নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় আট বছর ধরে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা নাজমুল হাসান পাপন আর এই দায়িত্বে থাকতে চান না। বেশ কিছু দিন ধরে এমন ইঙ্গিত দিয়ে আসছেন তিনি। যদিও অতীতের দুই নির্বাচনে তাঁর বিপক্ষে দাঁড়ানোর আগ্রহ দেখাননি কেউ। তবে পাপন এবার চান উন্মুক্ত প্যানেলেই হোক নির্বাচন। কিন্তু এতেও যে কেউ সভাপতি হতে আগ্রহ দেখাবেন না, সেটি মনে করিয়ে দিলেন পাপন নিজেই।
আজ মঙ্গলবার মিরপুরে বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেছেন, ‘আমার একটা জিনিস মনে হচ্ছে, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এ পদটা (বিসিবি সভাপতি) নিতে চাইবে!’
আবারও কি আপনাকে সভাপতি হিসেবে দেখা যাবে, এমন প্রশ্নে বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি চাই আমার বোর্ডে যারাই আসুক তারা যেন চ্যালেঞ্জ নিয়ে বলে, আমি সভাপতি হতে চাই। কেউ অন্তত বলুক, এখন তো কেউ বলেও না। এটা ভালো দিক না।’
ভবিষ্যতের জন্য নেতৃত্ব গড়ে তোলা জরুরি, সেটি মনে করিয়ে দিয়ে নাজমুল হাসান বলেন, ‘কারও জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত। যেখানে নতুনরা দায়িত্ব নিবে। নতুন নেতৃত্ব তৈরি করা উচিত এবং বাংলাদেশে লিডারশিপের অভাব নেই। কিছু কারণে কেউ আসতে চায় না।’
সবাই বিসিবির পরিচালক হতে চাইলেও প্রেসিডেন্ট হতে চায় না বলে মনে করেন নাজমুল হাসান। তিনি বলেন, ‘এমন কেউ নেই যে পরিচালক হতে চায় না। কিন্তু প্রেসিডেন্ট পদের কথাটা বললে আর কেউ নাম বলে না। কেন বলে না জানি না, কিন্তু আমি একটু ওপেন রাখতে চাই। আমি চেষ্টা করব। আমি বলি না আমি সফল। আমি চাই নতুন কেউ আসুক। আমি তাকে পুরো সমর্থন দেব। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমরা হেরে গেলেও সহায়তা দেব। এটা কিন্তু ঠিক না একজন চলছে তো চলছে, আর কারও ইচ্ছা করবে না।’

প্রায় আট বছর ধরে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা নাজমুল হাসান পাপন আর এই দায়িত্বে থাকতে চান না। বেশ কিছু দিন ধরে এমন ইঙ্গিত দিয়ে আসছেন তিনি। যদিও অতীতের দুই নির্বাচনে তাঁর বিপক্ষে দাঁড়ানোর আগ্রহ দেখাননি কেউ। তবে পাপন এবার চান উন্মুক্ত প্যানেলেই হোক নির্বাচন। কিন্তু এতেও যে কেউ সভাপতি হতে আগ্রহ দেখাবেন না, সেটি মনে করিয়ে দিলেন পাপন নিজেই।
আজ মঙ্গলবার মিরপুরে বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেছেন, ‘আমার একটা জিনিস মনে হচ্ছে, আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এ পদটা (বিসিবি সভাপতি) নিতে চাইবে!’
আবারও কি আপনাকে সভাপতি হিসেবে দেখা যাবে, এমন প্রশ্নে বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমি চাই আমার বোর্ডে যারাই আসুক তারা যেন চ্যালেঞ্জ নিয়ে বলে, আমি সভাপতি হতে চাই। কেউ অন্তত বলুক, এখন তো কেউ বলেও না। এটা ভালো দিক না।’
ভবিষ্যতের জন্য নেতৃত্ব গড়ে তোলা জরুরি, সেটি মনে করিয়ে দিয়ে নাজমুল হাসান বলেন, ‘কারও জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত। যেখানে নতুনরা দায়িত্ব নিবে। নতুন নেতৃত্ব তৈরি করা উচিত এবং বাংলাদেশে লিডারশিপের অভাব নেই। কিছু কারণে কেউ আসতে চায় না।’
সবাই বিসিবির পরিচালক হতে চাইলেও প্রেসিডেন্ট হতে চায় না বলে মনে করেন নাজমুল হাসান। তিনি বলেন, ‘এমন কেউ নেই যে পরিচালক হতে চায় না। কিন্তু প্রেসিডেন্ট পদের কথাটা বললে আর কেউ নাম বলে না। কেন বলে না জানি না, কিন্তু আমি একটু ওপেন রাখতে চাই। আমি চেষ্টা করব। আমি বলি না আমি সফল। আমি চাই নতুন কেউ আসুক। আমি তাকে পুরো সমর্থন দেব। আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমরা হেরে গেলেও সহায়তা দেব। এটা কিন্তু ঠিক না একজন চলছে তো চলছে, আর কারও ইচ্ছা করবে না।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৩ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৩ ঘণ্টা আগে