
বাংলাদেশের হয়ে প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন নাহিদা আক্তার। এবার আরেকটি জায়গায় প্রথম হলেন গত নভেম্বরের মাসসেরা ক্রিকেটার।
ওয়ানডে বোলারের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন নাহিদা। তাঁর আগে বাংলাদেশের আর কোনো বোলার শীর্ষ দশে জায়গা পায়নি। আগের সর্বোচ্চও তাঁরই ছিল। দুর্দান্ত বোলিংয়ের জন্য গত ডিসেম্বরে ১২ নম্বরে উঠেছিলেন বাঁহাতি স্পিনার।
আজ আইসিসির সাপ্তাহিক হালনাগাদে ৪ ধাপ এগিয়েছেন নাহিদা। ৫৮৮ রেটিং পয়েন্টে এখন ১০ নম্বরে তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২ উইকেট নেওয়ার পুরস্কারই পেয়েছেন ২৪ বছর বয়সী স্পিনার। সেদিনের ২ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে একটা রেকর্ডও গড়েছেন তিনি। সতীর্থ স্পিনার সালমা খাতুনকে (৫২) টপকিয়ে ৫৩ উইকেটে এখন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি।
নাহিদার সঙ্গে বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দুই স্পিনার রুমানা আহমেদ ও সুলতানা খাতুনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ৩ উইকেট নেওয়া সুলতানা ৬ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন। তাঁর সঙ্গে একই জায়গায় আছেন অজি পেসার এলিস পেরিও। সুলতানার মতো তিনিও ৬ ধাপ এগিয়েছেন।
অন্যদিকে এই সিরিজে না থেকেও এক ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের আফি ফ্লেচারের সঙ্গে যৌথভাবে ৩৫ নম্বরে রুমানা। তবে চার ধাপ পিছিয়ে ৫৯ নম্বরে নেমে গেছেন ফাহিমা খাতুন। ৭৪৬ রেটিং পয়েন্টে সবার শীর্ষে আছেন সোফি এক্লেস্টোন। তাঁর পরেই আছেন বাংলাদেশের বিপক্ষে ২ উইকেট নেওয়া মেগান সুট। ১ ধাপ এগিয়ে ২ নম্বরে আছেন তিনি। আর বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়েছেন অ্যাশলি গার্ডনার। বর্তমানে ৫ নম্বরে আছেন এই পেসার।

বাংলাদেশের হয়ে প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন নাহিদা আক্তার। এবার আরেকটি জায়গায় প্রথম হলেন গত নভেম্বরের মাসসেরা ক্রিকেটার।
ওয়ানডে বোলারের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন নাহিদা। তাঁর আগে বাংলাদেশের আর কোনো বোলার শীর্ষ দশে জায়গা পায়নি। আগের সর্বোচ্চও তাঁরই ছিল। দুর্দান্ত বোলিংয়ের জন্য গত ডিসেম্বরে ১২ নম্বরে উঠেছিলেন বাঁহাতি স্পিনার।
আজ আইসিসির সাপ্তাহিক হালনাগাদে ৪ ধাপ এগিয়েছেন নাহিদা। ৫৮৮ রেটিং পয়েন্টে এখন ১০ নম্বরে তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২ উইকেট নেওয়ার পুরস্কারই পেয়েছেন ২৪ বছর বয়সী স্পিনার। সেদিনের ২ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে একটা রেকর্ডও গড়েছেন তিনি। সতীর্থ স্পিনার সালমা খাতুনকে (৫২) টপকিয়ে ৫৩ উইকেটে এখন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি।
নাহিদার সঙ্গে বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দুই স্পিনার রুমানা আহমেদ ও সুলতানা খাতুনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ৩ উইকেট নেওয়া সুলতানা ৬ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন। তাঁর সঙ্গে একই জায়গায় আছেন অজি পেসার এলিস পেরিও। সুলতানার মতো তিনিও ৬ ধাপ এগিয়েছেন।
অন্যদিকে এই সিরিজে না থেকেও এক ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের আফি ফ্লেচারের সঙ্গে যৌথভাবে ৩৫ নম্বরে রুমানা। তবে চার ধাপ পিছিয়ে ৫৯ নম্বরে নেমে গেছেন ফাহিমা খাতুন। ৭৪৬ রেটিং পয়েন্টে সবার শীর্ষে আছেন সোফি এক্লেস্টোন। তাঁর পরেই আছেন বাংলাদেশের বিপক্ষে ২ উইকেট নেওয়া মেগান সুট। ১ ধাপ এগিয়ে ২ নম্বরে আছেন তিনি। আর বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়েছেন অ্যাশলি গার্ডনার। বর্তমানে ৫ নম্বরে আছেন এই পেসার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
২৫ মিনিট আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে