নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাথিরা জাকির জেসির যাত্রা যেন একটার পর একটা মাইলফলক ছোঁয়ার গল্প। একসময় ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটের বড় মুখ। সেখান থেকে কোচ, ক্লাব কর্মকর্তা, অতঃপর এখন আম্পায়ার। এবার আরেকটি মাইলফলকের সামনে জেসি, পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে পাচ্ছেন আম্পায়ারিং করার সুযোগ। তাতে বাংলাদেশি নারী আম্পায়ারিংয়ে নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছেন জেসি।
গত পরশু বিসিবির আম্পায়ার্স বিভাগের সমানে যখন জেসির সঙ্গে আলাপ হচ্ছিল, তাঁর চোখমুখে খেলছিল সাফল্যের আভা। আলাপেই বলছিলেন , সিলেটে আসন্ন বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে তাঁর পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে নারী আম্পায়ার হিসেবে অভিষেক হতে যাচ্ছে। বিসিবির আন্তর্জাতিক আম্পায়ারিং প্যানেলের অভিজ্ঞ মাসুদুর রহমান মুকুল , তানভীর আহমেদ ও মোরশেদ আলী খানের সঙ্গে থাকবেন তিনিও। জেসি নেদারল্যান্ডস সিরিজে মূল আম্পায়ার হিসেবে নয় , সিরিজে চতুর্থ আম্পায়ার ও টিভি আম্পায়ারের দায়িত্ব সামলাবেন। তবু এটিই দেশের নারী আম্পায়ারিংয়ে আরেকটি গৌরবের মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
নিজের নতুন অর্জন নিয়ে আজকের পত্রিকাকে জেসি বলেন, ‘মূল আম্পায়ার না হয়ে টিভি আম্পায়ার হওয়াটা আমাকে বেশি কাজে দেবে। ডিআরএস নিয়ে কাজ করার অভিজ্ঞতা এখনো হয়নি। বিশ্বকাপের আগে এটা ছিল জরুরি। এই সিরিজে টিভি আম্পায়ারের নানা কাজের সঙ্গে মানিয়ে নিতে পারব। এটিই আমার বড় পাওয়া।’
ভবিষ্যতে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে কাজ করা নিয়ে খুব একটা ভাবছেন না জেসি, ‘যদি সুযোগ আসে, ভালো। না এলেও ক্ষতি নেই । আমার আসল প্রাপ্তি হবে নারী বিশ্বকাপে আম্পায়ারিং করা, দেশের প্রতিনিধিত্ব করা । এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই।’
খেলোয়াড়ি জীবন শেষে নিজের উৎসাহে আম্পায়ার্স কোচিং কোর্স করে শুরু করেছিলেন নতুন যাত্রা । এরপর শুরু তাঁর পেশাদারি আম্পায়ারিং। এ পর্যন্ত মেয়েদের ক্রিকেটে মাঠ ও টিভি আম্পায়ার মিলিয়ে ৮ ওয়ানডে ও ২২ টি - টোয়েন্টি অন - ফিল্ড আম্পায়ারিং করেছেন ৩৪ বছর বয়সী সাথিরা।
বিসিবির আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের আগে জেসিকে চাপের ম্যাচে প্রশিক্ষিত করার লক্ষ্যে ছেলেদের আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করার সুযোগ দেওয়া হয়েছে।

সাথিরা জাকির জেসির যাত্রা যেন একটার পর একটা মাইলফলক ছোঁয়ার গল্প। একসময় ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটের বড় মুখ। সেখান থেকে কোচ, ক্লাব কর্মকর্তা, অতঃপর এখন আম্পায়ার। এবার আরেকটি মাইলফলকের সামনে জেসি, পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে পাচ্ছেন আম্পায়ারিং করার সুযোগ। তাতে বাংলাদেশি নারী আম্পায়ারিংয়ে নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছেন জেসি।
গত পরশু বিসিবির আম্পায়ার্স বিভাগের সমানে যখন জেসির সঙ্গে আলাপ হচ্ছিল, তাঁর চোখমুখে খেলছিল সাফল্যের আভা। আলাপেই বলছিলেন , সিলেটে আসন্ন বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে তাঁর পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে নারী আম্পায়ার হিসেবে অভিষেক হতে যাচ্ছে। বিসিবির আন্তর্জাতিক আম্পায়ারিং প্যানেলের অভিজ্ঞ মাসুদুর রহমান মুকুল , তানভীর আহমেদ ও মোরশেদ আলী খানের সঙ্গে থাকবেন তিনিও। জেসি নেদারল্যান্ডস সিরিজে মূল আম্পায়ার হিসেবে নয় , সিরিজে চতুর্থ আম্পায়ার ও টিভি আম্পায়ারের দায়িত্ব সামলাবেন। তবু এটিই দেশের নারী আম্পায়ারিংয়ে আরেকটি গৌরবের মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
নিজের নতুন অর্জন নিয়ে আজকের পত্রিকাকে জেসি বলেন, ‘মূল আম্পায়ার না হয়ে টিভি আম্পায়ার হওয়াটা আমাকে বেশি কাজে দেবে। ডিআরএস নিয়ে কাজ করার অভিজ্ঞতা এখনো হয়নি। বিশ্বকাপের আগে এটা ছিল জরুরি। এই সিরিজে টিভি আম্পায়ারের নানা কাজের সঙ্গে মানিয়ে নিতে পারব। এটিই আমার বড় পাওয়া।’
ভবিষ্যতে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে কাজ করা নিয়ে খুব একটা ভাবছেন না জেসি, ‘যদি সুযোগ আসে, ভালো। না এলেও ক্ষতি নেই । আমার আসল প্রাপ্তি হবে নারী বিশ্বকাপে আম্পায়ারিং করা, দেশের প্রতিনিধিত্ব করা । এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই।’
খেলোয়াড়ি জীবন শেষে নিজের উৎসাহে আম্পায়ার্স কোচিং কোর্স করে শুরু করেছিলেন নতুন যাত্রা । এরপর শুরু তাঁর পেশাদারি আম্পায়ারিং। এ পর্যন্ত মেয়েদের ক্রিকেটে মাঠ ও টিভি আম্পায়ার মিলিয়ে ৮ ওয়ানডে ও ২২ টি - টোয়েন্টি অন - ফিল্ড আম্পায়ারিং করেছেন ৩৪ বছর বয়সী সাথিরা।
বিসিবির আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের আগে জেসিকে চাপের ম্যাচে প্রশিক্ষিত করার লক্ষ্যে ছেলেদের আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করার সুযোগ দেওয়া হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৭ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৯ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১২ ঘণ্টা আগে