
টানা চার ম্যাচে হারের পর জয়ে ফিরল গল টাইটানস। কাসুন রাজিথার তোপ দাগানো বোলিং, লাহিরু কুমারা-সাকিব আল হাসানদের ঘূর্ণিতে ৮৯ রানেই অলআউট হয়ে যায় জাফনা কিংস। টিম সাইফার্টের ফিফটিতে ৬.৩ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে গল।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জাফনার অধিনায়ক থিসারা পেরেরা। আগে ব্যাটিং করে গলের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়া ছিল উদ্দেশ্য। তবে ব্যাটাররা সেটি করতে একদমই ব্যর্থ হয়েছেন। কিন্তু দুই ওপেনার ও মিডল অর্ডারের দুই ব্যাটারকে ফিরিয়ে জাফনার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন রাজিথা। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এ পেসার।
জাফনার হয়ে দুনিথ ওয়েললাগে সর্বোচ্চ ২২ রান করেছেন। ওয়েললাগে ছাড়া প্রথম সাত ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৪ ওভারে ১৩ রান দিয়ে লাহিরু ২ উইকেট এবং ৪ ওভারে ১৩ রান দিয়ে সাকিব নিয়েছেন ১ উইকেট। দুটি উইকেট নেন তাবরাইজ শামসি। শেষ পর্যন্ত পেরেরার ১৩ ও মহেশ থিকসানার ১৩ রানের সৌজন্যে ২০ ওভারে ৮৯ রান করে জাফনা।
দাপুটে বোলিংয়ের পর গলের ব্যাটিংও ছিল দুর্দান্ত। ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজ জয় পায় তারা। ৪২ বলে ৫৫ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ রাখেন ওপেনার সাইফার্ট। কিউই ব্যাটারের ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছক্কা। আরেক ওপেনার ভানুকা রাজাপাক্ষের ব্যাট থেকে আসে ১৫ রান।
পরে চ্যাড ভয়েস ১৩ ও অধিনায়ক দাসুন শানাকা ২ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। বোলিংয়ের কিপটে সাকিব, ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরতে পারেননি। ৪ বলে ২ রান করে আউট হন এই অলরাউন্ডার। শোয়েব মালিক ও দিলশান মাদুশাঙ্কা জাফনার হয়ে একটি করে উইকেট নিয়েছেন।
এ জয়ে জাফনার চেয়ে এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে গল। তিনে থাকা জাফনারও ৬ পয়েন্ট। দুই দলই কোয়ালিফায়ার রাউন্ডের দৌড়ে আছে।

টানা চার ম্যাচে হারের পর জয়ে ফিরল গল টাইটানস। কাসুন রাজিথার তোপ দাগানো বোলিং, লাহিরু কুমারা-সাকিব আল হাসানদের ঘূর্ণিতে ৮৯ রানেই অলআউট হয়ে যায় জাফনা কিংস। টিম সাইফার্টের ফিফটিতে ৬.৩ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে গল।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জাফনার অধিনায়ক থিসারা পেরেরা। আগে ব্যাটিং করে গলের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়া ছিল উদ্দেশ্য। তবে ব্যাটাররা সেটি করতে একদমই ব্যর্থ হয়েছেন। কিন্তু দুই ওপেনার ও মিডল অর্ডারের দুই ব্যাটারকে ফিরিয়ে জাফনার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন রাজিথা। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এ পেসার।
জাফনার হয়ে দুনিথ ওয়েললাগে সর্বোচ্চ ২২ রান করেছেন। ওয়েললাগে ছাড়া প্রথম সাত ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৪ ওভারে ১৩ রান দিয়ে লাহিরু ২ উইকেট এবং ৪ ওভারে ১৩ রান দিয়ে সাকিব নিয়েছেন ১ উইকেট। দুটি উইকেট নেন তাবরাইজ শামসি। শেষ পর্যন্ত পেরেরার ১৩ ও মহেশ থিকসানার ১৩ রানের সৌজন্যে ২০ ওভারে ৮৯ রান করে জাফনা।
দাপুটে বোলিংয়ের পর গলের ব্যাটিংও ছিল দুর্দান্ত। ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজ জয় পায় তারা। ৪২ বলে ৫৫ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ রাখেন ওপেনার সাইফার্ট। কিউই ব্যাটারের ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছক্কা। আরেক ওপেনার ভানুকা রাজাপাক্ষের ব্যাট থেকে আসে ১৫ রান।
পরে চ্যাড ভয়েস ১৩ ও অধিনায়ক দাসুন শানাকা ২ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। বোলিংয়ের কিপটে সাকিব, ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরতে পারেননি। ৪ বলে ২ রান করে আউট হন এই অলরাউন্ডার। শোয়েব মালিক ও দিলশান মাদুশাঙ্কা জাফনার হয়ে একটি করে উইকেট নিয়েছেন।
এ জয়ে জাফনার চেয়ে এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে গল। তিনে থাকা জাফনারও ৬ পয়েন্ট। দুই দলই কোয়ালিফায়ার রাউন্ডের দৌড়ে আছে।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৮ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৯ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
১০ ঘণ্টা আগে