
শেষ বলে চার মেরে জিম্বাবুয়েকে রোমাঞ্চকর এক জয় এনে দিলেন ক্লাইভ মদন্ডে। এতে করে টি-টোয়েন্টির মতো প্রথম ওয়ানডেতেও জয় পেল স্বাগতিকেরা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে তারা।
ম্যাচ জিততে শেষ ওভারে ১৩ রান দরকার ছিল জিম্বাবুয়ের। হাতে ছিল ৫ উইকেট। বোলিয়ে এসে ম্যাচ জমে দেন আয়ারল্যান্ডের বোলার গ্রাহাম হিউম। তাঁর করা ওভারটির প্রথম বলে এক রান নেন মাদন্ডে। দ্বিতীয় বলে দুই রান নিতে গিয়ে রান আউটে ড্রেসিংরুমে ফেরেন রায়ান বার্ল। এতে করে ম্যাচ যায় জমে।
তবে ব্যাটিংয়ে এসে ছক্কা মেরে আবারো ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুরিয়ে দেন ব্র্যাড ইভান্স। কিন্তু ফিরতি বলে তাঁকে এলবিডব্লিউ করে আবারও ম্যাচ জমিয়ে দেন হিউম। শেষ দুই বলে তখন জিম্বাবুয়ের জেতার জন্য দরকার ৫ রান। পঞ্চম বলে মাত্র এক রান নিলে জয়ের সম্ভাবনা আরও ক্ষীন হয়ে আসে জিম্বাবুয়ের। তবে সুতায় দুলতে থাকা ম্যাচে শেষ বলে চার মেরে স্বাগতিকদের জয় এনে দেন মাদন্ডে।
২৮৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না জিম্বাবুয়ের। মাত্র ৯ রানে ওপেনার ওয়েসলি মাধেভেরেকে হারায় স্বাগতিকেরা। ক্রেইগ আরভিনকে নিয়ে দ্বিতীয় উইকেটে শুরুর ধাক্কা কিছুটা সামলে নেন ইনোসেন্ট কাইয়া। ১৯ রানে কাইয়া আউট হওয়ার পর আবারও নিয়মিত উইকেট হারাতে থাকে দলটি।
৯৯ রানে ৪ উইকেট হারিয়ে যখন ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পথে ঠিক তখনই দলটির ত্রাতা হয়ে দাঁড়ান সিকান্দার রাজা ও বার্ল জুটি। মাঝে বৃষ্টি আসায় কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকে। ম্যাচ যখন আবারো শুরু হয় তখন বৃষ্টি আইনে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৭ ওভারে ২১৪ রানের। বৃষ্টির পরে খেলা শুরু হতেই আউট হন রাজা। এতে করে ৭৬ রানের পঞ্চম উইকেট জুটি ভেঙে যায় তাঁদের।
৪৩ রানে রাজা আউট হলেও বার্লের ব্যাটের জয়ের আশা দেখছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ ওভারের তৃতীয় বলে ৫৯ রানে এই বাঁ হাতি ব্যাটার আউট হলে জয়ের সম্ভাবনা কমে আসে। সতীর্থ ফিনিশিংটা করতে না পারলেও শেষ বলে চার মেরে দলকে ঠিকই জয় এনে দিলেন মাদান্ডে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৮৮ রান করেছিল আয়ারল্যান্ডে। সফরকারীদেরও শুরুটা ভালো ছিল না। ২৫ রান দুই উইকেট হারিয়ে বসে তারা। তবে চতুর্থ উইকেট দুর্দান্ত এক জুটি গড়েন অ্যান্ডি বালবার্নি ও হেরি টেক্টর। তাঁদের ২১২ রানের জুটিতে ২৮৮ রান করে আয়ারল্যান্ড। ম্যাচে দুজনই সেঞ্চুরি করেন। ১০১ রানে টেক্টর আউট হলেও ১২১ রানে রিটায়ার্ড হার্টে যান অধিনায়ক বালবার্নি।

শেষ বলে চার মেরে জিম্বাবুয়েকে রোমাঞ্চকর এক জয় এনে দিলেন ক্লাইভ মদন্ডে। এতে করে টি-টোয়েন্টির মতো প্রথম ওয়ানডেতেও জয় পেল স্বাগতিকেরা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে তারা।
