
ওয়ানডে, টি-টোয়েন্টিতে এরই মধ্যে আফগানিস্তান-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে। টেস্টেই শুধু একে অপরের বিপক্ষে খেলতে বাকি রয়েছে। এবার জানা গেল দুই দলের ঐতিহাসিক টেস্টের সম্ভাব্য সময়।
ভারতের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সে এ বছরের সেপ্টেম্বরে একমাত্র টেস্ট খেলবে আফগানিস্তান-নিউজিল্যান্ড। দিনক্ষণ স্পষ্ট জানা না গেলেও ৯ সেপ্টেম্বর শুরু হতে পারে দুই দলের ঐতিহাসিক টেস্ট। ক্রিকইনফো আজ এক প্রতিবেদনে আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট শুরুর সম্ভাব্য তারিখ উল্লেখ করেছে। আফগানিস্তানের ইতিহাসের এটা দশম টেস্ট হতে যাচ্ছে। ২০২৪ সালে সেটা হচ্ছে আফগানদের তৃতীয় টেস্ট। যা এক বর্ষপঞ্জিকায় আফগানদের টেস্ট খেলার হিসেবে যৌথভাবে সর্বোচ্চ। ২০১৯ সালে ৩ টেস্ট খেলেছিল আফগানরা।
২ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে—আফগানিস্তান-নিউজিল্যান্ড এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছে ৫ ম্যাচে। একমাত্র জয় আফগানরা পেয়েছে এ বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিউইদের ৭৫ রানে হারিয়েছিল আফগানরা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের এক মাস পরই ভারতের বিপক্ষে ক্রিকেটের রাজকীয় সংস্করণে মুখোমুখি হবে কিউইরা।১৬ অক্টোবর বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৪ অক্টোবর ও ১ নভেম্বর দুই দলের বাকি দু্ই টেস্ট শুরু হবে পুনে ও মুম্বাইতে।
২০১৮ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পথচলা শুরু হয় আফগানিস্তানের। বেঙ্গালুরুতে ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ম্যাচে আফগানরা হেরে যায় ইনিংস ও ২৬২ রানে। ৯ টেস্ট খেলে আফগানরা জিতেছে ৩ ম্যাচ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে তারা ৬ ম্যাচ হেরেছে। বাংলাদেশ, ভারত, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ—ছয় দলের বিপক্ষে টেস্ট খেলেছে আফগানরা।

ওয়ানডে, টি-টোয়েন্টিতে এরই মধ্যে আফগানিস্তান-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে। টেস্টেই শুধু একে অপরের বিপক্ষে খেলতে বাকি রয়েছে। এবার জানা গেল দুই দলের ঐতিহাসিক টেস্টের সম্ভাব্য সময়।
ভারতের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সে এ বছরের সেপ্টেম্বরে একমাত্র টেস্ট খেলবে আফগানিস্তান-নিউজিল্যান্ড। দিনক্ষণ স্পষ্ট জানা না গেলেও ৯ সেপ্টেম্বর শুরু হতে পারে দুই দলের ঐতিহাসিক টেস্ট। ক্রিকইনফো আজ এক প্রতিবেদনে আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট শুরুর সম্ভাব্য তারিখ উল্লেখ করেছে। আফগানিস্তানের ইতিহাসের এটা দশম টেস্ট হতে যাচ্ছে। ২০২৪ সালে সেটা হচ্ছে আফগানদের তৃতীয় টেস্ট। যা এক বর্ষপঞ্জিকায় আফগানদের টেস্ট খেলার হিসেবে যৌথভাবে সর্বোচ্চ। ২০১৯ সালে ৩ টেস্ট খেলেছিল আফগানরা।
২ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে—আফগানিস্তান-নিউজিল্যান্ড এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছে ৫ ম্যাচে। একমাত্র জয় আফগানরা পেয়েছে এ বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিউইদের ৭৫ রানে হারিয়েছিল আফগানরা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের এক মাস পরই ভারতের বিপক্ষে ক্রিকেটের রাজকীয় সংস্করণে মুখোমুখি হবে কিউইরা।১৬ অক্টোবর বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৪ অক্টোবর ও ১ নভেম্বর দুই দলের বাকি দু্ই টেস্ট শুরু হবে পুনে ও মুম্বাইতে।
২০১৮ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পথচলা শুরু হয় আফগানিস্তানের। বেঙ্গালুরুতে ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ম্যাচে আফগানরা হেরে যায় ইনিংস ও ২৬২ রানে। ৯ টেস্ট খেলে আফগানরা জিতেছে ৩ ম্যাচ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে তারা ৬ ম্যাচ হেরেছে। বাংলাদেশ, ভারত, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ—ছয় দলের বিপক্ষে টেস্ট খেলেছে আফগানরা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে