
গল টেস্টের প্রথম দিনে দ্বিতীয় উইকেট জুটির রেকর্ড গড়েছিলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস। দুজনেই পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। দ্বিতীয় দিনেও চলল শ্রীলঙ্কান ব্যাটারদের দাপট। সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে চার সেঞ্চুরি পেল লঙ্কানরা।
দ্বিতীয় দিনে সেঞ্চুরি করলেন দিনেশ চান্দিমাল ও সাদিরা সামারাবিক্রমা। দুজনে অপরাজিত থাকতে ৬ উইকেটে ৫৯১ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ইতিমধ্যে ইনিংস ব্যবধানে জয়ের সুবাসও পেতে শুরু করেছে তারা। প্রথম ইনিংস শুরু করে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আইরিশরা। ১১৭ রান করতেই তারা হারিয়ে ফেলেছে ৭ উইকেট। সফরকারীরা দিন পার করেছে ৪৭৪ রানে পিছিয়ে থেকে।
আইরিশ ব্যাটারদের বিপদে ফেলেছেন মূলত প্রভাত জয়াসুরিয়া। একাই ৫ উইকেট নিয়েছেন তিনি। এ নিয়ে টেস্টে পঞ্চমবার ৫ উইকেট নিলেন এই বাঁহাতি স্পিনার। দুই উইকেট নেন বিশ্ব ফার্নান্দো। আইরিশদের ইনিংসে প্রথম ধাক্কাটা দেন এই পেসার। এরপর ওপেনার জেমস ম্যাককলাম (৩৫) ও হ্যারি টেক্টর (৩৪) ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি জয়াসুরিয়া-ফার্নান্দোদের সামনে।
এর আগে ৪ উইকেটে ৩৮৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। তবে দিনের শুরুতে দুই উইকেট হারায় তারা। জয়াসুরিয়ার পর সাজঘরে ফেরেন ধনাঞ্জয়া ডি সিলভা। তবে একপাশ আগলে রাখেন ১৮ রান নিয়ে দিন শুরু করা দিনেশ চান্দিমাল। সপ্তম উইকেটে সামারাবিক্রমার সঙ্গে অপরাজিত ১৮৬ রানের জুটি গড়ে দলকে রানের পাহাড়ে নিয়ে যান তিনি।
নিজের ১৪ তম টেস্ট সেঞ্চুরি পাওয়া চান্দিমাল ১৫৫ বলে অপরাজিত থাকেন ১০২ রানে। সামারাবিক্রমাও পেয়েছেন প্রথম টেস্ট সেঞ্চুরি। তাঁর ১০৪ রান করার পথে তিনি বলের মুখোমুখি হয়েছেন ১১৪ টি।

গল টেস্টের প্রথম দিনে দ্বিতীয় উইকেট জুটির রেকর্ড গড়েছিলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস। দুজনেই পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। দ্বিতীয় দিনেও চলল শ্রীলঙ্কান ব্যাটারদের দাপট। সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে চার সেঞ্চুরি পেল লঙ্কানরা।
দ্বিতীয় দিনে সেঞ্চুরি করলেন দিনেশ চান্দিমাল ও সাদিরা সামারাবিক্রমা। দুজনে অপরাজিত থাকতে ৬ উইকেটে ৫৯১ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ইতিমধ্যে ইনিংস ব্যবধানে জয়ের সুবাসও পেতে শুরু করেছে তারা। প্রথম ইনিংস শুরু করে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আইরিশরা। ১১৭ রান করতেই তারা হারিয়ে ফেলেছে ৭ উইকেট। সফরকারীরা দিন পার করেছে ৪৭৪ রানে পিছিয়ে থেকে।
আইরিশ ব্যাটারদের বিপদে ফেলেছেন মূলত প্রভাত জয়াসুরিয়া। একাই ৫ উইকেট নিয়েছেন তিনি। এ নিয়ে টেস্টে পঞ্চমবার ৫ উইকেট নিলেন এই বাঁহাতি স্পিনার। দুই উইকেট নেন বিশ্ব ফার্নান্দো। আইরিশদের ইনিংসে প্রথম ধাক্কাটা দেন এই পেসার। এরপর ওপেনার জেমস ম্যাককলাম (৩৫) ও হ্যারি টেক্টর (৩৪) ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি জয়াসুরিয়া-ফার্নান্দোদের সামনে।
এর আগে ৪ উইকেটে ৩৮৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। তবে দিনের শুরুতে দুই উইকেট হারায় তারা। জয়াসুরিয়ার পর সাজঘরে ফেরেন ধনাঞ্জয়া ডি সিলভা। তবে একপাশ আগলে রাখেন ১৮ রান নিয়ে দিন শুরু করা দিনেশ চান্দিমাল। সপ্তম উইকেটে সামারাবিক্রমার সঙ্গে অপরাজিত ১৮৬ রানের জুটি গড়ে দলকে রানের পাহাড়ে নিয়ে যান তিনি।
নিজের ১৪ তম টেস্ট সেঞ্চুরি পাওয়া চান্দিমাল ১৫৫ বলে অপরাজিত থাকেন ১০২ রানে। সামারাবিক্রমাও পেয়েছেন প্রথম টেস্ট সেঞ্চুরি। তাঁর ১০৪ রান করার পথে তিনি বলের মুখোমুখি হয়েছেন ১১৪ টি।

চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
২৬ মিনিট আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৮ ঘণ্টা আগে