ক্রীড়া ডেস্ক

শেষ বলে ১ রান নিলে ম্যাচ গড়াত সুপার ওভারে। তবে শামার স্প্রিঙ্গার ম্যাচে আর বেশি রোমাঞ্চ ছড়ানোর সুযোগ দিলেন না। ২ রান নিয়ে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসকে এনে দিলেন শেষ বলের রোমাঞ্চকর জয়।
জয়ের সংজ্ঞা অবশ্য ভুলে গিয়েছিল সাকিব আল হাসানের অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। অ্যান্টিগার নর্থ সাউন্ড স্টেডিয়ামে ২৪ আগস্ট সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে অ্যান্টিগা ৭ উইকেটে হারিয়েছিল সেন্ট কিটস এন্ড নেভিসকে। সেই ম্যাচেই স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছিলেন তিনি। কিন্তু ত্রিনবাগো নাইট রাইডার্স, সেন্ট লুসিয়া কিংস—পরপর দুই ম্যাচে হেরে বসে অ্যান্টিগা। অবশেষে আজ ব্রিজটাউনের কেনসিংটন ওভালে বার্বাডোজ রয়্যালসকে ৪ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরলেন সাকিবরা।
বার্বাডোজের দেওয়া ১৮৮ রানের লক্ষ্যে ২৭ বলে ৪৫ রানের জুটি গড়েন অ্যান্টিগার দুই ওপেনার আমির জাঙ্গু ও আন্দ্রিয়েস গাউস। পঞ্চম ওভারের তৃতীয় বলে জাঙ্গুকে (২৩) বোল্ড করেন ড্যানিয়েল স্যামস। ঠিক তার পরের ওভারে কারিমা গোরের উইকেট হারায় অ্যান্টিগা। দ্রুত ২ উইকেট হারিয়ে অ্যান্টিগার স্কোর হয়ে যায় ৫.১ ওভারে ২ উইকেটে ৪৬ রান। তৃতীয় উইকেটে ৪২ বলে ৬৪ রানের জুটি গড়েন কেভিন ওয়েকহ্যাম ও গাউস।
২১ বলে ২৬ রান করে ওয়েকহাম আউট হলে অ্যান্টিগার স্কোর হয়ে যায় ১২.১ ওভারে ৩ উইকেটে ১১০ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মাঝে একপ্রান্তে আগলে খেলতে থাকেন গাউস। সাকিব টুর্নামেন্টে আবার নিজেকে হারিয়ে খুঁজছেন। বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে আজ করেছেন ১২ বলে ১৫ রান। বোলিংয়ে ৩ ওভারে ৩৩ রান খরচ করেও পাননি কোনো উইকেট।
সাকিবের ব্যর্থতার দিনে শেষ বলের রোমাঞ্চে ৪ উইকেটের জয় পেয়েছে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করে অপরাজিত থাকেন গাউস। ৫৩ বলের ইনিংসে ৫ চার ও ৪ ছক্কা মেরেছেন। ম্যাচসেরা হয়েছেন অ্যান্টিগার পেসার সালমান ইরশাদ। ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ২ উইকেট।
এর আগে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অ্যান্টিগা অধিনায়ক ইমাদ ওয়াসিম। টস হেরে আগে ব্যাটিং পাওয়া বার্বাডোজ রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করেছে ১৮৭ রান। ইনিংস সর্বোচ্চ ৯৮ রান করে অপরাজিত থাকেন ব্র্যান্ডন কিং। ৬৫ বলের ইনিংসে ৬ চার ও ৭ ছক্কা মেরেছেন। অ্যান্টিগার সালমান ইরশাদ নিয়েছেন ২ উইকেট। ওবেদ ম্যাকয় পেয়েছেন ১ উইকেট। বার্বাডোজ রয়্যালসের ওপেনার কুইন্টন ডি কক হয়েছেন রানআউট।

শেষ বলে ১ রান নিলে ম্যাচ গড়াত সুপার ওভারে। তবে শামার স্প্রিঙ্গার ম্যাচে আর বেশি রোমাঞ্চ ছড়ানোর সুযোগ দিলেন না। ২ রান নিয়ে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসকে এনে দিলেন শেষ বলের রোমাঞ্চকর জয়।
জয়ের সংজ্ঞা অবশ্য ভুলে গিয়েছিল সাকিব আল হাসানের অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। অ্যান্টিগার নর্থ সাউন্ড স্টেডিয়ামে ২৪ আগস্ট সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে অ্যান্টিগা ৭ উইকেটে হারিয়েছিল সেন্ট কিটস এন্ড নেভিসকে। সেই ম্যাচেই স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছিলেন তিনি। কিন্তু ত্রিনবাগো নাইট রাইডার্স, সেন্ট লুসিয়া কিংস—পরপর দুই ম্যাচে হেরে বসে অ্যান্টিগা। অবশেষে আজ ব্রিজটাউনের কেনসিংটন ওভালে বার্বাডোজ রয়্যালসকে ৪ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরলেন সাকিবরা।
বার্বাডোজের দেওয়া ১৮৮ রানের লক্ষ্যে ২৭ বলে ৪৫ রানের জুটি গড়েন অ্যান্টিগার দুই ওপেনার আমির জাঙ্গু ও আন্দ্রিয়েস গাউস। পঞ্চম ওভারের তৃতীয় বলে জাঙ্গুকে (২৩) বোল্ড করেন ড্যানিয়েল স্যামস। ঠিক তার পরের ওভারে কারিমা গোরের উইকেট হারায় অ্যান্টিগা। দ্রুত ২ উইকেট হারিয়ে অ্যান্টিগার স্কোর হয়ে যায় ৫.১ ওভারে ২ উইকেটে ৪৬ রান। তৃতীয় উইকেটে ৪২ বলে ৬৪ রানের জুটি গড়েন কেভিন ওয়েকহ্যাম ও গাউস।
২১ বলে ২৬ রান করে ওয়েকহাম আউট হলে অ্যান্টিগার স্কোর হয়ে যায় ১২.১ ওভারে ৩ উইকেটে ১১০ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মাঝে একপ্রান্তে আগলে খেলতে থাকেন গাউস। সাকিব টুর্নামেন্টে আবার নিজেকে হারিয়ে খুঁজছেন। বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে আজ করেছেন ১২ বলে ১৫ রান। বোলিংয়ে ৩ ওভারে ৩৩ রান খরচ করেও পাননি কোনো উইকেট।
সাকিবের ব্যর্থতার দিনে শেষ বলের রোমাঞ্চে ৪ উইকেটের জয় পেয়েছে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করে অপরাজিত থাকেন গাউস। ৫৩ বলের ইনিংসে ৫ চার ও ৪ ছক্কা মেরেছেন। ম্যাচসেরা হয়েছেন অ্যান্টিগার পেসার সালমান ইরশাদ। ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ২ উইকেট।
এর আগে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অ্যান্টিগা অধিনায়ক ইমাদ ওয়াসিম। টস হেরে আগে ব্যাটিং পাওয়া বার্বাডোজ রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করেছে ১৮৭ রান। ইনিংস সর্বোচ্চ ৯৮ রান করে অপরাজিত থাকেন ব্র্যান্ডন কিং। ৬৫ বলের ইনিংসে ৬ চার ও ৭ ছক্কা মেরেছেন। অ্যান্টিগার সালমান ইরশাদ নিয়েছেন ২ উইকেট। ওবেদ ম্যাকয় পেয়েছেন ১ উইকেট। বার্বাডোজ রয়্যালসের ওপেনার কুইন্টন ডি কক হয়েছেন রানআউট।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৪ ঘণ্টা আগে