয়েছিল তাঁর ব্যাটেই। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ১১৯ রানের জয়ের ম্যাচে ৯১ রান করেছিলেন তিনি।
বাংলাদেশকে জয়ে এনে দেওয়ার পুরস্কার সেদিন ইস্ট লন্ডনে হাতে-নাতে পেয়েছিলেন মুর্শিদা। ম্যাচসেরার পর এবার আরও বড় পুরস্কার পেয়েছেন বাঁহাতি নারী ব্যাটার। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তিনি। আজ আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ উন্নতি হয়েছে তাঁর। ৫২ নম্বরে আছেন ২৪ বছর বয়সী ব্যাটার।
মুর্শিদার ক্যারিয়ার সেরা হলেও বাংলাদেশের নারী ব্যাটারদের মধ্যে তাঁর ওপরে আছেন তিনজন। ৪৭ নম্বরে থাকা রুমানা আহমেদের বিপরীতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আছেন ২৭ নম্বরে। আর বাংলাদেশের হয়ে সবার শীর্ষে আছেন ১৫ নম্বরে থাকা ফারজানা হক পিংকি। সব মিলিয়ে ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের নাটালি সিভার-ব্রান্ট।
মুর্শিদার মতো ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং অর্জন করেছেন বোলার নাহিদা আক্তারও। শুধু নিজের নয় এই সংস্করণে বাংলাদেশেরই সেরা তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে কিছুদিন আগে মাসসেরার স্বীকৃতি পাওয়া নাহিদার ২ ধাপ উন্নতি হয়েছে। বর্তমানে ১২ তম স্থানে রয়েছেন বাঁহাতি এই স্পিনার। প্রোটিয়াদের বিপক্ষে জয়ের ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
নাহিদার পরেই বোলিংয়ে আছেন সালমা খাতুন। ২০ নম্বরে থাকা সালমার পরে শীর্ষ ৫০-এ আছেন বাংলাদেশের রুমানা আহমেদ ও জাহানারা আলম। ৩২ নম্বরে থাকা রুমানার পরের স্থানটিই জাহানারার। তিনজনের কেউই অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে নেই। সব মিলিয়ে বোলিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি একলস্টোন। আর অলরাউন্ডারে এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।

বাংলাদেশের ৫২ তম বিজয়ের দিনে বিজয়ের হাসি এনে দিয়েছিলেন মুর্শিদা খাতুন। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার তাদের মাটিতেই হারোনোর ইতিহাস তৈরি হয়েছিল তাঁর ব্যাটেই। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ১১৯ রানের জয়ের ম্যাচে ৯১ রান করেছিলেন তিনি।
বাংলাদেশকে জয়ে এনে দেওয়ার পুরস্কার সেদিন ইস্ট লন্ডনে হাতে-নাতে পেয়েছিলেন মুর্শিদা। ম্যাচসেরার পর এবার আরও বড় পুরস্কার পেয়েছেন বাঁহাতি নারী ব্যাটার। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তিনি। আজ আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ উন্নতি হয়েছে তাঁর। ৫২ নম্বরে আছেন ২৪ বছর বয়সী ব্যাটার।
মুর্শিদার ক্যারিয়ার সেরা হলেও বাংলাদেশের নারী ব্যাটারদের মধ্যে তাঁর ওপরে আছেন তিনজন। ৪৭ নম্বরে থাকা রুমানা আহমেদের বিপরীতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আছেন ২৭ নম্বরে। আর বাংলাদেশের হয়ে সবার শীর্ষে আছেন ১৫ নম্বরে থাকা ফারজানা হক পিংকি। সব মিলিয়ে ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের নাটালি সিভার-ব্রান্ট।
মুর্শিদার মতো ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং অর্জন করেছেন বোলার নাহিদা আক্তারও। শুধু নিজের নয় এই সংস্করণে বাংলাদেশেরই সেরা তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে কিছুদিন আগে মাসসেরার স্বীকৃতি পাওয়া নাহিদার ২ ধাপ উন্নতি হয়েছে। বর্তমানে ১২ তম স্থানে রয়েছেন বাঁহাতি এই স্পিনার। প্রোটিয়াদের বিপক্ষে জয়ের ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
নাহিদার পরেই বোলিংয়ে আছেন সালমা খাতুন। ২০ নম্বরে থাকা সালমার পরে শীর্ষ ৫০-এ আছেন বাংলাদেশের রুমানা আহমেদ ও জাহানারা আলম। ৩২ নম্বরে থাকা রুমানার পরের স্থানটিই জাহানারার। তিনজনের কেউই অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে নেই। সব মিলিয়ে বোলিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি একলস্টোন। আর অলরাউন্ডারে এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৬ ঘণ্টা আগে