ম্যাচ জিততে শেষ ওভারে ১৩ রান দরকার ছিল জিম্বাবুয়ের। হাতে ছিল ৫ উইকেট। বোলিয়ে এসে ম্যাচ জমে দেন আয়ারল্যান্ডের বোলার গ্রাহাম হিউম। তাঁর করা ওভারটির প্রথম বলে এক রান নেন মাদন্ডে। দ্বিতীয় বলে দুই রান নিতে গিয়ে রান আউটে ড্রেসিংরুমে ফেরেন রায়ান বার্ল। এতে করে ম্যাচ যায় জমে।
তবে ব্যাটিংয়ে এসে ছক্কা মেরে আবারো ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুরিয়ে দেন ব্র্যাড ইভান্স। কিন্তু ফিরতি বলে তাঁকে এলবিডব্লিউ করে আবারও ম্যাচ জমিয়ে দেন হিউম। শেষ দুই বলে তখন জিম্বাবুয়ের জেতার জন্য দরকার ৫ রান। পঞ্চম বলে মাত্র এক রান নিলে জয়ের সম্ভাবনা আরও ক্ষীন হয়ে আসে জিম্বাবুয়ের। তবে সুতায় দুলতে থাকা ম্যাচে শেষ বলে চার মেরে স্বাগতিকদের জয় এনে দেন মাদন্ডে।
২৮৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না জিম্বাবুয়ের। মাত্র ৯ রানে ওপেনার ওয়েসলি মাধেভেরেকে হারায় স্বাগতিকেরা। ক্রেইগ আরভিনকে নিয়ে দ্বিতীয় উইকেটে শুরুর ধাক্কা কিছুটা সামলে নেন ইনোসেন্ট কাইয়া। ১৯ রানে কাইয়া আউট হওয়ার পর আবারও নিয়মিত উইকেট হারাতে থাকে দলটি।
৯৯ রানে ৪ উইকেট হারিয়ে যখন ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পথে ঠিক তখনই দলটির ত্রাতা হয়ে দাঁড়ান সিকান্দার রাজা ও বার্ল জুটি। মাঝে বৃষ্টি আসায় কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকে। ম্যাচ যখন আবারো শুরু হয় তখন বৃষ্টি আইনে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৭ ওভারে ২১৪ রানের। বৃষ্টির পরে খেলা শুরু হতেই আউট হন রাজা। এতে করে ৭৬ রানের পঞ্চম উইকেট জুটি ভেঙে যায় তাঁদের।
৪৩ রানে রাজা আউট হলেও বার্লের ব্যাটের জয়ের আশা দেখছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ ওভারের তৃতীয় বলে ৫৯ রানে এই বাঁ হাতি ব্যাটার আউট হলে জয়ের সম্ভাবনা কমে আসে। সতীর্থ ফিনিশিংটা করতে না পারলেও শেষ বলে চার মেরে দলকে ঠিকই জয় এনে দিলেন মাদান্ডে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৮৮ রান করেছিল আয়ারল্যান্ডে। সফরকারীদেরও শুরুটা ভালো ছিল না। ২৫ রান দুই উইকেট হারিয়ে বসে তারা। তবে চতুর্থ উইকেট দুর্দান্ত এক জুটি গড়েন অ্যান্ডি বালবার্নি ও হেরি টেক্টর। তাঁদের ২১২ রানের জুটিতে ২৮৮ রান করে আয়ারল্যান্ড। ম্যাচে দুজনই সেঞ্চুরি করেন। ১০১ রানে টেক্টর আউট হলেও ১২১ রানে রিটায়ার্ড হার্টে যান অধিনায়ক বালবার্নি।

নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
১ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
১ ঘণ্টা আগে
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
২ ঘণ্টা আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৫ ঘণ্টা আগে