ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে। সিরিজের তৃতীয় ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে। এই সিরিজ শেষ হতে না হতেই ধারণা পাওয়া গেল বাংলাদেশ-পাকিস্তানের পরবর্তী সিরিজের সময়সূচির ব্যাপারে।
আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না হলেও বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট দল কবে সফর করবে, সিরিজের সময়সূচি নিয়ে ধারণা পাওয়া গেছে পাকিস্তানের ‘জিও সুপার’ গণমাধ্যমে। পাকিস্তানি গণমাধ্যমটির আজকের প্রতিবেদন অনুযায়ী, ১৮ জুলাই ঢাকায় আসার কথা পাকিস্তানি ক্রিকেট দলের। সূত্রের বরাতে জিও সুপার জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খসড়া সূচি তৈরি করে এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে। ২০, ২২ ও ২৪ জুলাই হতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়ার কথা বলে পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।
বাংলাদেশে যে পাকিস্তান দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে, সেটা ভবিষ্যৎ সফরসূচির অন্তর্ভুক্ত নয়। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার সময়ই দুই বোর্ডের মধ্যে বৈঠকের মাধ্যমে এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে জিও সুপার। বাংলাদেশ সফর শেষ করে পাকিস্তান দল ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বলে জানা গেছে।
প্রথম দুই টি-টোয়েন্টি হেরে বাংলাদেশ সিরিজ আগেই খুইয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম দুই ম্যাচেই পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দুই টি-টোয়েন্টিতেই সমান ২০১ রানের ইনিংস খেলেছে পাকিস্তান। যেখানে প্রথম ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ হেরেছে ৩৭ রানে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৭ রানে হারে লিটনের দল। তানজিম হাসান সাকিবের ফিফটিতেই মূলত ১০০-এর আগে অলআউট হওয়ার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। লিটনরা আজ নামবেন ধবলধোলাই এড়াতে।

বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে। সিরিজের তৃতীয় ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে। এই সিরিজ শেষ হতে না হতেই ধারণা পাওয়া গেল বাংলাদেশ-পাকিস্তানের পরবর্তী সিরিজের সময়সূচির ব্যাপারে।
আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না হলেও বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট দল কবে সফর করবে, সিরিজের সময়সূচি নিয়ে ধারণা পাওয়া গেছে পাকিস্তানের ‘জিও সুপার’ গণমাধ্যমে। পাকিস্তানি গণমাধ্যমটির আজকের প্রতিবেদন অনুযায়ী, ১৮ জুলাই ঢাকায় আসার কথা পাকিস্তানি ক্রিকেট দলের। সূত্রের বরাতে জিও সুপার জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খসড়া সূচি তৈরি করে এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে। ২০, ২২ ও ২৪ জুলাই হতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিনটি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়ার কথা বলে পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।
বাংলাদেশে যে পাকিস্তান দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে, সেটা ভবিষ্যৎ সফরসূচির অন্তর্ভুক্ত নয়। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার সময়ই দুই বোর্ডের মধ্যে বৈঠকের মাধ্যমে এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে জিও সুপার। বাংলাদেশ সফর শেষ করে পাকিস্তান দল ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বলে জানা গেছে।
প্রথম দুই টি-টোয়েন্টি হেরে বাংলাদেশ সিরিজ আগেই খুইয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম দুই ম্যাচেই পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দুই টি-টোয়েন্টিতেই সমান ২০১ রানের ইনিংস খেলেছে পাকিস্তান। যেখানে প্রথম ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ হেরেছে ৩৭ রানে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৭ রানে হারে লিটনের দল। তানজিম হাসান সাকিবের ফিফটিতেই মূলত ১০০-এর আগে অলআউট হওয়ার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। লিটনরা আজ নামবেন ধবলধোলাই এড়াতে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে