Ajker Patrika

বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে টানছেন মুমিনুল

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৫: ২৭
বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলছেন মুমিনুল হক। ছবি: বিসিবি
বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলছেন মুমিনুল হক। ছবি: বিসিবি

বাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্য, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে এখন লড়ে যাচ্ছেন মুমিনুল হক।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের যা সর্বনাশ হওয়ার হয়েছিল দ্বিতীয় দিন বিকেলেই। প্রথম ইনিংসে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন শান্তরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের সকালে তো ধৈর্যের পরীক্ষা দিতেই ব্যর্থ বাংলাদেশ। ৮ উইকেটে ১৩৭ রান করে তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে গেল স্বাগতিকেরা। মুমিনুল ৭৪ রান করে অপরাজিত আছেন।

তৃতীয় দিনের খেলা শুরুর পর চতুর্থ ওভারেই ধস নামতে থাকে বাংলাদেশের ইনিংসে। স্বাগতিকদের প্রথম ইনিংসের ১৩তম ওভারের পঞ্চম বলে শান্তকে ফিরিয়েছেন কাগিসো রাবাদা। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকা বাংলাদেশ অধিনায়ক ক্যাচ তুলে দিলেন অধিনায়ক কাইল ভেরেইনের হাতে। ১৭ বলে ২ চারে ৯ রান করে আউট হয়েছেন শান্ত।

অধিনায়ক শান্তর পর একে একে ড্রেসিংরুমের পথ ধরেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৪ উইকেটে ৪৬ রান থেকে মুহূর্তেই বাংলাদেশ পরিণত হয় ৮ উইকেটে ৪৮ রানে। মুশফিক, অঙ্কন দুজনেই ডাক মেরেছেন। মিরাজ আউট হয়েছেন ১ রান করে; যার মধ্যে মিরাজ, অঙ্কন দুই ব্যাটারকে একই ওভারে (১৫তম ওভারে) ফিরিয়েছেন রাবাদা। টেস্টে অভিষিক্ত অঙ্কন উইকেটরক্ষক হিসেবে যেমন ব্যর্থ, ব্যাটিংয়েও সেই ছাপ দেখা গেছে।

অঙ্কনকে ফিরিয়েই টেস্ট ইনিংসে ১৬ বার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন রাবাদা। ১৪.৫ ওভারে ৮ উইকেটে ৪৮ রানে পরিণত হওয়া বাংলাদেশের সামনে তখন ১০০-এর আগে অলআউট হওয়া সময়ের ব্যাপার মনে হচ্ছিল। এক প্রান্ত আগলে রেখে মুমিনুল খেললেও বাকি দুই ব্যাটার তাইজুল ইসলাম, নাহিদ রানাকে নিয়ে কতক্ষণই বা টিকবে বাংলাদেশ—এমন আশঙ্কা কাজ করছিল। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই প্রতিরোধ গড়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন মুমিনুল ও তাইজুল। নবম উইকেট জুটিতে মুমিনুল-তাইজুল ৮৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ফেলেন। এই জুটি গড়তে ১৩৯ বল খেলেছেন তাঁরা। টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি করতে মুমিনুলের আরও ২৬ রান করতে হবে। তাইজুল ৬৭ বল খেলে ১৮ রানে অপরাজিত।

মুমিনুল-তাইজুলের জুটি বাংলাদেশকে একটি বিব্রতকর পরিস্থিতি থেকেই রক্ষা করেছে। ঘরের মাঠে বাংলাদেশ সর্বনিম্ন ৮৭ রানে অলআউট হয়েছিল। এ ঘটনা ঘটেছিল দুবার। প্রথমবার ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দ্বিতীয়টি ১৯ পর বছর মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে।

টেস্টে ঘরের মাঠে বাংলাদেশের সর্বনিম্ন পাঁচ ইনিংস

স্কোর প্রতিপক্ষ ভেন্যু সাল

৮৭ ওয়েস্ট ইন্ডিজ ঢাকা ২০০২

৮৭ পাকিস্তান মিরপুর ২০২১

৯১ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা ২০০০

১০২ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা ২০২২

১০৬ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্টিগা ২০০৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

ক্রীড়া ডেস্ক    
গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিপক্ষকে উড়িয়ে দিল আল নাসর। ছবি: এএফপি
গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিপক্ষকে উড়িয়ে দিল আল নাসর। ছবি: এএফপি

ক্রিস্টিয়ানো রোনালদোকে আটকে রাখা কি এতই সহজ! নিয়মিত গোল করছেন। যদি গোল করতে নাও পারেন, অ্যাসিস্ট করে দলের জয়ে অবদান রাখেন। গত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর ম্যাচে ঘটেছে এমন ঘটনা। প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে তাঁর দল আল নাসর।

এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর ম্যাচে গত রাতে আল নাসর খেলেছে আল জাওরার বিপক্ষে। এই ম্যাচে গোল না পেলেও সতীর্থকে দিয়ে একটি গোল করিয়েছেন রোনালদো।রিয়াদের আল আওয়াল পার্কে আল জাওরাকে ৫-১ গোলে হারিয়েছে আল নাসর। প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভেদ করে যেভাবে রোনালদোর অ্যাসিস্টে গোল করেছেন জোয়াও ফেলিক্স, সেটা সামাজিক মাধ্যমে ভাইরাল। এই ম্যাচে আল নাসরের চার ফুটবলার করেছেন ৫ গোল।

আল জাওরার বিপক্ষে ৩০ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসর। ১২, ১৯ ও ২৯ মিনিটে আল নাসরের গোল তিনটি করেছেন কিংসলে কোমান, ওয়েসলি ও আব্দুল্লাহ আল আমরি। যার মধ্যে কিংসলে কোমানকে দিয়ে গোল করিয়েছেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ২৯ মিনিটে আমরির গোলে অ্যাসিস্ট করেছেন ফেলিক্স। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ব্যবধান চারগুণ করে ফেলে আল নাসর। ৪৪ মিনিটে ডি বক্সের কাছাকাছি গিয়ে রোনালদো পাস রিসিভ করেন। তাঁর সামনে থাকা আল জাওরার ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে চিপ করে দেন। রোনালদোর পাস রিসিভ করে ফেলিক্স ছুটতে থাকেন আল জাওরার গোলপোস্ট বরাবর। তাঁকে থামাতে আপ্রাণ চেষ্টা করেন আল জাওরার ডিফেন্ডাররা। প্রথমে ফেলিক্সের শট গোলবারে আটকে যাওয়ার পর ডান দিক থেকে আসা প্রতিপক্ষ ডিফেন্ডার সেটা ক্লিয়ার করতে গেলে বল জালে জড়িয়ে যায়।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই গোলের দেখা পায় আল জাওরা। ৫০ মিনিটে স্ট্রাইকার ইবরাহিম বাদামোসির গোলে ব্যবধান কমায় আল জাওরা। দ্রুতই ব্যবধান বাড়িয়ে নেয় আল নাসর। ৫৬ মিনিটে কোমান করেন নিজের দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয়ে মাঠ ছাড়ে আল নাসর। ৬ ম্যাচে ৬ জয়ে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে শীর্ষস্থানে থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু শেষ করেছে রোনালদোর দল। সমান ৯ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আল জাওরা ও ইস্তিকলল। গোয়া ৬ ম্যাচ খেলেও কোনো পয়েন্ট পায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১০: ৪১
এবারের আইএল টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ছবি: ফেসবুক
এবারের আইএল টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ছবি: ফেসবুক

সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) স্বপ্নের মতো এক সময় কাটিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতের স্লোয়ার-কাটারে ব্যাটারদের বোকা বানিয়েছেন। পাল্লা দিয়ে উইকেট নিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু এনে দিয়েছেন দুবাই ক্যাপিটালসকে। এক ম্যাচ হাতে রেখেই তাঁর দল উঠে গেছে প্লে অফে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মোস্তাফিজের এবারের মতো আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ করলেন। পুরো টুর্নামেন্টে বৈচিত্র্যময় বোলিংয়ে উইকেট তুলে নিয়েছেন। কোনো ম্যাচে শুরুতে বাজে বোলিং করলেও পরে সেটা পুষিয়ে দিয়েছেন। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট। পরিসংখ্যানের দিকে না তাকিয়ে যাঁরা বরং তাঁর ম্যাচগুলো দেখেছেন, তাঁর জাদুকরী বোলিংটা স্পষ্ট বুঝতে পেরেছেন। ২১ ডিসেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গালফ জায়ান্টসের বিপক্ষে হয়েছেন ম্যাচসেরা। এই ম্যাচেই এক ওভারে নিয়েছেন ৩ উইকেট।

শারজা ওয়ারিয়র্সের অধিনায়ক সিকান্দার রাজাকে গত রাতে যেভাবে বোকা বানিয়ে উইকেট নিয়েছেন, সেটার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছে দুবাই ক্যাপিটালস ও আইএল টি-টোয়েন্টি কর্তৃপক্ষ। ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলে মোস্তাফিজের বল কীভাবে খেলবেন, সেটা বুঝে উঠতে না পেরে রাজা সোজা ক্যাচ তুলে দিয়েছেন মোস্তাফিজের হাতে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আইএল টি-টোয়েন্টি লিখেছে, ‘সবার জন্য সহজ ব্যাপার না এটা। মোস্তাফিজুর রহমান প্রতিপক্ষকে নানারকমভাবে বোকা বানাতে পারেন। এগুলো এমন এক রহস্য, যা বিশ্বের সেরা গোয়েন্দারা খুঁজে পাবেন না।’

৪ ওভারে ২৭ রানে ১ উইকেট নিয়ে মোস্তাফিজ তাঁর ২০২৫ সালের আইএল টি-টোয়েন্টি পর্ব শেষ করলেন। গত রাতে রাজাকে যেভাবে বোকা বানিয়েছেন মোস্তাফিজ, তাতে মুগ্ধ তাঁর (মোস্তাফিজ) দল দুবাই ক্যাপিটালস। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে দুবাই ক্যাপিটালস লিখেছে,‘মোস্তাফিজকে কখনোই থামিয়ে রাখতে পারবেন না।’ টস হেরে আগে ব্যাটিং পেয়ে শারজা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করেছে। জবাবে ৫ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে দুবাই ক্যাপিটালস কেটেছে প্লে অফের টিকিট। ৫০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন দুবাই ক্যাপিটালসের টপ অর্ডার ব্যাটার জর্ডান কক্স।

লিগ পর্বে দুবাই ক্যাপিটালসের শেষ ম্যাচ শনিবার এমআই এমিরেটসের বিপক্ষে। তবে এই ম্যাচে মোস্তাফিজকে পাবে না দুবাই। কারণ, বিপিএল খেলতে মোস্তাফিজ দেশে ফিরছেন। এবারের বিপিএলে তাঁকে সরাসরি চুক্তিতে নিয়েছে রংপুর রাইডার্স। সোমবার চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে রংপুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আইএল টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেছেন কাটার মাস্টার। ছবি: সংগৃহীত
আইএল টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেছেন কাটার মাস্টার। ছবি: সংগৃহীত

আইপিএলে কেন কলকাতা নাইট রাইডার্স এবার তাঁকে ১২ কোটি টাকায় নিয়েছে, সেটি খুব ভালোভাবেই আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে বুঝিয়ে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। আজ একটা পর্যায়ে মোস্তাফিজের নামটা উইকেটশিকারির তালিকায় যৌথভাবে শীর্ষে ছিল।

