
ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি জিম্বাবুয়ে। এবার শঙ্কা জেগেছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাবে কিনা। এই শঙ্কাটা আরও জোরালো হয় গতকাল উগান্ডার কাছে ৫ উইকেটে হেরে যাওয়ায়।
আজ অবশ্য রুয়ান্ডাকে উড়িয়ে দিয়ে শঙ্কাটা কমিয়ে এনেছে জিম্বাবুয়ে। প্রতিপক্ষকে ১৪৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আফ্রিকা অঞ্চল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে তারা।
শক্তি-সামর্থ্যে অনেক পেছনে থাকা উগান্ডার কাছে হারের জ্বালা আজ দুর্দান্তভাবে মিটিয়েছে জিম্বাবুয়ে। রুয়ান্ডার বিপক্ষে রানের হিসেবে নিজেদের সবচেয়ে বড় জয় পেয়েছে তারা। ১৪৪ রানের জয়ের কাজটা করতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সিকান্দার রাজা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজার ৫৮ ও তাদিওয়ানাশে মারুমানির ৫০ রানের সৌজন্যে ৪ উইকেটে ২১৫ রান পায় জিম্বাবুয়ে। বিশাল এই সংগ্রহে অবশ্য পাঁচে নামা রায়ান বার্লের ২১ বলে ৪৪ রানের ঝোড়ো ইংনিসের অবদানও কম নয়। তাদের ইনিংসে ম্যাচের ভাগ্য বলা যায় ঠিক হয়ে গিয়েছিল।
ম্যাচ শেষেও তাই হলো। ২১৬ রান তাড়া করতে নেমে মাত্র ৭১ রানে অলআউট হয় রুয়ান্ডা। প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার কাজটা শুরুতে রিচার্ড নাগারাভা করলেও ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন রাজা। দলীয় ১৯ তম ওভার করতে এসে শেষ ৩ উইকেটই নেন তিনি। এতে করে হ্যাটট্রিকও পূর্ণ হয় তাঁর।
ব্যাটিংয়ে ফিফটি আর হ্যাটট্রিক করে বিরল এক রেকর্ডও গড়েছেন রাজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ফিফটি ও হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক। তাঁর আগে একমাত্র ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের মালিক ছিলেন জেজে স্মিট। ২০২২ সালে উগান্ডার বিপক্ষে ৭১ রান ও ৬ উইকেট নেওয়ার ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন নামিবিয়ার অলরাউন্ডার।
শেষ দুই ম্যাচে জয় পেলে বিশ্বকাপের টিকিট মিলতে পারে জিম্বাবুয়ের। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তিনে রয়েছে জিম্বাবুয়ে। সমান পয়েন্ট অবশ্য উগান্ডারও। তবে এক ম্যাচ কম খেলা উগান্ডা নেট রানরেটে পিছিয়ে থাকায় চারে আছে। এই দুই দলের ওপরে কেনিয়া ও নামিবিয়া রয়েছে।
৪ ম্যাচে ৬ পয়েন্টে দুইয়ে ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে খেলা কেনিয়া। আর এখন পর্যন্ত অপরাজিত থাকা নামিবিয়া ৪ ম্যাচে ৮ পয়েন্টে শীর্ষে আছে। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে আফ্রিকা অঞ্চল থেকে বাছাইপর্বের শীর্ষ দুই দল সুযোগ পাবে।

ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি জিম্বাবুয়ে। এবার শঙ্কা জেগেছে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাবে কিনা। এই শঙ্কাটা আরও জোরালো হয় গতকাল উগান্ডার কাছে ৫ উইকেটে হেরে যাওয়ায়।
আজ অবশ্য রুয়ান্ডাকে উড়িয়ে দিয়ে শঙ্কাটা কমিয়ে এনেছে জিম্বাবুয়ে। প্রতিপক্ষকে ১৪৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আফ্রিকা অঞ্চল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে তারা।
শক্তি-সামর্থ্যে অনেক পেছনে থাকা উগান্ডার কাছে হারের জ্বালা আজ দুর্দান্তভাবে মিটিয়েছে জিম্বাবুয়ে। রুয়ান্ডার বিপক্ষে রানের হিসেবে নিজেদের সবচেয়ে বড় জয় পেয়েছে তারা। ১৪৪ রানের জয়ের কাজটা করতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক সিকান্দার রাজা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজার ৫৮ ও তাদিওয়ানাশে মারুমানির ৫০ রানের সৌজন্যে ৪ উইকেটে ২১৫ রান পায় জিম্বাবুয়ে। বিশাল এই সংগ্রহে অবশ্য পাঁচে নামা রায়ান বার্লের ২১ বলে ৪৪ রানের ঝোড়ো ইংনিসের অবদানও কম নয়। তাদের ইনিংসে ম্যাচের ভাগ্য বলা যায় ঠিক হয়ে গিয়েছিল।
ম্যাচ শেষেও তাই হলো। ২১৬ রান তাড়া করতে নেমে মাত্র ৭১ রানে অলআউট হয় রুয়ান্ডা। প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার কাজটা শুরুতে রিচার্ড নাগারাভা করলেও ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন রাজা। দলীয় ১৯ তম ওভার করতে এসে শেষ ৩ উইকেটই নেন তিনি। এতে করে হ্যাটট্রিকও পূর্ণ হয় তাঁর।
ব্যাটিংয়ে ফিফটি আর হ্যাটট্রিক করে বিরল এক রেকর্ডও গড়েছেন রাজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ফিফটি ও হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক। তাঁর আগে একমাত্র ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের মালিক ছিলেন জেজে স্মিট। ২০২২ সালে উগান্ডার বিপক্ষে ৭১ রান ও ৬ উইকেট নেওয়ার ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন নামিবিয়ার অলরাউন্ডার।
শেষ দুই ম্যাচে জয় পেলে বিশ্বকাপের টিকিট মিলতে পারে জিম্বাবুয়ের। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তিনে রয়েছে জিম্বাবুয়ে। সমান পয়েন্ট অবশ্য উগান্ডারও। তবে এক ম্যাচ কম খেলা উগান্ডা নেট রানরেটে পিছিয়ে থাকায় চারে আছে। এই দুই দলের ওপরে কেনিয়া ও নামিবিয়া রয়েছে।
৪ ম্যাচে ৬ পয়েন্টে দুইয়ে ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে খেলা কেনিয়া। আর এখন পর্যন্ত অপরাজিত থাকা নামিবিয়া ৪ ম্যাচে ৮ পয়েন্টে শীর্ষে আছে। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে আফ্রিকা অঞ্চল থেকে বাছাইপর্বের শীর্ষ দুই দল সুযোগ পাবে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৯ ঘণ্টা আগে