নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে সাদা বলের ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছে গেলেন সাকিব আল হাসান। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মোহাম্মদ নবীকে আউট করে স্বপ্নের ঠিকানায় পৌঁছে যান বাঁহাতি অলরাউন্ডার।
দেড় দশকেরও বেশি সময়ের ওয়ানডে ক্যারিয়ারে ২১৮ ম্যাচে ২৮২টি উইকেট নিয়েছেন সাকিব। এর মধ্যে তিন ম্যাচে বোলিং করেননি। আর ৯৫টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১১৯ টি। এই সংস্করণে এক ম্যাচে বল করেননি তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলে সাকিবের উইকেট সংখ্যা এখন ৪০১ টি।
ম্যাচে সাকিবের দ্বিতীয় শিকার নাজিবুল্লাহ জাদরান। তবে মাইলফলক ছুঁয়েছেন নবীকে আফিফ হোসেনের ক্যাচে পরিণত করে। আফগানিস্তান ৮ রানে ৩ উইকেট হারানোর পর এই দুজনই উইকেটে থিতু হয়েছিলেন। দুজনকে আউট করে ম্যাচ জিততে বড় ভূমিকা রাখেন সাকিব।
তবে বাংলাদেশের প্রথম হলেও, সব মিলিয়ে রেকর্ডে সাদা বলের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাকিবের অবস্থান নবম। তাঁর ওপরে থাকা শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিন্দা ভাস ৩২৮ ম্যাচে ৪০৬ উইকেট নিয়ে অবসরে গেছেন। সাকিবের ম্যাচ ৩১৩ টি। ৩৬২ ম্যাচে ৫৪৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন আরেক লঙ্কান মহাতারকা মুত্তিয়া মুরালিধরন।
মাইলফলক ছোঁয়ার বাইরেও আজ বড় একটা কীর্তি গড়েছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার রেকর্ড গড়েছেন বাঁহাতি অলরাউন্ডার। এই রেকর্ডে এখন থেকে তাঁর নামটা লেখা হবে শহিদ আফ্রিদির আগেই। পাকিস্তানি কিংবদন্তি অলরাউন্ডার এই ফরম্যাটে ৮৩০টি ডট দিয়েছেন।

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে সাদা বলের ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছে গেলেন সাকিব আল হাসান। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মোহাম্মদ নবীকে আউট করে স্বপ্নের ঠিকানায় পৌঁছে যান বাঁহাতি অলরাউন্ডার।
দেড় দশকেরও বেশি সময়ের ওয়ানডে ক্যারিয়ারে ২১৮ ম্যাচে ২৮২টি উইকেট নিয়েছেন সাকিব। এর মধ্যে তিন ম্যাচে বোলিং করেননি। আর ৯৫টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১১৯ টি। এই সংস্করণে এক ম্যাচে বল করেননি তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলে সাকিবের উইকেট সংখ্যা এখন ৪০১ টি।
ম্যাচে সাকিবের দ্বিতীয় শিকার নাজিবুল্লাহ জাদরান। তবে মাইলফলক ছুঁয়েছেন নবীকে আফিফ হোসেনের ক্যাচে পরিণত করে। আফগানিস্তান ৮ রানে ৩ উইকেট হারানোর পর এই দুজনই উইকেটে থিতু হয়েছিলেন। দুজনকে আউট করে ম্যাচ জিততে বড় ভূমিকা রাখেন সাকিব।
তবে বাংলাদেশের প্রথম হলেও, সব মিলিয়ে রেকর্ডে সাদা বলের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাকিবের অবস্থান নবম। তাঁর ওপরে থাকা শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিন্দা ভাস ৩২৮ ম্যাচে ৪০৬ উইকেট নিয়ে অবসরে গেছেন। সাকিবের ম্যাচ ৩১৩ টি। ৩৬২ ম্যাচে ৫৪৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন আরেক লঙ্কান মহাতারকা মুত্তিয়া মুরালিধরন।
মাইলফলক ছোঁয়ার বাইরেও আজ বড় একটা কীর্তি গড়েছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার রেকর্ড গড়েছেন বাঁহাতি অলরাউন্ডার। এই রেকর্ডে এখন থেকে তাঁর নামটা লেখা হবে শহিদ আফ্রিদির আগেই। পাকিস্তানি কিংবদন্তি অলরাউন্ডার এই ফরম্যাটে ৮৩০টি ডট দিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে