Ajker Patrika

সংবাদকর্মীদের ফাঁকি দিয়ে সাকিবের অনুশীলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংবাদকর্মীদের ফাঁকি দিয়ে সাকিবের অনুশীলন

চট্টগ্রাম টেস্ট শেষে গতকাল সকালে ঢাকায় ফিরেই আজকের অনুশীলন বাতিল করেছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলই। ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তবু সকালে টিম বাসে মিরপুরে এসেছিলেন মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়। ঐচ্ছিক অনুশীলনের দিনও ব্যাটিং অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তারা। তবে দিনের শেষ বেলায় চমক হিসেবে মাঠে আসেন সাকিব আল হাসান। 

 বিকেলে বিসিবিতে হঠাৎ দেখা যায় সাকিব আল হাসানকে। নিজের ব্যক্তিগত গাড়িতে করে মাঠে আসেন সাকিব। এরপর সরাসরি ড্রেসিংরুমে প্রবেশ করে প্যাড পরে নেন তিনি। সবার চোখ ফাঁকি দিয়ে সাকিব মাঠের একপাশ ধরে চলে যান ইনডোরে। চট্টগ্রাম টেস্টে ২৬ রান করা এই ব্যাটার ঢাকা টেস্টে নিজেকে আরও ওপরেই দেখতে চান। তাই ইনডোরের ভেতরে সংবাদকর্মীদের আড়াল করে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন। 

এর আগে দুপুরের দিকে মুমিনুল-জয়রা মাঠ ছাড়লে ব্যক্তিগতভাবে মাঠে এসে অনুশীলন করেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনিও কাজ করেছেন নিজের ব্যাটিং নিয়ে। কারণ সামনেই ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের। 

টেস্টে সবশেষ ১৩ ইনিংসে এক ফিফটির দেখা পেয়েছেন মুমিনুল। চট্টগ্রাম টেস্টেও হয়েছেন ব্যর্থ। খারাপ সময় পেছনে ফেলে দ্রুত নিজেকে ফিরে পেতে পরিশ্রম করে যাচ্ছেন তিনি। নেটে দীর্ঘ সময় ব্যাটে শান দেন টেস্ট অধিনায়ক। একই সময় নিজেকে আরও প্রস্তুত করে নিয়েছেন তরুণ ব্যাটার জয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

ইরানের এবারের বিক্ষোভ কেন অতীতের চেয়ে আলাদা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত