
আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরটা দুর্দান্ত পারফরম্যান্স করছে পাকিস্তান। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-সব সংস্করণেই দাপট দেখিয়ে খেলছে এশিয়ার এই দল। আইসিসির র্যাঙ্কিংয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ক্রমাগত উন্নতি তো হচ্ছেই। মাসসেরার মনোনয়নও পাচ্ছেন তাঁরা (পাকিস্তানি ক্রিকেটার)।
আইসিসির আগস্টের মাসসেরার মনোনয়নে তিন ক্রিকেটারের দুইজনই পাকিস্তানের। বাবর আজম, শাদাব খানের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। গত মাসে বাবরের নেতৃত্বে আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে পাকিস্তান। তাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডাক মারলেও টানা দুই ম্যাচে ফিফটি করেছেন। এরপর নেপালের বিপক্ষে ১৫১ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছেন তিনি। আগস্টে ৬৬ গড় ও ৯২.৩০ স্ট্রাইকরেটে চার ওয়ানডেতে করেছেন ২৬৪ রান।
আগস্টে বাবরের মতো শাদাব খেলেছেন চার ওয়ানডে। ৪.৪০ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। আর নিকোলাস পুরান ভারতের বিপক্ষে খেলেছেন পাঁচ টি-টোয়েন্টি। ৫ ম্যাচে ৩৫.২ গড় ও ১৪১.৯৩ স্ট্রাইকরেটে করেছেন ১৭৬ রান। ভারতের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল এশিয়া কাপের সুপার ফোরে খেলছে বাংলাদেশ-পাকিস্তান। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম ২০০০ রানের রেকর্ড গড়লেন বাবর। পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটারের লেগেছে ৩১ ইনিংস। কোহলির এই রেকর্ড গড়তে লেগেছিল ৩৬ ইনিংস। এই তালিকায় বাবর-কোহলির পরেই আছেন এবি ডি ভিলিয়ার্স ও মাইকেল ক্লার্ক। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ডি ভিলিয়ার্স ও ক্লার্কের লেগেছিল ৪১ ও ৪৭ ইনিংস। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে বাবরের এখন পর্যন্ত রান ২০১১। কোহলি, ডি ভিলিয়ার্স ও ক্লার্ক করেছেন ৫৪৪৯,৪৭৯৬ ও ২৭৪৫ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরটা দুর্দান্ত পারফরম্যান্স করছে পাকিস্তান। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-সব সংস্করণেই দাপট দেখিয়ে খেলছে এশিয়ার এই দল। আইসিসির র্যাঙ্কিংয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ক্রমাগত উন্নতি তো হচ্ছেই। মাসসেরার মনোনয়নও পাচ্ছেন তাঁরা (পাকিস্তানি ক্রিকেটার)।
আইসিসির আগস্টের মাসসেরার মনোনয়নে তিন ক্রিকেটারের দুইজনই পাকিস্তানের। বাবর আজম, শাদাব খানের সঙ্গে আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। গত মাসে বাবরের নেতৃত্বে আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে পাকিস্তান। তাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডাক মারলেও টানা দুই ম্যাচে ফিফটি করেছেন। এরপর নেপালের বিপক্ষে ১৫১ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছেন তিনি। আগস্টে ৬৬ গড় ও ৯২.৩০ স্ট্রাইকরেটে চার ওয়ানডেতে করেছেন ২৬৪ রান।
আগস্টে বাবরের মতো শাদাব খেলেছেন চার ওয়ানডে। ৪.৪০ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। আর নিকোলাস পুরান ভারতের বিপক্ষে খেলেছেন পাঁচ টি-টোয়েন্টি। ৫ ম্যাচে ৩৫.২ গড় ও ১৪১.৯৩ স্ট্রাইকরেটে করেছেন ১৭৬ রান। ভারতের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল এশিয়া কাপের সুপার ফোরে খেলছে বাংলাদেশ-পাকিস্তান। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম ২০০০ রানের রেকর্ড গড়লেন বাবর। পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটারের লেগেছে ৩১ ইনিংস। কোহলির এই রেকর্ড গড়তে লেগেছিল ৩৬ ইনিংস। এই তালিকায় বাবর-কোহলির পরেই আছেন এবি ডি ভিলিয়ার্স ও মাইকেল ক্লার্ক। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ডি ভিলিয়ার্স ও ক্লার্কের লেগেছিল ৪১ ও ৪৭ ইনিংস। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে বাবরের এখন পর্যন্ত রান ২০১১। কোহলি, ডি ভিলিয়ার্স ও ক্লার্ক করেছেন ৫৪৪৯,৪৭৯৬ ও ২৭৪৫ রান।

চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
২৬ মিনিট আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৮ ঘণ্টা আগে