শারজা ওয়ারিয়র্জের বিপক্ষে ম্যাচটি খেলে কাল দুপুরে ঢাকায় ফিরে আসার কথা মোস্তাফিজের। এসেই নেমে পড়তে হবে বিপিএল খেলতে। সিলেটে তাঁর দল রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ আগামী সোমবারে। ঢাকায় ফিরে দুদিনের সংক্ষিপ্ত বিরতিতে তিনি চলে যাবেন সাতক্ষীরায় গ্রামের বাড়িতে। সেখান থেকে ফিরে দলে যোগ দেবেন রোববার।

বিপিএলে যোগ দেওয়ার আগে একাধিক সুখবর পেলেন মোস্তাফিজ। আইপিএল নিলামে তিনি বিক্রি হয়েছেন রেকর্ড দামে। আরব আমিরাতে দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টিতেও ধারাবাহিক ভালো খেলেছেন। ৮ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। আজ শারজার বিপক্ষে শীর্ষ উইকেটশিকারি হওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন সতীর্থ ওয়াকার সালামখেইলের সঙ্গে। ওয়াকার ২ উইকেট নিয়ে টপকে যান মোস্তাফিজকে। তবু টুর্নামেন্টজুড়ে যে বোলিং করেছেন মোস্তাফিজ, আজ দেশে ফেরায় তাঁকে নিশ্চিতভাবেই মিস করবে দুবাই ক্যাপিটালস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

ক্রীড়া ডেস্ক    
পাইপলাইন সমৃদ্ধ করতে চায় বিসিবি। ফাইল ছবি
পাইপলাইন সমৃদ্ধ করতে চায় বিসিবি। ফাইল ছবি

বয়সভিত্তিক ক্রিকেটে নতুন একটি টুর্নামেন্ট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেটির নাম ‘রাইজিং স্টার অনূর্ধ্ব-২৩ ’। সংস্থাটির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানালেন, টুর্নামেন্টটি হবে অনেকটা বিসিএলের মতো। যেখানে অংশ নেবে চারটা দল। দলগুলো হলো–পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল।

টুর্নামেন্ট হবে ডাবল লিগ পদ্ধতিতে। সেখান থেকে শীর্ষ দুই দল শিরোপার লড়াই করবে। অনূর্ধ্ব-২৩ পর্যায়ের এই টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৩১ টি। মূলত পাইপলাইন সমৃদ্ধ করতেই এই উদ্যোগ নিয়েছে বিসিবি।

সংবাদমাধ্যমকে আমজাদ বলেন, ‘আমরা রাইজিং স্টার অনূর্ধ্ব ২৩ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করব। এটা বিসিএলের মতই হবে। অনূর্ধ্ব ২৩ এর পর নির্দিষ্ট কোনো টুর্নামেন্ট ছিল না। কিন্তু এবার হচ্ছে। ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে এই টুর্নামেন্ট করার পরিকল্পনা করছি আমরা।’

টুর্নামেন্টের ভেন্যু প্রসঙ্গে আমজাদ বলেন, ‘চট্টগ্রামে দুটো স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। ডাবল লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করব। ফাইনাল ঢাকায় হবে। এগুলো ছিল আমাদের প্রধান কিছু সিদ্ধান্ত।’

আসন্ন নতুন বছরে বিসিবি সারা বাংলাদেশে ১০০ উইকেট বানাতে চায়, যেটির নাম দেওয়া হয়েছে ‘১০০ উইকেটস ইন ২০২৬ ’। আমজাদ বলেন, ‘জেলা লিগগুলো সচল করার সিদ্ধান্ত হয়েছে। গত বছর মাত্র ১২টি জেলায় লিগ হয়েছিল, নতুন বছরে আমাদের লক্ষ্য অন্তত ৪০টি জেলায় লিগ আয়োজন করা। আমাদের নতুন একটি থিম লঞ্চ করা হয়েছে ‘১০০ উইকেটস ইন ২০২৬ ’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত