ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করে স্বপ্নের মতো শুরু করেছেন ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গু। তিন অঙ্কের ইনিংস খেলতে তিনি বেছে নিলেন বাংলাদেশকেই। সেন্ট কিটসে গত রাতে অসাধারণ এক সেঞ্চুরি করে সফরকারীদের নিয়ে রসিকতা করেছেন ক্যারিবীয় এই ব্যাটার।
ওয়ানডে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছে জাঙ্গুর। সেন্ট কিটসে গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ১৯ বলে করেন ১০ রান। ২৫তম বলে প্রথম চার মেরেছেন। এই বাউন্ডারির পরই খোলস ছেড়ে বেরিয়েছেন জাঙ্গু। ৭৯ বলে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার। ৪৫তম ওভারের তৃতীয় বলে আফিফ হোসেন ধ্রুবকে লং অন দিয়ে ছক্কা মেরে জাঙ্গু পৌঁছে যান তিন অঙ্কের ঘরে।
৮৩ বলে ১০৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জাঙ্গু। ৬ চার ও ৪ ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশকে ধবলধোলাইয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে তাঁর হাতে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাঙ্গু বলেন, ‘এটা পরাবাস্তব ব্যাপার। অসাধারণ এক অনুভূতি। কঠোর পরিশ্রমের ফল অবশেষে পেয়েছি। এখনই এটায় ডুবে যাচ্ছি না। তবে দারুণ লাগছে। আমি তো অভিষেক ম্যাচে ডাক মারতে চাইনি।’
৩২২ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজের স্কোর একটা পর্যায়ে হয়ে যায় ১৪.১ ওভারে ৪ উইকেটে ৮৬ রান। এই পরিস্থিতিতে ৬ নম্বরে ব্যাটিংয়ে নামেন জাঙ্গু। পাহাড় সমান লক্ষ্য থাকলেও কিসি কার্টি আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গেছেন। তাঁকে দেখেই সাহস বেড়েছে জাঙ্গুর। পঞ্চম উইকেটে কার্টির সঙ্গে ১১৫ বলে ১৩২ রানের জুটি গড়তে অবদান রাখেন জাঙ্গু। প্রসঙ্গক্রমে কার্টির নাম উল্লেখ করেছেন জাঙ্গু, ‘সে (কার্টি) আমার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। আমার কাজটা সহজ করে দিয়েছিল। সে আমাকে অভিষেক ম্যাচটা উপভোগ করতে বলেছিল। আমার মতে, উইকেটটা বেশ দারুণ ছিল।’
লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এর আগে কেবল এক সেঞ্চুরি ছিল জাঙ্গুর। সেন্ট কিটসে গত রাতে সংখ্যাটাকে নিয়ে গেছেন দুইয়ে। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘ক্যারিয়ারে অনেকগুলো ৯০-এর ঘরে ইনিংস রয়েছে। বল দেখে তাই মারতে চেয়েছিলাম।’
আরও পড়ুন:

আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করে স্বপ্নের মতো শুরু করেছেন ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গু। তিন অঙ্কের ইনিংস খেলতে তিনি বেছে নিলেন বাংলাদেশকেই। সেন্ট কিটসে গত রাতে অসাধারণ এক সেঞ্চুরি করে সফরকারীদের নিয়ে রসিকতা করেছেন ক্যারিবীয় এই ব্যাটার।
ওয়ানডে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছে জাঙ্গুর। সেন্ট কিটসে গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ১৯ বলে করেন ১০ রান। ২৫তম বলে প্রথম চার মেরেছেন। এই বাউন্ডারির পরই খোলস ছেড়ে বেরিয়েছেন জাঙ্গু। ৭৯ বলে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার। ৪৫তম ওভারের তৃতীয় বলে আফিফ হোসেন ধ্রুবকে লং অন দিয়ে ছক্কা মেরে জাঙ্গু পৌঁছে যান তিন অঙ্কের ঘরে।
৮৩ বলে ১০৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জাঙ্গু। ৬ চার ও ৪ ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশকে ধবলধোলাইয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে তাঁর হাতে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাঙ্গু বলেন, ‘এটা পরাবাস্তব ব্যাপার। অসাধারণ এক অনুভূতি। কঠোর পরিশ্রমের ফল অবশেষে পেয়েছি। এখনই এটায় ডুবে যাচ্ছি না। তবে দারুণ লাগছে। আমি তো অভিষেক ম্যাচে ডাক মারতে চাইনি।’
৩২২ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজের স্কোর একটা পর্যায়ে হয়ে যায় ১৪.১ ওভারে ৪ উইকেটে ৮৬ রান। এই পরিস্থিতিতে ৬ নম্বরে ব্যাটিংয়ে নামেন জাঙ্গু। পাহাড় সমান লক্ষ্য থাকলেও কিসি কার্টি আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গেছেন। তাঁকে দেখেই সাহস বেড়েছে জাঙ্গুর। পঞ্চম উইকেটে কার্টির সঙ্গে ১১৫ বলে ১৩২ রানের জুটি গড়তে অবদান রাখেন জাঙ্গু। প্রসঙ্গক্রমে কার্টির নাম উল্লেখ করেছেন জাঙ্গু, ‘সে (কার্টি) আমার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। আমার কাজটা সহজ করে দিয়েছিল। সে আমাকে অভিষেক ম্যাচটা উপভোগ করতে বলেছিল। আমার মতে, উইকেটটা বেশ দারুণ ছিল।’
লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এর আগে কেবল এক সেঞ্চুরি ছিল জাঙ্গুর। সেন্ট কিটসে গত রাতে সংখ্যাটাকে নিয়ে গেছেন দুইয়ে। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘ক্যারিয়ারে অনেকগুলো ৯০-এর ঘরে ইনিংস রয়েছে। বল দেখে তাই মারতে চেয়েছিলাম।’
আরও পড়ুন:

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৯ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে