নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জানা গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের সূচি। এই সিরিজে হবে তিন ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ। তিন স্টেডিয়ামে হবে এই পাঁচ ম্যাচ।
বিসিবি আজ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের সূচি প্রকাশ করেছে। ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’। এই ম্যাচের পর দুদিন বিরতি পাচ্ছে দল দুটি। ১০ মে সিলেট আউটার স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে।
ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের দুটি চার দিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হওয়া প্রথম চার দিনের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২১ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এর আগে বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ সামনে রেখে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) দুই কর্মকর্তা এ মাসের শুরুতে বাংলাদেশে এসেছিলেন। দুই দিনের সফরে তাঁরা দেশের ভেন্যুগুলো পর্যবেক্ষণ করেছিলেন।
২০২৪ সালে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। কিন্তু ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতা চলছিল বাংলাদেশে। সে কারণে তখন সফর স্থগিত করেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। একই কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গিয়েছিল। ভেন্যু বদলে সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল আইসিসির এই ইভেন্টটি।
তারিখ | ভেন্যু | |
---|---|---|
প্রথম ওয়ানডে | ৫ মে | সিলেট |
দ্বিতীয় ওয়ানডে | ৭ মে | সিলেট |
তৃতীয় ওয়ানডে | ১০ মে | সিলেট আউটার |
প্রথম চারদিনের ম্যাচ | ১৪ মে | সিলেট |
দ্বিতীয় চারদিনের ম্যাচ | ২১ মে | মিরপুর |
জানা গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের সূচি। এই সিরিজে হবে তিন ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ। তিন স্টেডিয়ামে হবে এই পাঁচ ম্যাচ।
বিসিবি আজ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের সূচি প্রকাশ করেছে। ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’। এই ম্যাচের পর দুদিন বিরতি পাচ্ছে দল দুটি। ১০ মে সিলেট আউটার স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে।
ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের দুটি চার দিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হওয়া প্রথম চার দিনের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২১ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এর আগে বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ সামনে রেখে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) দুই কর্মকর্তা এ মাসের শুরুতে বাংলাদেশে এসেছিলেন। দুই দিনের সফরে তাঁরা দেশের ভেন্যুগুলো পর্যবেক্ষণ করেছিলেন।
২০২৪ সালে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। কিন্তু ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতা চলছিল বাংলাদেশে। সে কারণে তখন সফর স্থগিত করেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। একই কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গিয়েছিল। ভেন্যু বদলে সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল আইসিসির এই ইভেন্টটি।
তারিখ | ভেন্যু | |
---|---|---|
প্রথম ওয়ানডে | ৫ মে | সিলেট |
দ্বিতীয় ওয়ানডে | ৭ মে | সিলেট |
তৃতীয় ওয়ানডে | ১০ মে | সিলেট আউটার |
প্রথম চারদিনের ম্যাচ | ১৪ মে | সিলেট |
দ্বিতীয় চারদিনের ম্যাচ | ২১ মে | মিরপুর |
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অঘোষিত ফাইনালে আবাহনীর কাছে হেরে শিরোপা বঞ্চিত হলো মোহামেডান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে তারা। আবাহনীর হ্যাটট্রিক শিরোপার বিপরীতে ১৫ বছর ধরে শিরোপাহীন থাকল মোহামেডান। ম্যাচ শেষে ঘটে গেল আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হারের পর মেজাজ
৩৬ মিনিট আগে১৩ বছরের এক ছেলে করন। গরিব অনাথ আশ্রমে থাকা এই বালকের একটি স্বপ্ন হচ্ছে বড় ক্রিকেটার হওয়া। দৈবভাবে কপিল দেবের একটি ব্যাট হাতে পায় করন। সেই ব্যাটেই ঝড় তোলে সে। মাত্র ১৩ বছর বয়সেই ৩ ইনিংসে ভারতের হয়ে করনের ব্যাটে আসে ৩৩৮ রান। সর্বোচ্চ অপরাজিত ১৭০ রানও করেন করন। এটা ছিল বলিউডের ‘চেইন কুলি কি মেইন কুলি’
১ ঘণ্টা আগেসকাল থেকে চা বিরতি পর্যন্ত আজ সাবলীলভাবেই এগোতে থাকে বাংলাদেশ। কিন্তু শেষ বিকেলে এসে এলোমেলো হয়ে যায় তারা। নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিক, মুশফিকুর রহিম—প্রত্যেকেই উইকেট উপহার দিয়ে এসেছেন জিম্বাবুয়েকে।
১ ঘণ্টা আগেএকই দিনে প্রায় কাছাকাছি সময়ে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখল আবাহনী লিমিটেড। মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসছে আকাশি-নীল জার্সির ক্রিকেটাররা। আর ১২২ কিলোমিটার দূরে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বেদনায় পুড়ছে ধানমন্ডির ক্লাবটির ফুটবল দল। ফেডারে
২ ঘণ্টা আগে