নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

প্রথম টেস্ট জিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে জিম্বাবুয়ে। টেস্টে তুলনামূলক অনভিজ্ঞ দল হলেও সেশন ধরে ধরে খেলার প্রক্রিয়াটাই কাজে লাগিয়ে সিলেটে বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে। এবারও একই প্রক্রিয়া অনুসরণ করবেন বলে জানিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন।
চট্টগ্রামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাচ শুরুর আগে আজ দুপুরে বাংলাদেশের অনুশীলনের পর আরভিনরা আসেন অনুশীলনে। কোচ ও সিনিয়র ক্রিকেটার শন উইলিয়ামসকে নিয়ে আরভিন উইকেট দেখতে এলেও মোটা চট দিয়ে ঢাকা ছিল। তারপরও ঢেকে রাখা উইকেটের সামনে চিন্তামগ্ন ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন আরভিনসহ বাকিরা।
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের পরই সংবাদ সম্মেলনে আসেন আরভিন। জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে জরুরি হলো সেই প্রক্রিয়াগুলো বুঝে নেওয়া, যেগুলো আমাদের টেস্ট জয় এনে দিয়েছে। শুধু ১-০ ব্যবধানে এগিয়ে আছি বলে বাড়তি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই বা এই ভেবে নয় যে এখন সিরিজ জিততেই হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত পুরো ব্যাপারটিকে ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া এবং নিজেদের প্রক্রিয়া ও পরিকল্পনায় অটুট থাকা। যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে এটা ধরে রাখতে পারলেই নিজেদের জন্য সেরা সুযোগ তৈরি হবে। ফলাফল নিয়ে আগে থেকেই ভাবতে শুরু করলে চলবে না।’
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ৩ উইকেটে জিতে টেস্টে ৪ বছর পর জয় পেল জিম্বাবুয়ে। বাংলাদেশ ম্যাচের আগে জিম্বাবুয়ে ১০ টেস্ট খেলে হেরেছিল ৮ ম্যাচেই। বাকি ২ ম্যাচ ড্র করেছিল জিম্বাবুয়ে। সিলেট টেস্ট জয়ে তাই সফরকারীদের আত্মবিশ্বাসও অনেক বেড়েছে। আরভিন বলেন, ‘সিলেটে জয় আমাদের মধ্যে অবশ্যই একটা ভালো আবহ, ভালো পরিবেশ এবং আত্মবিশ্বাস তৈরি করেছে। এই মুহূর্তে দলের ভেতর একটা দারুণ অনুভূতি কাজ করছে।’
চট্টগ্রামের উইকেট সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা না থাকলেও নেটে বলের গতি দেখে কিছুটা হলেও ধারণা করতে পেরেছেন আরভিন। জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘নেটে বল কিছুটা ধীরগতির মনে হয়েছে। সম্ভবত ম্যাচ যত এগোবে, স্পিন আরও বেশি প্রভাব ফেলতে পারে। তবে আবারও বলছি, কন্ডিশন বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটাই এখন সবচেয়ে জরুরি। আমরা চেষ্টা করব কন্ডিশন যতটা ভালোভাবে মূল্যায়ন করা যায়, যাতে টেস্ট ম্যাচ জয়ের সম্ভাবনা বাড়ে। যেমনটা বলেছি, কন্ডিশন মূল্যায়ন করাই মূল বিষয়। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য যতটা সম্ভব দেরি করতে চাই, যাতে বোঝা যায় কোন কম্বিনেশন আমাদের জন্য সবচেয়ে ভালো হবে।’

প্রথম টেস্ট জিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে জিম্বাবুয়ে। টেস্টে তুলনামূলক অনভিজ্ঞ দল হলেও সেশন ধরে ধরে খেলার প্রক্রিয়াটাই কাজে লাগিয়ে সিলেটে বাংলাদেশকে হারিয়েছে জিম্বাবুয়ে। এবারও একই প্রক্রিয়া অনুসরণ করবেন বলে জানিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন।
চট্টগ্রামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাচ শুরুর আগে আজ দুপুরে বাংলাদেশের অনুশীলনের পর আরভিনরা আসেন অনুশীলনে। কোচ ও সিনিয়র ক্রিকেটার শন উইলিয়ামসকে নিয়ে আরভিন উইকেট দেখতে এলেও মোটা চট দিয়ে ঢাকা ছিল। তারপরও ঢেকে রাখা উইকেটের সামনে চিন্তামগ্ন ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন আরভিনসহ বাকিরা।
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সের পরই সংবাদ সম্মেলনে আসেন আরভিন। জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে জরুরি হলো সেই প্রক্রিয়াগুলো বুঝে নেওয়া, যেগুলো আমাদের টেস্ট জয় এনে দিয়েছে। শুধু ১-০ ব্যবধানে এগিয়ে আছি বলে বাড়তি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই বা এই ভেবে নয় যে এখন সিরিজ জিততেই হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত পুরো ব্যাপারটিকে ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া এবং নিজেদের প্রক্রিয়া ও পরিকল্পনায় অটুট থাকা। যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে এটা ধরে রাখতে পারলেই নিজেদের জন্য সেরা সুযোগ তৈরি হবে। ফলাফল নিয়ে আগে থেকেই ভাবতে শুরু করলে চলবে না।’
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ৩ উইকেটে জিতে টেস্টে ৪ বছর পর জয় পেল জিম্বাবুয়ে। বাংলাদেশ ম্যাচের আগে জিম্বাবুয়ে ১০ টেস্ট খেলে হেরেছিল ৮ ম্যাচেই। বাকি ২ ম্যাচ ড্র করেছিল জিম্বাবুয়ে। সিলেট টেস্ট জয়ে তাই সফরকারীদের আত্মবিশ্বাসও অনেক বেড়েছে। আরভিন বলেন, ‘সিলেটে জয় আমাদের মধ্যে অবশ্যই একটা ভালো আবহ, ভালো পরিবেশ এবং আত্মবিশ্বাস তৈরি করেছে। এই মুহূর্তে দলের ভেতর একটা দারুণ অনুভূতি কাজ করছে।’
চট্টগ্রামের উইকেট সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা না থাকলেও নেটে বলের গতি দেখে কিছুটা হলেও ধারণা করতে পেরেছেন আরভিন। জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘নেটে বল কিছুটা ধীরগতির মনে হয়েছে। সম্ভবত ম্যাচ যত এগোবে, স্পিন আরও বেশি প্রভাব ফেলতে পারে। তবে আবারও বলছি, কন্ডিশন বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটাই এখন সবচেয়ে জরুরি। আমরা চেষ্টা করব কন্ডিশন যতটা ভালোভাবে মূল্যায়ন করা যায়, যাতে টেস্ট ম্যাচ জয়ের সম্ভাবনা বাড়ে। যেমনটা বলেছি, কন্ডিশন মূল্যায়ন করাই মূল বিষয়। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য যতটা সম্ভব দেরি করতে চাই, যাতে বোঝা যায় কোন কম্বিনেশন আমাদের জন্য সবচেয়ে ভালো হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে