
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পারফরম্যান্স মেন্টরের দায়িত্ব পেয়েছেন ব্রায়ান লারা। গতকাল এক বিবৃতিতে লারার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সব আন্তর্জাতিক দল ও বোর্ডের একাডেমির সঙ্গে কাজ করবেন লারা। কোচদের সহযোগিতা করা ও ক্রিকেটারদের কৌশলগত পরামর্শ দিয়ে ক্রিকেটজ্ঞান উন্নত করাই হবে তাঁর কাজ। তাছাড়া বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে ক্রিকেট পরিচালকের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই বাঁহাতি ব্যাটার।
মেন্টরের দায়িত্ব পেয়ে খুব উচ্ছ্বসিত লারা। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটার বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় খেলোয়াড় ও কোচদের সঙ্গে সময় কাটিয়ে এবং সিডব্লুআইয়ের সঙ্গে আলোচনা করে আমি ভীষণ আত্মবিশ্বাসী। মানসিক দৃষ্টিভঙ্গির সঙ্গে কৌশলের সমন্বয় করে কীভাবে খেলোয়াড়েরা সফল হবে, সেই ব্যাপারে সাহায্য করতে পারি।’
মেন্টর লারার কাজ দেখতে মুখিয়ে আছেন সিডব্লুআই পরিচালক জিমি অ্যাডামস। অ্যাডামস বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে, তিনি আমাদের উচ্চমানের পারফর্ম করার মানসিকতা ও কৌশলগত সংস্কৃতিকে উন্নত করতে সহায়তা করবেন। এটাই আমাদের সব সংস্করণে সাফল্য এনে দেবে। তাঁকে পেয়ে খেলোয়াড়েরা উচ্ছ্বসিত।’
ওয়েস্ট ইন্ডিজের জিম্বাবুয়ে সফর দিয়েই মেন্টর হিসেবে দায়িত্ব শুরু করতে যাচ্ছেন লারা। এই সফরে দুটি টেস্ট খেলবে ক্যারিবীয়রা। আগামী ৪ ফেব্রুয়ারি বুলাওয়ে টেস্ট দিয়ে শুরু হবে জিম্বাবুয়ে–ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। একই মাঠে ১২ ফেব্রুয়ারী হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পারফরম্যান্স মেন্টরের দায়িত্ব পেয়েছেন ব্রায়ান লারা। গতকাল এক বিবৃতিতে লারার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সব আন্তর্জাতিক দল ও বোর্ডের একাডেমির সঙ্গে কাজ করবেন লারা। কোচদের সহযোগিতা করা ও ক্রিকেটারদের কৌশলগত পরামর্শ দিয়ে ক্রিকেটজ্ঞান উন্নত করাই হবে তাঁর কাজ। তাছাড়া বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে ক্রিকেট পরিচালকের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই বাঁহাতি ব্যাটার।
মেন্টরের দায়িত্ব পেয়ে খুব উচ্ছ্বসিত লারা। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটার বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় খেলোয়াড় ও কোচদের সঙ্গে সময় কাটিয়ে এবং সিডব্লুআইয়ের সঙ্গে আলোচনা করে আমি ভীষণ আত্মবিশ্বাসী। মানসিক দৃষ্টিভঙ্গির সঙ্গে কৌশলের সমন্বয় করে কীভাবে খেলোয়াড়েরা সফল হবে, সেই ব্যাপারে সাহায্য করতে পারি।’
মেন্টর লারার কাজ দেখতে মুখিয়ে আছেন সিডব্লুআই পরিচালক জিমি অ্যাডামস। অ্যাডামস বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে, তিনি আমাদের উচ্চমানের পারফর্ম করার মানসিকতা ও কৌশলগত সংস্কৃতিকে উন্নত করতে সহায়তা করবেন। এটাই আমাদের সব সংস্করণে সাফল্য এনে দেবে। তাঁকে পেয়ে খেলোয়াড়েরা উচ্ছ্বসিত।’
ওয়েস্ট ইন্ডিজের জিম্বাবুয়ে সফর দিয়েই মেন্টর হিসেবে দায়িত্ব শুরু করতে যাচ্ছেন লারা। এই সফরে দুটি টেস্ট খেলবে ক্যারিবীয়রা। আগামী ৪ ফেব্রুয়ারি বুলাওয়ে টেস্ট দিয়ে শুরু হবে জিম্বাবুয়ে–ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। একই মাঠে ১২ ফেব্রুয়ারী হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
১৭ মিনিট আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৮ ঘণ্টা আগে